নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মানুষ।

কাশফুল মন (আহমদ)

সবার আমি ছাত্র,শিখছি দিবা-রাত্র।

কাশফুল মন (আহমদ) › বিস্তারিত পোস্টঃ

হয়নি কিছুই পড়া,,,,,,,

০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৬

এবার হয়নি কোন গল্প লেখা বা কোন গল্প পড়া। এমন কি কোন বইও কিনা হয়নি।
প্রতিটি ঈদ উপলক্ষে কেনা হতো কোন না কোন বই।
তবে এবারও একে ভারে কেনা হয়নি তা নয়। কেনা হয়েছে তবে সেটা পাঠ্যবই।
আমার ঈদ বাজেটের একটা অংশ থেকে বই কিনব সেটা আগেই চিন্তা করে রেখে ছিলাম। যাক সেটা আমার পূরণ হলো।
কিন্তু এভার আমার কেনা হয়নি কোন আলাদা বই।
যেটা দ্বারা আমান মনে তৃষ্ঞা নিবারন করা হয়। এমন কি এবার পড়াও হয়নি কোন গল্প উপন্যাস। সময় গুলো এবার কাটছে কেমনে বলতেও পারব না।
তবে ফেসবুকেই মনে হয় বেশি কাটছে সময়।
আসলেই এবার পড়া-লেখা তেমন হয়নি।
জ্ঞান অর্জনেও মনে হয় ভাটা পড়েছে।
কিন্তু না আমাকে এটা সুদেআসলে পূরণ করতেই হবে।
তবে কবে পারব সেটাও বলতে পারছিনা।
কিন্তু নিয়ত আছে।
আল্লাহ যেন সে আসা পূরণ করে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৪

শায়মা বলেছেন: ছোটবেলায় ঈদ সংখ্যাগুলিও প্রিয় ছিলো।

২| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৪

কাশফুল মন (আহমদ) বলেছেন: হ্যা, ঠিক বলেছেন আপু

৩| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রতিউত্তর এভাবে না । যার মন্তব্য আসবে দেখবা তার মন্তব্যের পাশে একটা সবুজ বাটন সেটাতে ক্লিক করে প্রতিউত্তর দিতে হয় তাহলে মন্তব্যের নোটিফিকেশন মন্তব্যকারী পাবেন

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০১

কাশফুল মন (আহমদ) বলেছেন: ধন্যবাদ আপু,,মোবাইল থেকে বেশি কিছু বুঝিনা

৪| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: গুড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.