নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: আমার গুরু Freddo (ফ্রেডো) এর আঁকা কিছু ছবি (a must see)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪১

1. Another beautiful drug (mixed)



ভালবাসার মাদকতার নেশা বিনিময়



2. 12 hrs (pencil) :||



শাসক তার প্রজাদের রক্ত শুষে নিজের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখছে



3. El molde (pencil) :||



বাক স্বাধীনতার শিশু অবহেলায় বিতারিত।



4. Eso (charcoal and pencil) B:-)



কাগজের পাতা যতই গলধকরন করা হোক প্রকৃত ণ্গ্যান প্রাপ্ত হয়না।



5. Fractal (pencil) look at the reflections!!! :-/



আমি ও আমার অসংখ্য প্রতিচ্ছবি, কোনটাই মিথ্যা নয়, প্রতিটি ছায়াই তার নিজ জগতে বাস্তব।



6. Incorporated (pencil) What a 3D drawing!! bravo!! :-/ :-/



অদ্ভুত এই জগতের অদ্ভুত সব মানুষ আমরা যার যার মত বেঁচে আছি



7. lana (pencil) :|



এই পারে আমি, ঐ পারে তুমি, এক হব কি হব না জানিনা তবু অপেক্ষায় থাকি



8. Las cuerdas de la ignorancia (pencil) :-&



নারীর ভালবাসায় পুরুষ কখনও কখনও পুতুলও হতে পারে, কিন্তু পুরুষের ভালবাসায় নারী সবকিছু করলেও পুতুল হতে পারেনা। আর হলেও মানতে পারেনা।



9. Les idees sont Eternelles (pencil) /:)



আমার অশ্রু, আমার অসীম দুঃখের সমুদ্র, তোমার কাছে ক্ষুদ্র হলেও আমার কাছে তা অনন্তকাল



10. Perception (pencil):D



যা দেখি ও যা ভাবি সবসময় এক হয়না।



11.The kiss (pencil) its weird....but i like the depth! :P



ভালবাসার সেই স্পর্শ যাকে অনুভব করতে দুটি দেহ প্রকৃতপক্ষেই আর আলাদা থাকতে পারেনা। চাক বা না চাক।



12. Proceso (oil color) i hope you can see the sperms!;)



বই হতে নেয়া ণ্গ্যানের শুক্রানু মস্তিষ্কের ডিম্বানু কে নিষিক্ত করেই জন্ম হবে অভাবনীয় কোন সৃষ্টি।



13. The roof (mixed) X((



ঘর ছাড়া পিতা কে কোন কোন সময় তার প্রেমময় স্ত্রী, ভালবাসার সন্তানও শত চেষ্টা করেও আটকাতে পারেনা। নিশির ডাক এমনই।



14. Utero (pencil) X(



এটা তো বোঝানোর কিছু নাই। একটা হাতি খাতা হতে বের হোতে চাচ্ছে :)



দিলাম ব্যাখ্যা। কি যে দিলাম আপনারাই ভাল জানেন।



আমি আমার এই জীবনে কাউকে হিংসা করিনি। এটুক বলতে পারি। কিন্তু এই ছেলে (ছেলে বললাম কারন তার বয়েস অনেক কম) কে আমি গুরু মানি। তার আঁকা আমাকে যেভাবে স্পর্শ করে আর কারোও আঁকা ওভাবে করেনা। এমন কিছু আমি এই ছবিগুলোতে দেখি যা কোনদিন কোথাও দেখব কিনা জানিনা। আমি তাকে একই সাথে হিংসা করি, শ্রদ্ধা করি, ভালবাসি তার আঁকা। আপনাদের সবাইকে দেখাতে খুব ইচ্ছা করল। আশা করি আপনাদের খারাপ লাগবেনা



হিংসা, হিংসা......... :((:((:((:((:((

আপনাদের ভাল লাগলে ঘুরে আসতে পারেন ফ্রেডোর ওয়েবসাইট থেকে

http://fredoart.deviantart.com/gallery/

মন্তব্য ৮০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭

অন্য পুরুষ বলেছেন: +++





;)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লাগলো ।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১

শিশু বিড়াল বলেছেন: ভাল লাগার মতই...ধন্যবাদ :)

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯

নিয়েল হিমু বলেছেন: পরে দেখতে হবে

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

শিশু বিড়াল বলেছেন: অবশ্যই দেখবেন এবং আমি নিশ্চিত করছি আপনার ভাল লাগবে ...

