নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মানুষ।

কাশফুল মন (আহমদ)

সবার আমি ছাত্র,শিখছি দিবা-রাত্র।

কাশফুল মন (আহমদ) › বিস্তারিত পোস্টঃ

আবারও লস গুণতে হলো, ,,,,,

২১ শে জুন, ২০১৬ রাত ১২:৫৭

রোজার প্রথম দিনই ৬ জুন একটি পোস্ট করেছিলাম।
রোজার প্রথম দিনই দুই হাজার টাকা লস দিতে হলো। তার মধ্যে এক হাজার টাকা পরিশোধ করেছিলাম,বাকি এক হাজার বস এখনও চাইনি,আর আমিও দিতে সক্ষম হয়নি। কিন্তু আজ (২০ জুন) আবারও লসের খাতায় নাম লেখাতে হলো।
একটা ডেক্সটপের মাদারবোর্ড লাগানোর কথা ছিলো। বস রেখে চলে গেছে যে আর আসার কথা নেই। তাই মনের ইচ্ছা মাফিক আমি লাগানো শুরু করলাম। এর আগে আর কখনও লাগানো হয়নি। যার কারণে মনে একটু ভয় নিয়ে হলেও লাগিয়ে ফেল্লাম। আমার লাগানো শেষ হওয়ার পরও বস আসেনি।
আমার লাগানো সঠিক হলো কিনা,দেখানোর কেউ ছিলোনা।
এরপর আর একটা কম্পিউটার দেখলাম,তারপর মাদারবোর্ডের সাথে বইও মিলিয়ে দেখলাম। সব কিছুই দেখলাম ঠিক হয়েছে। তাই মনে মনে একটা খুশির বার্তা বয়তে লাগলো।
বস আসলো বিকাল ৩টা। বের হয়েছিলো সকাল ১১টায়।
যাক বসও দেখে খুব খুশি হলো। আর আমার অসাধ্য কজের জন্যে একটা ধন্যবাদও পেলাম।
কম্পিউটার ওপেনও হলো,কিন্তু কিছুক্ষণ পর উইন্ডোজ দেওয়ার সময়, নো সিঙ্গেল আসলো।
এরপর পসেসর খুলে আবার লাগানোর সময় বসের চোখে ধরা পড়লো, কিছু দাঁত বাঁকা হয়ে গেছে যার কারণে পসেসরও গরম হয়ে গেছে।
আর তাতেই সব দোষ আসলো আমার উপর।61 মাদারবোর্ডের দাম নাকি 4900 টাকা। আর এর ক্ষতিপূরণ নাকি আমাকে দিতে হবে।
কিছুক্ষণ আগে যার প্রসংশা শুনলাম। এখন তার মুখে ক্ষতিপূরণ এর দাবি।
সব মুছিবত কেনো যে আমার উপর এসে পরে বুঝতে পারছিনা।
আল্লাহ কেনো যে বার বার আমার আমাকে এমন বিপদে ফেলে, আল্লাহ ভালো জানে। কিন্তু রোজা এখনও শেষ হয়নি। সামনে নিশ্চয় আরও বিপদ অপেক্ষা করছে।
আল্লাহ তুমি আমাকে রক্ষা কর।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৬ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:




মানুষ দক্ষ হয়ে জন্মায় না, মানুষ শিক্ষিত হয়েও জন্মায় না; দক্ষতা আপনাকে অর্জন করতে হবে; তবে, যেই বসের অধীনে কাজ করলে কাজের ভুলের জন্য ক্ষতিপুরণ দিতে হয়, সেখান থেকে ক্রমেই সরে যান, চাকুরী খোঁজ করেন।

২| ২১ শে জুন, ২০১৬ রাত ২:০০

ফেরদৌসা রুহী বলেছেন: আহারে বিরাট ভেজাল দেখি। ঠিকঠাক মত কাজ করুন, তাহলে আর লস দিতে হবেনা।

৩| ২১ শে জুন, ২০১৬ রাত ৩:০১

কাশফুল মন (আহমদ) বলেছেন: সুন্দর মতামতের জন্যে ধন্যবাদ ,,,

৪| ২১ শে জুন, ২০১৬ রাত ৩:১৮

অশ্রুকারিগর বলেছেন: ধৈর্য্য ধরে কাজ শিখেন। কাজ শিখলে আপনিও বস হবে। তখন কোন বসের হুদাই ঝাড়ি খাওয়া লাগবে না। ততদিন পর্যন্ত একটু কষ্ট করে নাক-মুখ গুঁজে কাজ শিখেন।

৫| ২১ শে জুন, ২০১৬ সকাল ১১:০৪

কাশফুল মন (আহমদ) বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে

৬| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধৈর্য্য ধর আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে

৭| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

কাশফুল মন (আহমদ) বলেছেন: ধন্যবাদ দোয়া করবেন।

৮| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

গেম চেঞ্জার বলেছেন: একটা ডেক্সটপের মাদারবোর্ড লাগানোর কথা ছিলো। বস রেখে চলে গেছে যে আর আসার কথা নেই। তাই মনের ইচ্ছা মাফিক আমি লাগানো শুরু করলাম। এর আগে আর কখনও লাগানো হয়নি। যার কারণে মনে একটু ভয় নিয়ে হলেও লাগিয়ে ফেল্লাম। আমার লাগানো শেষ হওয়ার পরও বস আসেনি।

আপনি এর আগে যদি এক্সপেরিয়েন্স না থাকে, তাহলে যেচে এই কাজ করতে গেলেন কেন? আপনার শিক্ষা হওয়ার জন্য অবশ্যই বসের আচরণ/শাস্তি ঠিক আছে। আর আপনার বস যদি আপনাকে এই কাজ না শিখিয়ে থাকে তাহলে উনি আপনাকে এটা করার কথাও বলবে বলে মনে হয় না।

যাইহোক একটা উপদেশ দিয়ে যাই, আপনি যেকোন কাজে ইউটিউবে হেল্প ভিডিও দেখে পুরনো জিনিস নিয়া আগে প্রাকটিস করে নেবেন তাহলে এইরকম লস গুনতে হবে না।

৯| ২৩ শে জুন, ২০১৬ রাত ৯:৫৪

কাশফুল মন (আহমদ) বলেছেন: বসের লাগানো দেখে যা শিখেছিলাম তাই,
আর বস আমাকে জোড় দিয়ে লাগাতেও বলেনি,আমি যাস্ট চেস্টা করেছিলাম।
ধন্যবাদ আপনার উপদেশের জন্যে।

১০| ২৩ শে জুন, ২০১৬ রাত ৯:৫৫

কাশফুল মন (আহমদ) বলেছেন: বসের লাগানো দেখে যা শিখেছিলাম তাই,
আর বস আমাকে জোড় দিয়ে লাগাতেও বলেনি,আমি যাস্ট চেস্টা করেছিলাম।
ধন্যবাদ আপনার উপদেশের জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.