নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব- ১৪

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

Happy time

(28-8-13)

ইহা একটি হাস্যকর বদ অভ্যাস হলেও যাদের আছে তারাই জানে যে এটা কতটা আনন্দদায়ক





আলো আমার আলো (২৯-৮-১৩)





7 kisses

(23-8-13)





কিছু মানসিক ও ব্যাস্ততিক জতিলতার কারনে মাঝে বেশ কয়েকদিন ছবি আঁকা কে মাচায় তুলে রেখেছিলাম। আবার আঁকতে পারছি এতেই আমি অনেক খুশি।

মন্তব্য ৯৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: ভিন্নরকম আঁকা
ভাল তুলির ঠান
ধন্যবাদ
চালিয়ে যান ।।

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

শিশু বিড়াল বলেছেন: ভিন্নরকম তো হবেই। এগুলো ডিজিটাল ড্রয়িং। ট্যাবলেটে আঁকা, কাজেই রং অনেক মসৃণ। ধন্যবাদ ভাই।

২| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮

েমা ফয়সাল হাসনাইন বলেছেন: দারুন আকেন তো ।

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

বোধহীন স্বপ্ন বলেছেন: কে বলে কাকের ঠ্যাং বকের ঠ্যাং...???

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

শিশু বিড়াল বলেছেন: আমি বলি। আমার ইচ্ছা :)

৪| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

the lady killer বলেছেন: সুন্দর তো।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

বাগসবানি বলেছেন: হে হে হ্যাপি টাইম না আমার পরীক্ষার টাইম, পরীক্ষার দিন সকাল বেলা রিভাইজ দেয়ার টাইম :P :P :P :P

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

শিশু বিড়াল বলেছেন: আর আমার পরিক্ষার আগের রাতের টাইম :)

৬| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

স্বাধীকার বলেছেন:

ভালো আঁকার হাতটিকে,
কেন কাটাছেড়ার হাতে পরিনত করলেন?

আমাদের সৃষ্টিশীলতা এভাবেই বাস্তবতার খাঁচায় বন্দী হয় দৈনিক :P

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

শিশু বিড়াল বলেছেন: কাটা ছেঁড়া করিনা তো। আমার পড়ার ইচ্ছা মানসিক রোগ নিয়ে, কাজেই সেক্ষেত্রে মন্দ হবে না :)

৭| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মো: আতিকুর রহমান বলেছেন: ডাক্তারদের টয়লেটে গিয়েও পড়তে হয় এই জিনিসটা প্রথম ছবিতে চমৎকার ভাবে উঠে এসেছে :D। :প :P

আপনার ছবি আকার হাত অসাধারন। ছবি গুলো আকা অনেক সুন্দর হয়েছে। পোস্টে ভাল লাগা....

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২১

শিশু বিড়াল বলেছেন: এটা পড়ার বই না, গল্পের বই। হিহিহি। ধন্যবাদ :)

৮| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

মাক্স বলেছেন: সুন্দর!

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২১

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৯| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২২

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১০| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫

বেলাল তামজীদ বলেছেন: অসম্ভব সুন্দর

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: প্রথম ছবিটার সাথে আমার মিল আছে,।
আমিতো একটা মুহুর্তই কল্পনাই করতে পারিনা ঐ সময়ের জন্য বই অথবা ল্যাপটপ অথবা ফোন ছাড়া।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

শিশু বিড়াল বলেছেন: হিহি.. :)

১২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৭

poops বলেছেন: ওসাম ওসাম ওসাম B-))

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২১

আমিনুর রহমান বলেছেন:




কাকের ঠ্যাং বকের ঠ্যাং ভালা হইছে রে ...

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

১৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব ছবি।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৫| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৬| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

ডি মুন বলেছেন: সুন্দর

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৭| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: আহা!

