নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

আমার জীবন কথা - ২

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩১

মেয়েটি বড়ই রূপবতী। দুধে আলতা গায়ে রং, কোমর পর্যন্ত লম্বা চুল, তবে নাকটা বোঁচা। আর চেহারায় একটা রাগী রাগী ভাব। রুপের দেমাগে পা মাটিতে পরে না নাকি অন্য কারনে পা মাটিতে রাখতে মন চায়না কে জানে। ভার্সিটি থেকে রোকেয়া হলেও যেই মেয়ে রিকশা করে যায় এতই ননীর পুতুল। নতুন মাত্র আসছে ফার্স্ট ইয়ারে ফিলসফিতে পড়তে এই পুচকে মেয়ের আবার এত ভাব কিসের। চালচলনেও অতিরিক্ত স্মার্ট। পোশাক বেশিরভাগ সময়েই শার্ট, প্যান্ট, মাঝে মাঝে স্কারট আর খুবই কম সময় শাড়ি। সাথে আরও দলবল তো থাকেই। ফাঁক বুঝে যে কথা বলবে তারও উপায় নেই। ক্লাস থেকে বের হয়ে হাঁটা দেয়, বন্ধু বান্ধবীদের নিয়ে গল্প করে, গল্প শেষ তো রিকশায় করে চললেন রাজকন্যা।



এভাবেই প্রতিদিন মেয়েটাকে দেখে সেই ছেলেটা। দিন যায়। কথা তো বলা হয়না। মুরুব্বি হিসাবে একটু যে আগ বাড়িয়ে পার্ট নিবে তা আর হচ্ছে না।



তারপরো সাহস বাড়িয়ে একসময় কথা বলেই ফেলল। কিন্তু আড়ালে না, দলবলের মধ্যে। কিন্তু কথা বলতে মন চায় একটু গোপনে, একটু আড়ালে, জানতে ইচ্ছা করে মেয়েটির ব্যাপারে। সেই সুযোগ আর হয়না। কিন্তু এভাবে কতদিন যাবে? মনের কথা মুখে বলা জরুরী। সেই ইচ্ছা মনে রেখেই একদিন বলেন,

"চল না আজকে আমরা রমনায় খেতে যাই, তুমি আর আমি।"



মেয়েটি বলে,

" কি দরকার? এখানেই খাই চলুন। ক্যাম্পাসেই তো খাবার আছে।"



"না মানে প্রতিদিন এক জিনিস খেতে কি আর ভাল লাগে?"



এভাবে কিছুক্ষণ তর্কাতর্কি করে মেয়েটি রাজি হয়,

"আচ্ছা ঠিক আছে, চলুন"



খুশিতে গদ্গদ হয়ে ছেলেটি বলে,

"হ্যাঁ চল চল, রিকশা ঠিক করি আসো।"



রিকশা ঠিক করার পরে ছেলেটি রিকশায় উঠে বলল,

"আসো রিকশায় বস।"



-"আমি আপনার সাথে এক রিকশায় উঠব কেন?? পুরো ভার্সিটির সামনে আমি আপনার সাথে ড্যাং ড্যাং করে ঘুরব রিকশায়, মাথা খারাপ নাকি??"



ছেলেটি মনে মনে কি ভাবল তা বোঝা গেল না তবে মুখে কিছু প্রকাশ করল না, বলল,

"আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি আরেকটা রিকশায় আসো।"



মেয়েটি আরেকটা রিকশা ঠিক করে সেটাকে বলল আগে আগে যেতে। গন্তব্য রমনা ক্যান্টিন।



রমনা ক্যান্টিনে পৌঁছে মেয়েটি তার পিছনের রিকশা খুজতে লাগল। কিন্তু দেখতে পেল না। রিকশাওয়ালাকে জিজ্ঞেস করল, "ভাই ঐ রিকশাটা কই গেল যে আমাদের পিছনে পিছনে

আসছিল??"



রিকশাওয়ালা বলল, "ঐ রিকশাওয়ালা তো কহনই উল্টা রাস্তায় গেছেগা আফা!!"



"উল্টা রাস্তায় যাবে কেন?? উনি তো আমার সাথে আসছেন!!!"



"আমি কেমতে কইতাম কেন গেছে?? আমি তো ভাবসি আফনে আলাদা উনি আলাদা। আফনেরা যে একলগে হেই কথা কি আমারে কইছেন??" রিকশাওয়ালার সহজ উত্তর।



আমার মা তাজ্জব!!



প্রথম দিনের "ডেট" এমনই ছিল তাদের।



আমার জীবন কথা - ১







মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৮

আমিই মিসিরআলি বলেছেন: ১ম প্লাস +++
ভালো আছেন ?
অনেকদিন আপনার আর্ট করা ছবির পোষ্ট দেখিনা ব্লগে

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৭

শিশু বিড়াল বলেছেন: কাঁধে ব্যথার কারনে আকাআকি আপাতত বন্ধ। আবার শুরু করতে পারি যেন দোয়া করবেন। ধন্যবাদ :)

২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

খেয়া ঘাট বলেছেন: ইন্টারেস্টিং.................

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: তৃতীয় প্লাস।

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৬

জানতে চায় বলেছেন: :)

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৮

শিশু বিড়াল বলেছেন: :P

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৯

আমিই মিসিরআলি বলেছেন: আমার বিলাই

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

শীলা শিপা বলেছেন: বেশ মজার ঘটনা। তারপর কি হলো?? তারাতারি জানতে চাই।

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মাইয়ারা এমনি হয়........

+++++++++++

৮| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৯

বাংলার হাসান বলেছেন: +++++++++++

৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++++ রইল,সাথেই আছি।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া। এগুলো সুচনামুলক কথা বার্তা, আমার আব্বু আম্মু সম্পর্কে এইটুক ধারনা থাকলে পরবর্তীতে আমার গল্প বুঝতে সুবিধা হবে তাই লেখা।

১০| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:০১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি যে পড়ছি, শুধু এইটুকু জানিয়ে গেলাম।

ঈদ মোবারক।

১১| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জটিল ! কাহিনীতে বৈচিত্র আছে !!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.