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৫

যোগী বলেছেন:
আর্ট বুঝিনা, তবে ছবিগুলা ভাললাগলো। কেন যেন মনে হল পেইন্টিং গুলা অনেক নির্মম সত্য বলতে চাইছে।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

শিশু বিড়াল বলেছেন: ঠিক ধরেছেন।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৭

মিষ্টি মেয়ে বলেছেন: আমার কাছে george seurat এর আর্ট ভালো লাগে। :)

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

শিশু বিড়াল বলেছেন: হ্যা উনিও সুন্দর আঁকেন। তবে ফ্রেডোর আঁকার পিছনে শুধু আঁকা না, আমি একেকটা গল্পও দেখতে পাই, তাই ভাল লাগে।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ! চমৎকার সবক'টাই। তবে আমার কাছে ৬ নং বেস্ট ||

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

শিশু বিড়াল বলেছেন: হ্যা একটা ছোট স্কেচবুকের পাতায় এমন ৩ডি আঁকা আসলেই প্রশংসনীয়।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো। আমার ব্লগে দাওয়াত রইলো। আমার আঁকা ছবি দেখার জন্য।

শুভ কামনা।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

শিশু বিড়াল বলেছেন: আপনাকেও শুভকামনা। আপনার ছবি দেখলাম। হাত ভাল আছে আপনার। চালিয়ে যান।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

কি সাংঘাতিক কি বীভৎস সব ছবিরে আপু। :-& :-& :-&

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

শিশু বিড়াল বলেছেন: হ্যা। এইজন্যেই মনে হয় আমার এত ভাল লাগে। আফসোস আমি এত সুন্দর করে বীভৎস বিভিষীকাময় কিছু এখনও আঁকতে পারিনা :(

৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮

s r jony বলেছেন:
পুরাই হরর ছবি B:-) B:-)

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

শিশু বিড়াল বলেছেন: :) :) :)

১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩

সাদা রং- বলেছেন: ছবিগুলোর থিম অনেক কঠিন।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬

শিশু বিড়াল বলেছেন: কঠিন???? আমি বলব না সেটা। সহজ কিন্তু সত্যি স্বীকারক্তি। তাই হয়ত এমন লাগে।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

জানতে চায় বলেছেন: :)

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

শিশু বিড়াল বলেছেন: হিংসা লাগেনা?? আমারতো লাগে :(

১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

খাটাস বলেছেন: বেশি ভাল। প্লাস। প্রিয়তে

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯

জানতে চায় বলেছেন: আমার ও কিছুটা হিংসা লেগেছিল .......;)

মনে করেছিলাম এগুলো াপনার আকা :P

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

শিশু বিড়াল বলেছেন: আমি এমন আঁকতে পারলে তো হতই।

তবে একসময় এরচেয়ে ভাল আঁকব। হিংসা করার জন্য প্রস্তুত থাকুন :P

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
থাইক আপনার আর এমন বীভৎস বিভিষীকাময় কিছু আঁকতে হবে না তাহলে কিন্তু আমি আর আপনার ব্লগে আসব না

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮

শিশু বিড়াল বলেছেন: কিন্তু ভাইয়া আমি তো অলরেডি একটা এঁকে ফেলেছি আর আপনি সেটা দেখেও গেছেন। ৭১ এর গনহত্যার একটা ছবি আঁকলাম না?? সামনে তো আরও কতগুলো আঁকব তখন কি চোখ বন্ধ করে রাখবেন??

আর ফ্রেডো তো যা এঁকেছে সব কল্পনার। আমাদের ৭১ বাস্তবের দুঃস্বপ্ন।

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

আমিনুর রহমান বলেছেন:

Freddo এইডা কোন কাম করলো !!! ধুর ছবিই আকমু কোনদিন ;) :P

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

শিশু বিড়াল বলেছেন: আমার মাথায়ও এটা প্রতিবার আসছে যখন ওর একেকটা ছবি দেখতাম। পরে ভাবলাম থাক এত হিংসা করে কি হবে?? :(

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
:( :( :( :( :( :( :(

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯

শিশু বিড়াল বলেছেন: :) :) :) :) :)

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

এম এম কামাল ৭৭ বলেছেন: আপনার আঁকা কাপ-প্রিস এর ছবি দেখে আপনার ফ্যান হয়ে গেছিলাম। তবে আপনার গুরুর ছবি আমার মাথার উপড় দিয়ে গেল

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

শিশু বিড়াল বলেছেন: অতি স্বাভাবিক! আমারই মাথায় ঢুকতে কষ্ট হয় :(

১৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সব ছবির ব্যাখা দেন।

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

শিশু বিড়াল বলেছেন: দিলাম। ভাল বিপদে ফেললেন আমাকে ভাইয়া :(

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

যোগী বলেছেন: বই হতে নেয়া ণ্গ্যানের শুক্রানু মস্তিষ্কের ডিম্বানু কে নিষিক্ত করেই জন্ম হবে অভাবনীয় কোন সৃষ্টি।[/s]


এই পেইন্টিংটার ব্যাখ্যা জানতে খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু আপনি মেয়ে বলে আপনার কাছে জানতে চাইতে পারছিলাম না।

এখন আমি অভিভুত !!!!

