নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্তমিত গন্তব্যের পথে ...নিঃসঙ্গ এক পথিক …

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা

অস্তমিত গন্তব্য

একজন মানুষ যে তার ল্যক্ষে পৌছাতে অপ্রতিরোদ্ধ..... সাদামাটা একজন মানষ আমি … পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে … সেই সুত্রেই হলে থাকি … মনোবিজ্ঞান শুনলেই মানুষের মনে হই আমরা বুঝি পাগলদের নিয়ে কাজ করি আর মুখ দেখেই সব বলে দিতে পারি … কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না … মাঝে মাঝে মানুষে এ ব্যাপারে কৌতুহল ও অজ্ঞতা দেখে না হেসে পারি না … যা হোক আমার ইন্টারেস্ট পুরোপুরি ভিন্ন … টেকনোলজি অনেক পছন্দ … পছন্দ করি গ্রাফিক্স ডিজাইন করতে … সফটওয়ারের উপর আছে মাত্রাতিরিক্ত ঝোক … দিনের বেশির ভাগ সময় কাটে নতুন কিছু তৈরি করার প্রচেস্টায় … আমি মনে হই একটু ইন্ট্রোভার্ট … বন্ধু অনেক কম কিন্তু যারা বন্ধু তারা আমার অনেক কাছের … তাদের জন্য আমার রেস্পসিবিলিটি অনেক বেশি … ছোটবেলাই খুব ক্রিকেট খে্লতাম … কিভাবে কিভাবে যেন প্রথম বিভাগেও খেলে ফেলেছিলাম …ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট লীগেও খেলি নিয়মিত ... মিউজিকের প্রতি আছে অফুরন্ত ভালোলাগা …সপ্ন … একটি ব্যান্ড দলে কাজ করি ভোকাল হিসেবে … সেই সাথে টুকটাক গিটারো বাজাই … অনেক ইচ্ছা ভালো কিছু করার … রাজনীতি পছন্দ করি না … আজকালের রাজনীতিতে পছন্দের কিছু খুজে পাই না … তবে নিজেকে একজন সুনাগরিক হিসেবে তুলে ধরতে দেশের প্রত্যেকটি ব্যাপারে সচেতন থাকি … চাই দেশের জন্য ভালো কিছু করতে …ব্যাক্তিগত বা দলগত মতাদর্শের বাইরে এসে দেশের মঙ্গলের জন্য কিছু করতে … সবাই বলে তুই একা কি করবি এই জঞ্জাল আর দুর্নিতিতে ভরা দেশে … আমি হতাশ হই না … ভাবি … আমি হয়তো পুরো দেশকে সমাজকে পরিবর্তন করতে পারবো না … তাতে কি … আমি তো আমাকে …আমার পরিবারকে …আমার পরবর্তি প্রজন্মকে পরিবর্তন করতে পারব … একজন হলেও দেশের জন্য একটি সুনাগরিক রেখে যেতে পারব … সাধারন এই আমির এটাই হয়তো সার্থকতা …

অস্তমিত গন্তব্য › বিস্তারিত পোস্টঃ

নির্ঝরের স্বপ্নভঙ্গ

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১







নির্ঝরের স্বপ্নভঙ্গ ...

অথবা নিরিখে না মেলানো সমাধান

তোমাদের মাঝে এক টুকরো মিথ্যে আমি, ব্যস্ত অভিনয়ে

উদয় হতে অস্ত বয়ে চলা নির্লিপ্ত গ্লানি আস্টেপিষ্ঠে

দেয়াল জুড়ে না পাওয়ার বড় বড় বিলবোর্ড

ঠুনকো আবেগ অথবা আলোকিত অতীত স্পৃহা জাগায়

প্রতিরোধ করতে চাই তোমাদের সব "কেন" কে

মুহুর্তেই ভেঙেচুরে শেষ ... নিমিষেই পরাজিত আমি

স্পৃহা দ্বিগুনে পরিনত হয় হতাশায়, ক্ষোভে,গ্লানিতে

DO OR DIE পুরোনো হয়েছে অনেক আগেই

যুগ এখন YOU HAVE TO DO BEFORE U DIE এ

মৃত্যু যেখানে অনিশ্চিত ... লড়াই সেখানে অনিবার্য ...