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৮| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৯

আম্মানসুরা বলেছেন: বাহ!!! খুব সুন্দর।
২য় প্লাস

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

১৯| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ৩য়টি বেশি ভাললেগেছে +++

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২০| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আপনার আঁকা আগের সব গুলো ছবি আমার দেখা আছে,আরো একজন ব্লাগার আছেন সুমন নাম মনে হয়,তিনিও অসাধারণ আঁকেন,যারা আঁকেন তাদের দিকে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি,কিভাবে এরা আগে নিজের মস্তিষ্কে আঁকেন পরে সেটা কাগজে কপি করেন এটা ভাবতেই থ মেরে যাই।
আপনার আঁকা ছবি গুলো অসাধারণ হয়,যদিও আমি ছবি একদমি বুঝিনা,তবুও ভালো লাগে।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

শিশু বিড়াল বলেছেন: আমিও তার ছবি দেখেছি। ভাল আঁকেন উনি। ধন্যবাদ :)

২১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

সায়েম মুন বলেছেন: ২য় টা বেশ লেগেছে।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ওহ যা বলতে আসছিলাম সেটাই বলা হলোনা,


আমাকে একটা ছবি এঁকে দিবেন, সেটা হবে দৃষ্টি রশ্মি গিয়ে সোজা হার্টে পড়ে হার্ট গলতে শুরু করবে, দিবেন?

আমি সেটা প্রোপিক দেবো।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬

শিশু বিড়াল বলেছেন: আপনার ছবির থিম আমার মনে ধরেনি। ধরলে আঁকার চেষ্টা করতাম :(

২৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭

লজিক মানুষ বলেছেন: প্রথম ছবিটা কি আপনার নাকি????? হাঃ হাঃ হাঃ =p~ =p~ =p~

ভালোই তো আকেন।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৯

শিশু বিড়াল বলেছেন: বলতে পারেন আমারই :)

২৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!!

আপনার কাছে কোনটারে কাকের ঠ্যাং লাগলো???????


:) :) :)

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪০

শিশু বিড়াল বলেছেন: কি জানি সবসময়ই তো মনে হয় কাকের ঠ্যাং :)

২৫| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০১

খাটাস বলেছেন: এই গুলো আপনার হাতে আঁকানো? আমি তো ভাবছি নেট থেকে নেয়া। :||
ভাল অয়েচে। :)

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫

শিশু বিড়াল বলেছেন: আমি এখনও তেমন ভাল আকিনা, অনেক পথ বাকি! ধন্যবাদ আপনাকে :)

২৬| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২৭| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ এঁকেছেন।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

২৮| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালোই তো লাগলো। কে বলে কাকের ঠ্যাং বকের ঠ্যাং?

এ দেখি হংস মাঝে জলকাক!

হাঃ হাঃ হাঃ

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯

শিশু বিড়াল বলেছেন: হিহিহি... ধন্যবাদ ভাইয়া :)

২৯| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

রিয়াদ হাকিম বলেছেন: ভাই কোন ট্যাবলেট দিয়ে একেছেন? আমি একটা ট্যাবলেট কিনব ভাব্চিত তাই জানতে চাইছি .... অংকন ভালো হয়েছে!!!

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

শিশু বিড়াল বলেছেন: গ্যালাক্সি নোট ১০ ইঞ্চি ট্যাব। এটা কিনতে পারেন। :) ধন্যবাদ

৩০| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

সানড্যান্স বলেছেন: জানি না কেন, তোমার প্রথম ছবি আমার পছন্দ হয় নাই, অনেকের ভাল লাগতে পারে, বাট আমার পছন্দ হয় নাই।

সেকেন্ড ছবিটা বেশ স্যুরিয়েল, ভাল হইছে।

লাস্ট ছবিটা দেখে মনে হচ্ছে পাচ টাকা দামের ভিউ কার্ড!!

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭

শিশু বিড়াল বলেছেন: হিহিহি :) ব্যাপার না, সবার সব কিছু ভাল লাগে না। ধন্যবাদ

৩১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম ছবিটা তো আমার অভ্যাস। :( কত বকা শুনি।
আর দ্বিতীয় ছবিটা দারুন হইছে।!!

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

শিশু বিড়াল বলেছেন: আমারও অভ্যাস হিহি .বকা দিক, তাতে কি। এটা তো ক্ষতিকর কিছু না তাইনা :)

৩২| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: নাইস ...

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩৩| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার ছবি আঁকেন আপনি! প্রথম অভ্যেসটা আমারও কঠিনভাবে বিদ্যমান! সাতটি চুম্বন ফুল সবথেকে ভালো লাগলো!

শুভকামনা!

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩৪| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: এতো সুন্দর এঁকেও যদি বলেন কাকের ঠ্যাং বকের ঠ্যাং , তাইলে কেমনে কী !!!