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

শিশু বিড়াল বলেছেন: হাহাহা...ভাই আমি একজন ডাক্তার, তারপর একজন মেয়ে। কাজেই সমস্যা নেই। এর চেয়ে অনেক ভয়াবহ ব্যাপার আামাকে ব্যাখ্যা কর‌তে হয় :)

২০| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮

যোগী বলেছেন: ম্যাম, আই অ্যাম ইমপ্রেস্জেড
আই ইউশ আই কুড হেয়ার সামথিং এবাউট দ্যাট ফ্রেডো ফর্ম ইউ।
হ্যাপি উইকেন্ড!!!

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

শিশু বিড়াল বলেছেন: ফ্রেডো সম্পর্কে গুগল করেই জানতে পারবেন। আর তার আলাদা ওয়েব সাইট ও আছে। আমার কাছে মনে হয় এই লিংক টি ট্রাই করতে পারেন :)

http://fredoart.deviantart.com/gallery/

২১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯

সািহদা বলেছেন: ৫ নং ছবিটা অসাধারণ ।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

শিশু বিড়াল বলেছেন: আমার কাছে সবগুলোই ভাল লাগে :)

ধন্যবাদ আপনাক :)

২২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

নিয়েল হিমু বলেছেন: আপু প্রতিটা ছবির দিকে তাকিয়ে থেকে যে পরিমাণ সময় ব্যায় করলাম আমার মনে হচ্ছে কম হয়ে গেছে । ছবি সব গুলোর মেইন কপি আমার চাইই চাই

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

শিশু বিড়াল বলেছেন: তাহলে এই লিংটি দেখুন, সবগুলো ছবি আরো ভাল রেসোল্যুশন এ দেখতে পাবেন :)

http://fredoart.deviantart.com/gallery/

২৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

নিয়েল হিমু বলেছেন: ধন্যবাদ অনেক গুলো

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

শিশু বিড়াল বলেছেন: :)

২৪| ২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১২

শিপন মোল্লা বলেছেন: বাহ, সাধারন মানুষের অসাধারন কাজ।

নারীর ভালবাসায় পুরুষ কখনও কখনও পুতুলও হতে পারে, কিন্তু পুরুষের ভালবাসায় নারী সবকিছু করলেও পুতুল হতে পারেনা। আর হলেও মানতে পারেনা।
++++

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ফ্রেডোর পক্ষ থেকে :)

২৫| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

আমিভূত বলেছেন: অদ্ভুত!!
কিভাবে আঁকে !! হাত না অন্যকিছু :P

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

শিশু বিড়াল বলেছেন: মন থেকে আঁকে আর থাকে জীবনের বাস্তবতার রং :)

২৬| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

শ্রাবণ জল বলেছেন: চমৎকার ছবি গুলো।
নেট স্লো হওয়ার কারণে তিনটা ছবি দেখতে পারিনি।
আবার আসব।

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

শিশু বিড়াল বলেছেন: ঠিক আছে। দেখে বলবেন কেমন লাগল :)

২৭| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

মাগুর বলেছেন: ভয়াবহ সব ছবি! আমি ছবির 'ছ' ও বুঝি না! তবে আপনার ব্যাখ্যা থাকাই একটু-আধটু বুঝলাম। ধন্যবাদ। ভবিষ্যতে আপনার আঁকা এরকম ছবির প্রদর্শনী দেখতে গ্যালারীতে যাবার আশা রাখতে পারি কি? সাথে একখান অটোগ্রাফ? ;)

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

শিশু বিড়াল বলেছেন: এগুলো তো আমার আঁকা না। আমার প্রদর্শনীর অনেক দেরী আছে ভাই! আর অটোগ্রাফ!!!! কি যে বলেন আপনারা!!

যাই হোক দোয়া রাখবেন যেন এঁকে যেতে পারি।
ধন্যবাদ আপনাকে :)

২৮| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

শান্তা273 বলেছেন: ভয়ংকর সুন্দর!

