নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

আমার জীবন কথা - ১

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৯

বাউন্ডুলে, ভবঘুরে এলোমেলো এক ছেলে। পড়াশোনা চলছে ঢাকা ইউনিভার্সিটির জিওলজি বিভাগে। তা ছেলেটা ভূগোল কতটুকু জানে তা জানিনা তবে বইএর পাতার ভূগোলের চেয়ে ঢাকা শহরের ভূগোল আর রাজনীতির ভূগোলেই তার আগ্রহ বেশি। ফাইনাল ইয়ারে এসে আটকে আছে। পাস করে বের হবার কোন ইচ্ছা আকাঙ্ক্ষা তার মাঝে আছে বলে মনে হয়না। চলছে চলুক জীবন, মন্দ কি?? রাজনীতি, বন্ধু বান্ধব, আড্ডাবাজি। একটি সিগারেট আর একটি জীবন, পার্থক্য কী খুব বেশি।



শহীদুল্লাহ হলের ভিপি হয়েও এত উদাসিন কেন ছেলেটা? কত মেয়ে তার প্রেমিকা হবার জন্য অপেক্ষায় দিন গোনে। এমন কথাও শুনেছি যে একবার আটজন মেয়েকে আটটি ভিন্ন ভিন্ন জায়গায় অপেক্ষায় রেখেছিল। দেখা করার কথা বলেও দেখা করতে যায়নি। কেন কী কারন তা আমি জানিনা তবে অনুমান করতে পারি। যতই হোক একই রক্ত তো। অনেকে ভাবতে পারে এ তার অহংকার, দেমাগ। আসলে এ ছিল তার উদাসীনতা। কোন এক বিচিত্র কারনে মেয়ে মানুষের প্রতি তার আগ্রহ একটা পর্যায় পর্যন্ত গিয়ে ফাটা বেলুনের মত চুপসে যেত। তা সে যতই রূপবতী, গুণবতী, এলোকেশী সুন্দরী আসুক না কেন আগ্রহের বেলুনে বাতাস আর ভরা যেতনা। ভাল লাগেনা তো ভাল লাগেনা।



এই ছেলেটি আমার বাবা। আমার মধ্যে যত প্রকারের ভবঘুরে যাযাবরের বৈশিষ্ট আছে, সবই তার রক্ত থেকে আমার ভ্রুনে পাওয়া চিরজন্মের উপহার।



এভাবেই দিন চলে যায়।



একদিন একটি মেয়েকে সে দেখে। দেখতেই থাকে। সে গল্প অন্য একদিন হবে।



মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৩

বহুব্রীহি বলেছেন: সুখে থাকলে ভুতে কিলায় কিনা। কথাটা শুনতে খারাপ লাগলেও কাধে পরিবারের চাপ না পড়লে কেউ সিধা হয় না। অর্থ কষ্ট আর জীবনের তিক্ততাই মানুষরে সোনা বানায়। কথাটা কড়া হইলেও সঠিক।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৪

শিশু বিড়াল বলেছেন: আমার বাপ এখনও সিধা হয়নি। আমিও হইনি। কিছু কিছু মানুষ সিধা না হওয়াই ভাল। :) আরও বললে বুঝতে পারবেন।

২| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: বাবার গপ পড়ে আরও পড়ার ইচ্ছা জাগলো

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৫

শিশু বিড়াল বলেছেন: আশা করি লেখা চালিয়ে গেলে আরও পড়তে পারবেন :)

৩| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৩

মামুন রশিদ বলেছেন: জীবনের টুকরো গল্প চলতে থাকুক ।


জিওলজি মনে হয় ভূগোল নয়, ভূ-বিজ্ঞান বা মৃ্ত্তিকা বিজ্ঞান ।


ভালো লাগল +

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১২:০০

অদ্বিতীয়া আমি বলেছেন: ভালো লাগলো । চলুক, আর ও শুনতে ইচ্ছে করছে ।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

শিশু বিড়াল বলেছেন: আসলেই ভাল লাগছে?? :) ধন্যবাদ :)

৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

একজন আরমান বলেছেন:
এতো অল্প করে লিখলে পেট ভরবে না। আরও বেশী করে লিখো আপু। শুরুটা দারুন হয়েছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম। :)

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৫৮

শিশু বিড়াল বলেছেন: আমি অনেক ভয়ে ভয়ে লেখা শুরু করেছি রে। নিজের জীবনের কথা বলতে গেলে ভাল খারাপ সবই বলতে হয়। ভয়টা সেখানেই খারাপ দিকগুলো কতটুকু বলতে পারি।

৬| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:১৫

সোহাগ সকাল বলেছেন: একটি মেয়েকে সে দেখে, দেখতেই থাকে।

ভাগ্যবতী নিশ্চয়ই আন্টি? :)
ডাক্তার সাহেবের পোস্ট এতদিন পর।

৭| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:২৭

প্রিন্স হেক্টর বলেছেন: ভালা পাইলাম ভ্যাগাবন্ড আপু :)

+

৮| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: এত ছোট করে কেন! শুরুর আগেই শেষ হয়ে যায়।

৯| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

শিশু বিড়ালের পর্বের অপেক্ষায় থাকলাম +++

১০| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮

শীলা শিপা বলেছেন: এত অল্প?? আরও বেশি করে দিতে হবে।

১১| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মাহতাব সমুদ্র বলেছেন: বাবার মত মেয়ে হলেও তো কথা ছিল। মেয়েতো কাঠ খোট্টা।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪১

শিশু বিড়াল বলেছেন: বাবার মতই হয়েছি। আরও পড়লে বুঝতে পারবি।

১২| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুরুটা দারুণ হয়েছে... :)

১৩| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পরের পর্বের অপেক্ষায়....................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.