নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্তমিত গন্তব্যের পথে ...নিঃসঙ্গ এক পথিক …

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা

অস্তমিত গন্তব্য

একজন মানুষ যে তার ল্যক্ষে পৌছাতে অপ্রতিরোদ্ধ..... সাদামাটা একজন মানষ আমি … পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে … সেই সুত্রেই হলে থাকি … মনোবিজ্ঞান শুনলেই মানুষের মনে হই আমরা বুঝি পাগলদের নিয়ে কাজ করি আর মুখ দেখেই সব বলে দিতে পারি … কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না … মাঝে মাঝে মানুষে এ ব্যাপারে কৌতুহল ও অজ্ঞতা দেখে না হেসে পারি না … যা হোক আমার ইন্টারেস্ট পুরোপুরি ভিন্ন … টেকনোলজি অনেক পছন্দ … পছন্দ করি গ্রাফিক্স ডিজাইন করতে … সফটওয়ারের উপর আছে মাত্রাতিরিক্ত ঝোক … দিনের বেশির ভাগ সময় কাটে নতুন কিছু তৈরি করার প্রচেস্টায় … আমি মনে হই একটু ইন্ট্রোভার্ট … বন্ধু অনেক কম কিন্তু যারা বন্ধু তারা আমার অনেক কাছের … তাদের জন্য আমার রেস্পসিবিলিটি অনেক বেশি … ছোটবেলাই খুব ক্রিকেট খে্লতাম … কিভাবে কিভাবে যেন প্রথম বিভাগেও খেলে ফেলেছিলাম …ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট লীগেও খেলি নিয়মিত ... মিউজিকের প্রতি আছে অফুরন্ত ভালোলাগা …সপ্ন … একটি ব্যান্ড দলে কাজ করি ভোকাল হিসেবে … সেই সাথে টুকটাক গিটারো বাজাই … অনেক ইচ্ছা ভালো কিছু করার … রাজনীতি পছন্দ করি না … আজকালের রাজনীতিতে পছন্দের কিছু খুজে পাই না … তবে নিজেকে একজন সুনাগরিক হিসেবে তুলে ধরতে দেশের প্রত্যেকটি ব্যাপারে সচেতন থাকি … চাই দেশের জন্য ভালো কিছু করতে …ব্যাক্তিগত বা দলগত মতাদর্শের বাইরে এসে দেশের মঙ্গলের জন্য কিছু করতে … সবাই বলে তুই একা কি করবি এই জঞ্জাল আর দুর্নিতিতে ভরা দেশে … আমি হতাশ হই না … ভাবি … আমি হয়তো পুরো দেশকে সমাজকে পরিবর্তন করতে পারবো না … তাতে কি … আমি তো আমাকে …আমার পরিবারকে …আমার পরবর্তি প্রজন্মকে পরিবর্তন করতে পারব … একজন হলেও দেশের জন্য একটি সুনাগরিক রেখে যেতে পারব … সাধারন এই আমির এটাই হয়তো সার্থকতা …

অস্তমিত গন্তব্য › বিস্তারিত পোস্টঃ

অপ্রতিরোধ্য ...

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

অপ্রতিরোধ্য ...





কবি ... সেই সাথে ছবি ...

আর গান ... হুম,তাতেও আছে টান ...

শিল্প সাহিত্য অর্থনীতি কি বিশ্ব...

আহোরন করিতে জ্ঞান সদাই সচেষ্ট ...

এরি মাঝেই মাঠে গিয়ে খেলা ...

কত না দিন গড়িয়েছে তার বেলা ...

দেশপ্রেম কি কর্ম, দর্শন কি ধর্ম ...

সে সদা উদগ্রিব বুঝিতে তাহার মর্ম ...

কম্পিউটারের সাথে সদাই তার সখ্য...

ক্ষনে ক্ষনে নতুন ভাবনা, নতুন কিছু তৈরীতে সে মত্ত...

ভাবনাগুলোকে কখনো একেছে সে পটে ...

তার রংতুলিতে তা জীবন পেয়েছে বটে...

ভালোবাসার আলো... সেতো কবেই পেয়েছে দেখা...

জীবনের পথ চলতে গিয়ে তা নিয়ে কত লেখা ...



জীবনে কত কিই না হতে চেয়েছে বালক ...

পরিনাম! ... একগাদা হতাশা সাথে একগুচ্ছ সাদা পালক ...

ঐ পালকগুলিই আজও আছে পাশে ...

নির্ঘুম রাত্রিতে তা স্বপ্ন হয়ে ভাসে ...

সাদা পালকে আবারো রঙ চড়াতে ...

আনমনা বালক নিবিষ্ট হয় পড়াতে ...



নষ্ট হয়েছে সময় ... তাতে কি ...

পাওনি অনেক কিছু ... ক্ষতি কি ...

সময় যায় নি ফুরিয়ে ...

যেটুকু আছে নাও না তা কুড়িয়ে ...

ওতটুকেই স্বপ্ন মেলবে ডানা ...

নিজের প্রতি আস্থা হারাতে তাই মানা ...



কতজন... কত কি হল... আর আমি!!! ...

বাউন্ডুলে ভবঘুরে হয়ে, পথে পথে শুধু থামি ...

তুমি বাপু বড্ড হতাশাপ্রবণ ...

সংকল্পে হও দৃঢ় ! সপে তনু, কায়া, মন ...

নিজেকে দাও ছড়িয়ে... অরণ্যকে করো দিপ্ত ...

তৈরী করো নিজেকে ... জ্ঞানকে করো উন্মুক্ত ...





বিশ্বাস আনো মনে ... বলো আমি নই ছাড়িবার পাত্র ...

জয়ী ... আমি হবই ... তা সময়ের ব্যাপার মাত্র ...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:




=================================
জীবনে কত কিই না হতে চেয়েছে বালক ...
পরিনাম! ... একগাদা হতাশা সাথে একগুচ্ছ সাদা পালক ...
ঐ পালকগুলিই আজও আছে পাশে ...
নির্ঘুম রাত্রিতে তা স্বপ্ন হয়ে ভাসে ...
=================================

অনেক ভালোলাগা।


++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

অস্তমিত গন্তব্য বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো ...


ব্লগ ছেড়েছি অনেক আগেই ... মাঝে মাঝে পোস্ট দিয়ে কষ্টগুলো শুধু বাড়ে ...
ব্লগটা কত সুন্দর আর পরিচ্ছন্নই না ছিল ... সাহিত্য কবিতা নিয়ে হতো কত আলোচনা সমলোচনা... আর এখন ... !!!

ভালো থাকবেন ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.