নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম ভালবাসা

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

যাচ্ছে জীবন যাচ্ছেতাই

এর মাঝেই সুখ খুজে পাই।

উড়ছি আমি বাঁধন হারা, মুক্তপাখি

নেই পিছুটান, নেই কোন ভান

নেই কোন সংশয়।

জীবন মানে এক যুদ্ধক্ষেত্র

দূরছাই!!,

ওসব কথা মুণ্ডু হারা পণ্ডিতেরা কয়!!



আর আমি কোন পণ্ডিত না। আমি আপনার মত এক সাধারন সাধাসিধে মানুষ। গল্প শোনাতে এসেছি। দিনের পর দিন সবাই যেখানে জীবন যুদ্ধে ক্লান্ত বিপর্যস্ত সেখানে আমার গল্পরুপি প্রলাপ বা প্রলাপরুপি গল্প হয়ত আপনাদের আরেকটু বিরক্ত করবে। আর বিরক্তের বদলে আনন্দ দিলে ওটুকই আমার সার্থকতা।



মেয়েরা নাকি মনে মনে সবসময় এক রাজপুত্রের স্বপ্ন দেখে। বর্তমানে এই কথা কতটুকু চলে তা আপনারাই ভাল জানেন তবে আমার জীবনে কোন রাজপুত্রের স্বপ্ন কোনদিন ছিলনা। আমার রাজত্বে চিরকাল আমিই ছিলাম সর্বেসর্বা। এটার আরেকটা কারন হতে পারে। হয়ত স্বপ্ন দেখার বয়সের আগেই আমি প্রেমে পরেছিলাম। তখন আমার বয়স ৫ বছর। খেলার সাথীর প্রেমে পড়ে হাবুডুবু খেতে লাগলাম। রোজ বিকেলে ওর সাথে নিচে খেলতে নামতাম। ঘুড়ি ওড়াতাম। ফেরিওয়ালা কটকটি বেচতে আসলে কিনে খেতাম। পাশের বাসার কিছু ছেলেমেয়ে আমাকে সবসময় মুটকি বলে ক্ষ্যাপাত কিন্তু ও ওদের সাথে আমার হয়ে লড়তে যেত। ও ছিল আমার বন্ধু, আমার সাথী, আমার প্রথম ভালবাসা।



এভাবেই দিন চলছিল। মাস পেড়িয়ে বছর গেল, মনে মনে ওকে ভালবাসি ভালবাসি বললেও মুখে বলতে পারিনি। একবার অনেক সাহস সঞ্চয় করে বলেছিলাম "তোমাকে একটা কথা বলব।" ব্যাস ঐ পর্যন্তই। কি কথা ও অনেকবার জানতে চাইলেও আমি আর বলতে পারিনি। ও, আমি আর আমার ছোটবোন মিলে রান্নাবাটি খেলতাম। সেখানে ওর সবসময় খেলার মধ্যে প্ল্যান থাকত ৩ ভাই বোনের সংসার, আর এদিকে আমার মাথায় ঘুরত বউ, জামাই আর বাচ্চার (আমার ছোট বোন কে বাচ্চা বানাতাম) সংসার। কিন্তু লজ্জাবতী আমি সেই কথা আর মুখ ফুটে বলতে পারতাম না। কি হাস্যকর করুন এক অবস্থা ভাবুন।



একবার আমি মাথার সব চুল ফেলে দিলাম, মানে মাথা বেল করা যাকে বলে। ও রীতিমত একটা ছড়া আমার সামনে পড়লেই বলত- "টাক্কু বেলে চার আনা, চাবি মারলে ঘুরে না।" এ কি বিপদ!! প্রতিবার এই ছড়া ও বলে আর আমি হাউমাউ করে কাঁদি। এই বিপদ থেকে উদ্ধার পেতে ওকে নাবিস্কো লজেন্সের এক প্যাকেটের ৩০ টা ক্যান্ডির ২৫টাই দিয়ে দিয়েছিলাম। তারপর থেমেছিল।