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

মাগুর বলেছেন: এগুলো আপনার আঁকা না, আপনার গুরু 'ফ্রেডোর' আঁকা। সেটাতো শিরোনাম দেখেই বুঝেছি আপু :)

তবে আপনি ভবিষ্যতে এরকম ছবি এঁকে প্রদর্শনী করবেন আর আমরা গ্যালারীতে যেয়ে অটোগ্রাফ নিব, সাথে দুই একটা ছবি যদি গিফট দেন তাইলে কথাই নাই B-) :P

আর আপনার ছবি প্রদর্শনীর যতই দেরী হোক, এই অধমকে জানাতে ভুলবেন না ;)

২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৮

শিশু বিড়াল বলেছেন: আচ্ছা ঠিক আছে। অবশ্যই জানাবো :)

৩০| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: সালভাদর দালি টাইপের চিত্রকর! কিছুটা ব্যাক্ষা করে না দিলে কিছুই বুঝতাম না। :(

একবার সালভাদর দালি গেছেন চিত্রকলার উপর বক্তৃতা দিতে। বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে একজন উনার আঁকা একটি ছবির অংশবিশেষের মানে বুঝতে চাইল। দালি নির্বিকার উত্তর দিল, যখন একেছিলা তখন এটার মানেটা শুধু ঈশ্বর আর আমি জানতাম আর এখন মনেহয় শুধু ঈশ্বরই এটার মানে জানে।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১

শিশু বিড়াল বলেছেন: কি সর্বনাশ!!! এই কথা, "যখন একেছিলা তখন এটার মানেটা শুধু ঈশ্বর আর আমি জানতাম আর এখন মনেহয় শুধু ঈশ্বরই এটার মানে জানে।" তো আমিও বলি.... আমি ঐ বেটার ম্ত পাগল হইতে চাইনা!!!

৩১| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট অনেকবার এসে দেখে গেছি। চমৎকার!

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

শিশু বিড়াল বলেছেন: অনেকবার দেখার কারন কি স্বর্না?? কোনটা বেশি ভাল লেগেছে?? :)

৩২| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

শ্রাবণ জল বলেছেন: সবগুলোই অসাধারণ, আপু।
অনেক সুন্দর।

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩

শিশু বিড়াল বলেছেন: আমি জানি :) ধন্যবাদ

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২

লাবনী আক্তার বলেছেন: চমৎকার ছবিগুলো! খুব ভালো লাগল ।

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩৪| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

একজন আরমান বলেছেন:
আমার মন্তব্য উধাও ! :(

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

শিশু বিড়াল বলেছেন: আমি তোমার মন্তব্যের অপেক্ষায় ছিলাম, তুমিতো দাওইনি!! উধাও হয় কোথা থেকে?????

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

একজন আরমান বলেছেন:
আমি দিয়েছিলাম। মে বি সামুর প্রব্লেম ছিল।
যাই হোক।
১ আর ৫ বেশি ভালো লেগেছে।

লাভ ইজ আ ড্রাগ হুইচ ইজ ডেঞ্জারাস দ্যান প্যাথেড্রিন।
দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন। :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১

শিশু বিড়াল বলেছেন: thnks arman.....thats my opinion too ;)

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

আদরসারািদন বলেছেন: আসলেই ছবি গুলো অনেক চিন্তাশীলদের খোরাক বটে

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১

শিশু বিড়াল বলেছেন: জ্বী, ঠিক বলেছেন :)

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ১ আর ১০ বেশি ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪

শিশু বিড়াল বলেছেন: :) :) :)

৩৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

জাকারিয়া মুবিন বলেছেন:

ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।

ভাল্লাগসে।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া :) ভাল থাকবেন সবসময়

৩৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

chokhayrpani বলেছেন: এটা তো বোঝানোর কিছু নাই। একটা হাতি খাতা হতে বের হোতে চাচ্ছে.... :>
সুন্দর ছিলো সবগুলই।

৪০| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শেষ পর্যন্ত তাহলে ব্যাখ্যা দিয়েই দিলেন। আমি কিন্তু মজা করে বলেছিলাম। সত্যি আপনি অসাধারন মনের একটা মানুষ।
যান কথা দিলাম আর বিপদে ফেলব না। :#> :#>

৪১| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৩

ডক্টর এক্স বলেছেন: চমৎকার পোস্ট। অনেক ধন্যবাদ আপনাকে।

০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১২

শিশু বিড়াল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.