নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মানুষ।

কাশফুল মন (আহমদ)

সবার আমি ছাত্র,শিখছি দিবা-রাত্র।

কাশফুল মন (আহমদ) › বিস্তারিত পোস্টঃ

বাজেট!!!

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৫২

এই শুনছো?
অর্থমন্ত্রী নাকি আগামি বছরের বাজেট
পেশ করেছে। অথচ তোমার-আমার প্রেমের বাজেটের এখনও পরিকল্পনাও করা হয়নি!!
আচ্ছা আমাদের বাজেটে কি জাতীর কোনও লাভে আসবে?
নাকি জাতির কোন ক্ষতি হবে?
শুনোনা! তোমাকে নিয়ে তো আমার অনেক পরিকল্পনা আছে। কিন্তু তা তো সব মনে মনে! এখন যদি তা প্রকাশ করে দিয়,তাহলে তো সবাই জেনে যাবে, আর আমাদের গোপন বলতে কিছুই থাকবে না। তখন তো আবার ঘাটতি বাজেট মাথার উপর থাকবে!
এই শুনছো! তুমি কিছু বলছো না কেন!!
তুমি ছাড়া তো আমার বাজেট পূর্ণ হবে না। কারণ তুমি হলে আমার প্রধানমন্ত্রী আর আমি হলাম তোমার অর্থমন্ত্রী!!
শুনেছি সরকার নাকি এবার কসম্যাটিকের দাম কমাবে। তা শুনে আমি খুব খুশি হয়েছি। কারণ তাতে আমার বাজেটর পরিমান আর একটু কমবে!
অামেদের বাজেটের সবচে বড় ক্ষাত হলো কসম্যাটিক! এরপর আছে শফিন মহলে, তার পর হলো রেস্টুরেন্টে!!
এই শুনো না!
আমরা কি সত্যি একটি বড় বাজেট দেব ?নাকি মাজারি বাজেট দেব? নাকি টানি-খিচি চলার বাজেট দেব?!
আমাদের অায় এর পথ তো শুধু একটা, আমার টা!! পথ বেশি হলে বাজেটও বড় হবে। আচ্ছা তার উপর কি ভ্যাট বসাবো?
না হলে তো আমাকে ঘাটতি বাজেট দিতে হবে!
এই কিছু বলনা,সুরঞ্জনা!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.