থেমে থাকবার বিলাসিতা ... স্বেচ্ছামৃত্যুসম ...

তোমাদের অতৃপ্ত নগরী ... আকুক আরেকটি গ্লানির গল্প

সেই ফাকে আমি হারিয়ে যায় ... তোমাদের হতে

অনেক দূরে ... যেখানে শুধু আমিই থাকবো না, সবাই থাকবে ...

বহুবারের মত বিদায় চেয়ে আকাশ আজ তোমাদের লজ্জিত করবে না

মেঘেদের হতে টুপ করে ঝাপ দেবে ঐ অতল ব্লাকহোলে ...

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

অস্তমিত গন্তব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪

ইমিনা বলেছেন: ঐ অতল ব্লাকহোলে ঝাপ দেবার পূর্বে সাথে করে আমাকেও নিয়েন ;)

অসম্ভব সুন্দর হয়েছে। সত্যিকারের একজন মানুষের প্রতিচ্ছবির মধ্যে লুকায়িত একটুকরু স্বপ্নভঙ্গের বিষন্নতা। কিন্তু সব পেছনে ফেলে এই রকম মানুষগুলোই পারে বিজয়ের পতাকা আকাশে তুলে ধরতে।

শুখকামনা সব সময়।।

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬

অস্তমিত গন্তব্য বলেছেন: বলেন কি !!!

যে যাত্রায় শুধু যাওয়া যায়, ফিরে আসা যায় না
সেখানে সঙ্গীবিহীন যাত্রায় শ্রেয় ...

ভেতরের হতাশার জয় হোক
ভালো থাকবেন।

৩| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৫

ইমিনা বলেছেন: সর্বশেষ বাক্যটি হবে -
শুভকামনা সব সময়।।

অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত :(

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১

অস্তমিত গন্তব্য বলেছেন: আপনার অনিচ্ছাকৃত ভুল কে স্বাগতম :)

৪| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ভালো লেগেছে ।..

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১

অস্তমিত গন্তব্য বলেছেন: :)

৫| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৪

তারার রাত বলেছেন: U have to do before u die ...... কবিতায় নতুনত্ব। কবিতায় প্লাস দিয়ে গেলাম

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১০

অস্তমিত গন্তব্য বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৬| ২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ডট কম ০০৯ বলেছেন: কবিতা ভাল হয়েছে।

সেই ফাকে আমি হারিয়ে যায় ... তোমাদের হতে

এই লাইনে যায় হবে না যাই হবে ক্লিয়ার করেন।

ভাল থাকুন।লিখতে থাকুন।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৯

অস্তমিত গন্তব্য বলেছেন: আমি সবকিছু হতে হারিয়ে যেতে চেয়েছি ... :(


মন্তব্যের জন্যে ধন্যবাদ

৭| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লেগেছে !

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৯

অস্তমিত গন্তব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৮| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩১

বাংলার পাই বলেছেন: চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২০

অস্তমিত গন্তব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। অনুপ্রানিত হলাম

৯| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা রইল।++

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২০

অস্তমিত গন্তব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। অনুপ্রানিত হলাম

১০| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫

যাযাবর বেদুঈন বলেছেন: DO OR DIE পুরোনো হয়েছে অনেক আগেই
যুগ এখন YOU HAVE TO DO BEFORE U DIE এ


কবিতার মাঝে এই অংশটা খুব মজা পেয়েছি। কবিতা পড়ে অনেক ভাল লেগেছে।

হতাশা কেটে যাক। ভাল থাকা হোক সবসময়।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২১

অস্তমিত গন্তব্য বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে। অনুপ্রানিত হলাম

১১| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

নুর ইসলাম রফিক বলেছেন: অন্তত একবার ঘুরে আসুন আমার ব্লগে
http://www.somewhereinblog.net/blog/rariq08

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.