একবার একটা ভুল বুঝাবুঝি হল। ঐ যে কিছু দুষ্ট ছেলে ছিল পাশের বাসায় ওরা কিছু খারাপ কথা বলেছিল যেগুলো ও আমাকে জানিয়ে দেয় আর আমি বোকার মত সেই কথা আমার মা কে বলে দেই। এবং বড়রা যা করে তাই হল। ওর মায়ের কাছে নালিশ গেল এবং যথারীতি মায়ের কাছে ধোলাই খেল। পরদিন ওর সাথে খেলতে যাব বলে ওর বাসায় যখন গেলাম ও বলল আমার কারনে ও মার খেয়েছে ওর মায়ের কাছে, আমার সাথে আর খেলবে না, কথাও বলবে না। আমি চুপচাপ বুকে কষ্ট নিয়ে বাসায় চলে এলাম। এরপরে আমিও আর খেলতে নামতাম না। একদিন শুনলাম ওরা এই বাসা ছেড়ে অন্য বাসায় চলে গেছে। কোথায় গেছে কেউ বলতে পারল না, আর বললেও ক্লাস টু তে পরা আমার মত একটা মেয়ে কীই বা করতে পারত।



প্রথম প্রেমের গল্প এটুকেই শেষ। তবে অনেক খুঁজেছি ওকে। অনেক বছর পর এই ৫ বছর আগে ওকে ফেসবুকে খুজে পাই। অসম্ভব সুন্দর একটা ছেলে। ঠিক যেমন ওকে ভাবতাম ছোটবেলায় ও ঠিক তেমন করেই বড় হয়েছে। আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং পরা শেষ করে মাস্টার্স করছে, সুন্দরী এক প্রেমিকাও আছে। দেখে ভালই লাগল। ওর সাথে পুরনো দিনের কথাও বলেছিলাম এক দুই দিন, সেই কটকটি, বিকেলের লুকোচুরি, রান্নাবাটি, গল্প পড়ে ওকে শোনানো সবকিছু। ও অবাক হয়েছিল আমার এত বছর পরেও এত ভাল করে সব মনে আছে দেখে। কিন্তু তৃতীয় দিন দেখি আমাকে ব্লক করে ফেলছে। আমার ছোটবোন বলল এটা ওর প্রেমিকার কাজ, মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। ভয় পাবারই কথা। ১৫ বছর পড়ে ছোটবেলার মুটকি বান্ধবী যদি এখন সুন্দরী এক তরুণী হয়ে তার প্রেমিকের সাথে নিজে থেকে কথা বলে, একটু বিপদের আশংকা আছে বৈকি। তবে আমার মনে আসলে কোন বাজে চিন্তা ছিল না। ওকে আবার দেখতে পেয়েই আমি খুশি ছিলাম। কিন্তু ওর প্রেমিকা তো আর তা জানত না। যাকগে কি আর করা!!



সবশেষে এটাই বলব ও যেখানেই থাকুক, ভাল থাকুক। সেই যে আমার কারনে ওর মার খাওয়া, ঐ কথা ভাবলে এখনো খারাপ লাগে আমার।



ভালবাসা আসলে খুব সুন্দর একটা জিনিস। আমার প্রথম প্রেম ও ভালবাসা আমাকে সবসময় সেই বিশ্বাসই যুগিয়েছে যার কারনে পরবর্তীতে অনেক মানুষের প্রতারনাও আমাকে ঘৃণা করতে শেখাতে পারেনি।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

খেয়া ঘাট বলেছেন: ভালবাসা আসলে খুব সুন্দর একটা জিনিস। আমার প্রথম প্রেম ও ভালবাসা আমাকে সবসময় সেই বিশ্বাসই যুগিয়েছে যার কারনে পরবর্তীতে অনেক মানুষের প্রতারনাও আমাকে ঘৃণা করতে শেখাতে পারেনি। - আপনি একজন ভালো মানুষ।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাই :) আমি জানি আমি ভাল মানুষ :) তবে বেশ কিছু দোষ সহ !

২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৩

যুবায়ের বলেছেন: সময় নিয়ে পড়তে হবে...
চিন্হ দিয়ে গেলাম..

৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৯

রসায়ন বলেছেন: হয়ত আরো ভালো কেউ আপনার অপেক্ষায় আছে..... :)

অতঃপর পোস্টে ভালোলাগা !

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৬

শিশু বিড়াল বলেছেন: হাহাহা. প্রথম ভালবাসার গল্প পরেই সান্তনা দিচ্ছেন। ১০ম বা ১১তম শুনলে কি করবেন!! :)

৪| ২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৬

বটবৃক্ষ~ বলেছেন: ১৫ বছর পড়ে ছোটবেলার মুটকি বান্ধবী যদি এখন সুন্দরী এক তরুণী হয়ে তার প্রেমিকের সাথে নিজে থেকে কথা বলে, একটু বিপদের আশংকা আছে বৈকি। =p~ =p~ =p~ :)

আসলেই!! ওই মেয়ের জন্যে আশংকার বিষয়!! হাহাহ!!

খুব সুন্দর লাগ্লো আপি তোমার অনুভুতি গুলো!! :)

৫| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: লেখক বলেছেন: হাহাহা. প্রথম ভালবাসার গল্প পরেই সান্তনা দিচ্ছেন। ১০ম বা ১১তম শুনলে কি করবেন!! :)

২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭

শিশু বিড়াল বলেছেন: সত্যি কথা বলতে যেমন সাহস লাগে তেমনি সত্য হজম করতেও একটু সাহস লাগে :)


১২/১২ এর বেশিও হতে পারে, অনেকদিন হিসাব রাখিনি।

৬| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :(

৭| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

শীলা শিপা বলেছেন: ছোটবেলার মুটকি বান্ধবী যদি এখন সুন্দরী এক তরুণী হয়ে তার প্রেমিকের সাথে নিজে থেকে কথা বলে, একটু বিপদের আশংকা আছে বৈকি।

আগে থেকে সাবধান হয়ে গিয়েছিল এই আর কি??

প্রথম ভালবাসার কাহিনি ভাল লাগল :)

৮| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

আমিনুর রহমান বলেছেন:




প্রথম ভালোবাসায় +++

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৯| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল। :#) :#) :#)

১০| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:০১

বাংলার হাসান বলেছেন: প্রথম ভালোবাসায় +++

১১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালোবাসার গল্প পড়ে মন ভরে গেলো

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬

শিশু বিড়াল বলেছেন: হিহিহি এটুকেই মন ভরলে তো বিপদ!! আরও অনেক কাহিনী বাকি যে।

১২| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শিশু বিড়াল, এই সংসার সংসার খেলাটা আমরাও খেলতাম। তবে এটা আমাদের সময় ছিলো লুকানো বা নিষিদ্ধ খেলা। এর জন্য খাটের তলায় খেলতাম। আমার সব সময় ইচ্ছা হতো আমি বাবা হবো আর রুমি হবে মা। কিন্তু, প্রায় সময়ই আমাকে ওর ছেলে সাজতে হতো :( (বয়সের জন্য)

পুরোনো সেই দিনের কথা মনে পড়ে গেল। অনেক অনেক ভালো লাগা।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

শিশু বিড়াল বলেছেন: কি আর করা :( এক জীবনে সব ইচ্ছা তো আর পূর্ণ হয় না।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৪

বটবৃক্ষ~ বলেছেন: এই আপি!! মানে কি!! আমার কমেন্ট মাঝখান দিয়ে কি দোষ করলো!! এনসার কই!!

:( :( :( কান্তেই আছি!!!! :(( :(( :(( :(( :(

আমার উপর রাগ করেছো কোন কারনে!!?? ঐদিন না আমারে ফেন্দু বানাইলা!!?? ভুলে গেসো!! :(

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫

শিশু বিড়াল বলেছেন: কপি মারতে দেখলাম তো তাই আর খেয়াল করিনি। সরি। ধন্যবাদ :)

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

তাসজিদ বলেছেন: ভালবাসা সত্যি ই এক অদ্ভুত বস্তু!

বিচিত্র তার রঙ, বিচিত্র তার রুপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.