নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব- ১৩

২০ শে মে, ২০১৩ রাত ৯:৫৬





ছবিটা ঝাপসা আসছে কেন বুঝতে পারছি না।

ঝাপসা দেখলে এখানে ক্লিক করুন

Click This Link



"এই পাড়ে আমি আর ঐ পাড়ে তুমি,

মেঘের ঠিকানায় দিও রাশি রাশি চিঠি

ভেসে যাবে, উড়ে যাবে মেঘের কোল ছুঁয়ে

বৃষ্টির হয়ে ঝরে পড়ুক আমার জগতে"



Name: "বর্ষাপত্র"

date: 20-5-13

Size: 12'' x 27''

media: lead and color pencils an marker



ছবির অর্থঃ এক দেশে এক মেয়ে ছিল আরেক দেশে আরেক ছেলে, তবে তারা এক জগতে ছিল না, দুটি ভিন্ন জগতের বাসিন্দা ছিল তারা। ছেলেটা স্বপ্ন দেখত মেয়েটাকে আর মেয়েটি ছেলেটিকে। মেয়েটির স্বপ্নে ছেলেটি তাকে অনেক অনেক চিঠি লিখত কারন এছাড়া তাদের যোগাযোগ করার কোন উপায় ছিল না। আর ছেলেটির স্বপ্নে মেয়েটি অপেক্ষা করত সেই চিঠির। চিঠি পড়তে পারুক বা না পারুক, যত দুরেই থাকুক, ছেলেটির ভালবাসা মেয়েটির কাছে ঠিকই পৌঁছে যেত, হোক সে মেঘ কি বৃষ্টি কি রোদের রুপে।

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ রাত ৯:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ঝাপসা !!
পেজে আপলোড করেন, ক্লিয়ারলি দেখি ||

২০ শে মে, ২০১৩ রাত ১০:২৪

শিশু বিড়াল বলেছেন: লিঙ্ক দিয়ে দিয়েছি, আশা করি এখন দেখতে পারবেন :)

২| ২০ শে মে, ২০১৩ রাত ১০:০০

সায়েদ রিয়াদ বলেছেন: যদিও ছবিটা মাথার উপ্রে দিয়া গেছে তবে কবিতার লাইন ৪টা ভালা লাগছে :) :P

২১ শে মে, ২০১৩ সকাল ১০:০৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩| ২০ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার, একরাশ মুগ্ধতা :) ||

২০ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য :)

৪| ২০ শে মে, ২০১৩ রাত ১১:৪৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার কন্সেপ্ট। ভালো লাগলো।

২১ শে মে, ২০১৩ সকাল ১০:০৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৫| ২১ শে মে, ২০১৩ রাত ১:০১

আমিনুর রহমান বলেছেন:

কাকের ঠ্যাং বকের ঠ্যাং ভালো হইছে রে পিচ্চি :D

২১ শে মে, ২০১৩ সকাল ১০:০৯

শিশু বিড়াল বলেছেন: আবারো ধন্যবাদ ভাইয়া :)

৬| ২১ শে মে, ২০১৩ রাত ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ছবি সাংঘাতিক হয়েছে। আমি কেন যেন ভয় পেয়েছি ছবি দেখে মনে হয় এখানেই আপনার সার্থকতা ছবি আঁকার।

২১ শে মে, ২০১৩ সকাল ১০:০৯

শিশু বিড়াল বলেছেন: ভয় পেয়েছেন!!!! কেন ভাইয়া???

৭| ২১ শে মে, ২০১৩ ভোর ৪:০৭

প্রিন্স হেক্টর বলেছেন: ছবির মোরাল ক্যাচ করতে পারি নি, কিন্তু একটু ভয় ভয় লাগছে #:-S :|

২১ শে মে, ২০১৩ সকাল ১০:১০

শিশু বিড়াল বলেছেন: তুমিও ভয় পেয়েছ!! কি বিপদ!! কিন্তু কেন?

৮| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

ছবিটা ভয়ের

২১ শে মে, ২০১৩ দুপুর ১:৫৫

শিশু বিড়াল বলেছেন: ছবিটা ভয়ের না ভাইয়া, ভালবাসার :)

৯| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:১৫

s r jony বলেছেন: কানা'রে হাইকোর্ট দেখিয়ে যেমন লাভ নাই, তেমনি আমার মত মূর্খ এই ছবি দেখে কিছুই বুঝতে পারি নাই :(

কাকের ঠ্যাং বকের ঠ্যাং হইলেও হয়ত কিছুটা বুঝতে পারতাম। কিন্তু এই জিনিস আমার মাথার উপর দিয়া গেছে

২১ শে মে, ২০১৩ সকাল ১১:৩৫

শিশু বিড়াল বলেছেন: এটিও কাকের ঠ্যাং বকের ঠ্যাংই, তবে একটু উন্নতমানের আর কি।

যাই হোক আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া :)

১০| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

মাহতাব সমুদ্র বলেছেন: এইটা তো ইল্যুশন মনে অইতাছে...

২১ শে মে, ২০১৩ বিকাল ৫:১১

শিশু বিড়াল বলেছেন: মানে কি? কি কইবার চাস??

১১| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো হইছে

২১ শে মে, ২০১৩ বিকাল ৫:১২

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ মন্ত্রীসাহেব

১২| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১৩

অদ্বিতীয়া আমি বলেছেন: বর্ষা পত্র অন্য রকম ভাল লাগল । মনে হল নিউরন সেল থেকে পাঠানো বর্ষার বার্তা .... নাহ ছবি বোঝা আসলে কঠিন । :(

২১ শে মে, ২০১৩ রাত ১০:১৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৩| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৯

প্রিন্স হেক্টর বলেছেন: আপু, এখন মনে হয় ধরতে পারছি

২২ শে মে, ২০১৩ রাত ১:০৭

শিশু বিড়াল বলেছেন: অবশেষে!!!! :)

১৪| ২২ শে মে, ২০১৩ ভোর ৪:২৬

একজন আরমান বলেছেন:
আগেই বলেছিলাম আপু এই ছবিটা আমার কাছে অন্য কিছু একটা মিন করছে। ভাবছি এই ছবিটাকে কেন্দ্র করে কিছু লিখবো কিনা। যখন ই ছবিটা দেখি কি যেন ঘুরপাক খায় মাথায়।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৩

শিশু বিড়াল বলেছেন: লিখে ফেল, দুখি মানুষের দুখি ছবি :)

১৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:৪২

জানতে চায় বলেছেন: অসাধারণ একটা ছবি ,
দারুন ..... :)

কোন মাধ্যমে আকা ?

০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২২

শিশু বিড়াল বলেছেন: lead and color pencils an marker
ধন্যবাদ :)

১৬| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভৌতিক কোন সিনেমার পোস্টার মনে হচ্ছে... :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.