নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্তমিত গন্তব্যের পথে ...নিঃসঙ্গ এক পথিক …

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা

অস্তমিত গন্তব্য

একজন মানুষ যে তার ল্যক্ষে পৌছাতে অপ্রতিরোদ্ধ..... সাদামাটা একজন মানষ আমি … পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে … সেই সুত্রেই হলে থাকি … মনোবিজ্ঞান শুনলেই মানুষের মনে হই আমরা বুঝি পাগলদের নিয়ে কাজ করি আর মুখ দেখেই সব বলে দিতে পারি … কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না … মাঝে মাঝে মানুষে এ ব্যাপারে কৌতুহল ও অজ্ঞতা দেখে না হেসে পারি না … যা হোক আমার ইন্টারেস্ট পুরোপুরি ভিন্ন … টেকনোলজি অনেক পছন্দ … পছন্দ করি গ্রাফিক্স ডিজাইন করতে … সফটওয়ারের উপর আছে মাত্রাতিরিক্ত ঝোক … দিনের বেশির ভাগ সময় কাটে নতুন কিছু তৈরি করার প্রচেস্টায় … আমি মনে হই একটু ইন্ট্রোভার্ট … বন্ধু অনেক কম কিন্তু যারা বন্ধু তারা আমার অনেক কাছের … তাদের জন্য আমার রেস্পসিবিলিটি অনেক বেশি … ছোটবেলাই খুব ক্রিকেট খে্লতাম … কিভাবে কিভাবে যেন প্রথম বিভাগেও খেলে ফেলেছিলাম …ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট লীগেও খেলি নিয়মিত ... মিউজিকের প্রতি আছে অফুরন্ত ভালোলাগা …সপ্ন … একটি ব্যান্ড দলে কাজ করি ভোকাল হিসেবে … সেই সাথে টুকটাক গিটারো বাজাই … অনেক ইচ্ছা ভালো কিছু করার … রাজনীতি পছন্দ করি না … আজকালের রাজনীতিতে পছন্দের কিছু খুজে পাই না … তবে নিজেকে একজন সুনাগরিক হিসেবে তুলে ধরতে দেশের প্রত্যেকটি ব্যাপারে সচেতন থাকি … চাই দেশের জন্য ভালো কিছু করতে …ব্যাক্তিগত বা দলগত মতাদর্শের বাইরে এসে দেশের মঙ্গলের জন্য কিছু করতে … সবাই বলে তুই একা কি করবি এই জঞ্জাল আর দুর্নিতিতে ভরা দেশে … আমি হতাশ হই না … ভাবি … আমি হয়তো পুরো দেশকে সমাজকে পরিবর্তন করতে পারবো না … তাতে কি … আমি তো আমাকে …আমার পরিবারকে …আমার পরবর্তি প্রজন্মকে পরিবর্তন করতে পারব … একজন হলেও দেশের জন্য একটি সুনাগরিক রেখে যেতে পারব … সাধারন এই আমির এটাই হয়তো সার্থকতা …

অস্তমিত গন্তব্য › বিস্তারিত পোস্টঃ

অথচ

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০









অথচ,

তোমার হাত ধরেই ঘুরবার কথা ছিল...

পথ ঘাট প্রান্তর তোমার নুপুরের শব্দে প্রকম্পিত হবার কথা ছিল...

শিশিরের গায়ের জমে উঠা অভিমান যেমন টুপ করে পরে...

ঠিক তেমন করেই তোমার অভিমানী হবার কথা ছিল...

না ঘুমানো সূর্যটার প্রতি ভোরে তোমার গায়ে পরশ বোলানোর কথা ছিল ...

কথা ছিল, বৃষ্টির দিনে আমরা ভিজবো না, মনটাকে ভেজাবো...

মেঘেরা যখন খেলা করবে, লুকিয়ে থাকা ঐ সূর্যটাকে ধরে আনবো...

সবুজ থেকে সবুজে বিলিয়ে দেবো মনের যত টান...

নীল আকাশে রেখে যাবো তোমার আমার গান...



তবে এমন হলো কেন...

গানগুলো কেন নিঃশব্দ হল...

অভিমানী শিশির কেন শুকিয়ে গেল...

ভোরের সূর্যটা কেন আলো নিভিয়ে দিলো ... কেন ...



ফিরে এসো মেঘবালিকা ... শিশির তোমার অপেক্ষায় আছে ...

তুমি এলেই ও আবার অভিমানী হবে ... ... ...

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০

ইমিনা বলেছেন: মেঘবালিকা ফিরে এলেই কি সব আগের মতো হবে? সবুজ থেকে সবুজে মনের সবটুকু টান বিলিয়ে দেয়া যাবে?

আর এমনও তো হতে পারে যে মেঘবালিকার প্রতিটি প্রহর কাটে ফিরে আসার জন্য কিন্তু তবুও সে ফিরে আসে না। কারন হয়তো ভয়, সামান্য একটু ভালো লাগার জন্য অসামান্য কষ্ট পাবার ভয়

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৪

অস্তমিত গন্তব্য বলেছেন: খুবই শক্ত প্রশ্ন ! আসলে পৃথিবীর সব কিছুই আপেক্ষিক।
তবে হ্যা, মেঘ ফিরলেই শিশির যে আবার অভিমানী হবে তাতে কোন সন্দেহ নেই...


আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
আমি আপনার লেখার বড়সড় ফ্যান !!! :)
ভালো থাকবেন।

২| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:


৫ম ভালোলাগা।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০

অস্তমিত গন্তব্য বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো
অনেক ধন্যবাদ :)

৩| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪০

অস্তমিত গন্তব্য বলেছেন: অনুপ্রানিত হলাম। :)

৪| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪

নমিতা নায়ান বলেছেন: আমার এক ফেসবুক ফ্রেন্ড এর সূত্র ধরে আপনার এই কবিতাটি পড়েছিলাম। খুব পছন্দ হয়েছিল তখন। অনেক দিন পর আবার পড়লাম। সুন্দর +++++++

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

অস্তমিত গন্তব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। অনুপ্রানিত হলাম।

৫| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ++++++
শুভেচ্ছা :)

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৯

অস্তমিত গন্তব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২১

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: আপনার মেঘবালিকা বৃষ্টি হয়ে ফিরে আসুক আপনার জীবনে। শুভ কামনা।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪

অস্তমিত গন্তব্য বলেছেন: তাই যেন হয় :/

৭| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার ...

কবিতা ভালোয়া লাগলো ..

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৭

অস্তমিত গন্তব্য বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

৮| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। ++++

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৯

অস্তমিত গন্তব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। অনুপ্রানিত হলাম।

৯| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৩

শক্তপাল্লা বলেছেন: ভাল হয়েছে

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

অস্তমিত গন্তব্য বলেছেন: অনুপ্রানিত হলাম। :)

১০| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২৩

বাংলার পাই বলেছেন: কবিতাই ভালো লাগা জানিয়ে গেলাম।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯

অস্তমিত গন্তব্য বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

১১| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩

জাফরুল মবীন বলেছেন: ভাল লেগেছে..

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৬

অস্তমিত গন্তব্য বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ

১২| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক সুন্দর হয়েছে কবিতা !! মেঘবালিকা নামটাও ভীষণ সুন্দর হয়েছে

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৫

অস্তমিত গন্তব্য বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ভালো থাকবেন।

১৩| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: দারুণ!

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২২

অস্তমিত গন্তব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। অনুপ্রানিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.