আলো আমার আলো ছবিটা খুব সুন্দর বেশি।

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

শিশু বিড়াল বলেছেন: আমার কাছে এমনই মনে হয় কি করব :)

৩৫| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০

এক্সপেরিয়া বলেছেন: দারুন এঁকেছেন ......

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩৬| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০

পেন্সিল চোর বলেছেন: ৩নাম্বার প্লাসটা পেন্সিল চোরের থেকে নিন। একটা চোর পেন্সিল চুরি করছে,ঐরকম একটা ছবি আকতে পারবেন!!!

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

শিশু বিড়াল বলেছেন: থিম পছন্দ হয়নাই :) ধন্যবাদ

৩৭| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫

তন্দ্রা বিলাস বলেছেন: ভাল লাগল। আবার আঁকতে শুরু করার জন্য ধন্যবাদ।


উপরে কয়েক জন পড়ুয়াকে দেখলাম :P

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

শিশু বিড়াল বলেছেন: হ্যাঁ ব্যাপক প্রকারের পড়ুয়া . হেহেহে :)

৩৮| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০২

তানিয়া হাসান খান বলেছেন: আপনার কাকের ঠ্যাং েবকের ঠ্যাং এত্ত সুন্দর!!!!!!!!!

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩৯| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: আরে এইতো দেখি শিশু বিড়াল :)
বিড়াল নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম কিন্তু কোনো বিড়াল খুঁজে পাইনাই , এখন পাইলাম। :)

প্রথমটা ছবিটা পুরাই এপিক !!

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

শিশু বিড়াল বলেছেন: হিহিহি ম্যাও ম্যাও :)

৪০| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ !! :)

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৪১| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমতকার

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ :)

৪২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২১

*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর সব আঁকিবুকি। কাকের ঠ্যাং বকের ঠ্যাং দেখি শিল্পীর আঁচড়ে চমৎকার হয়। :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১

শিশু বিড়াল বলেছেন: :) :) :) ধন্যবাদ ব্যাং

৪৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

সমুদ্র কন্যা বলেছেন: আপনিতো অদ্ভুত সুন্দর আঁকেন। দ্বিতীয়টা দেখে আক্ষরিক অর্থেই চোখ কপালে উঠে গেছে। অনেক অনেক ভাল লেগেছে।

৪৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

একজন আরমান বলেছেন:
দুই নাম্বারটা অসাধারণ হয়েছে আপু।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

শিশু বিড়াল বলেছেন: ধন্যবাদ আরমান :)

৪৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

নতুন বলেছেন: Thanks for ur Advice regarding my Wife

IF u dont Mind please email your mobile number

[email protected]

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

শিশু বিড়াল বলেছেন: আমার মনে পড়ছে না আমি আপনাকে কি বলেছিলাম। আপনি ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

৪৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

নতুন বলেছেন: আপু শারমিন সেন্ট্রাল হাসপাতালে ভতি` আছে...

আপনার ইমেইল ঠিকানা/ ফোন নম্বরটা যদি দেন তবে একটু কস্ট দিতাম...

প্রফঃ সেহরিন এফ সিদ্দিকার সম্ভবত সেন্ট্রাল বসেন?

৪৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২

রাইসুল সাগর বলেছেন: চমৎকার +

শুভকামনা নিরন্তর।

৪৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

তাসজিদ বলেছেন: ছবি আঁকতে মন চায়। পারি না :(

Second one is the best.

৪৯| ১২ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৩

যোদ্ধা ৭১ বলেছেন: প্রথম ছবির মানুষটার হাতে ওটা কি ম্যাগাজিন ? ;)

৫০| ০৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১০

অপু কাউসার বলেছেন: ব্লগ ই ভালো.....
এই শুনো, নতুন ছবি আকছো না কেনো ? অনেকদিন তোমার নতুন কোন ছবি দেখছি না...হাতটা একটু ঘুরাও না !

৫১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৩

জাওয়াদ তাহমিদ বলেছেন:
আচ্ছা আপু আপনি ছবি আঁকতে কোন অ্যাপ ব্যাবহার করেন বলা যাবে কি?? :)

৫২| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৫২

সুমন কর বলেছেন: চমৎকার !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.