নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

তুমি ও সে

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

তুমি আমার শ্বাস প্রশ্বাস

সে আমার নিঃশ্বাস নেবার প্রয়াস।

তুমি যদি নিদ্রা হও, যদি হও স্বপ্ন

সে ঐ নিদ্রার সুখ অথবা স্বপ্ন ভাঙ্গার দুঃখ।

তুমি আমার দিনের শুরু, রাতের শেষ

সে ঐ দিনের আলো কিংবা রাতের আধার।

তুমি শান্ত, নির্মল নদী, কখনও কখনও অশান্ত স্রোতস্বিন

সে চঞ্চল, দূর্বার, অস্থির, অধীর, চিরকাল বিরামহীন।



তুমি আছো মস্তিস্কের প্রতিটি অনুরনে

তার বসবাস আমার হৃদপিণ্ডের কম্পনে।

তুমি অশ্রু হয়ে ঝরে পরো

সে অশ্রুর আলোক বিন্দু, অথবা নোনতা স্বাদ।

তুমি মাতাল কর আমাকে, মাদকাসক্ত আমি

সে আসক্তির শুরু, সুস্থ জীবনের অন্ত।



তুমি এক চোখের নীল, অনন্ত উড়ে চলার আকাশ

সে আরেক চোখের সবুজ, দিগন্ত বিহীন বন্য আনন্দ।

তুমি আমার স্বাধীনতা, বাঁধনহারা ছুটে চলা

সে আমার মুক্তি, মিথ্যা মিথ্যি শেকল পরার খেলা।

তুমি রঙে ভেজা, কালিতে লেপা বিশাল ক্যানভাস

সে সেই ছবির লুকানো অর্থ, বুঝতে পারা বা না পারা।

তুমি আছ তাই আমি আছি

সে আছে তাই আমি, আমি।

তুমি ও সে আমার আমি, আমার ভালবাসা।



-অনি



(এই কবিতা শেষ হবে না। আর লিখতে ইচ্ছা করছে না। এবং সংবিধিবদ্ধ সতর্কীকরণ কোন প্রকার বিরক্ত উদ্রেককারী মন্তব্য আমার চোখে পরলে, ব্লক করতে ১ মিনিটও সময় নিব না। বাকিটা আপনার ব্যাপার।)



পুনশ্চঃ ভালবাসা ও পরকীয়া এক না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন অনি আপু ।

২| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

বটবৃক্ষ~ বলেছেন:



তুমি রঙে ভেজা, কালিতে লেপা বিশাল ক্যানভাস
সে সেই ছবির লুকানো অর্থ, বুঝতে পারা বা না পারা।


এই কবিতা শেষ না হোক!!
সুন্দর!! একরাশ ভালোলাগা

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~

একটু হেসে নিলুম। দেইখো আবার ব্লক দিওনা যেন। ;) ;)


আমি ভাবতাম তুমি প্রেম বুঝ না। এখনতো দেখি পুরাই ভুল আমি। :P :P
ভালো লিখছ অনি। আশা করি ভবিষ্যতে আরো প্রেমের কবিতা পাব আমরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.