নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসার আনন্দ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

ভাইলোক,

আমার সামু অ্যাকাউন্টের লগইন নেম, পাসোয়ার্ড সব ভুল-টুলে একাকার করে শেষে বহু জল ঘোলা করে অ্যাকাউন্ট উদ্ধার করা হলো কেবল আপনাদের কাছে ফিরে আসার বাসনায়। বলবো না, এসেছি, গ্রহণ করো। আমি যে আসতে পেরেছি এটাই আমার আনন্দ। পুরানা গলির সঙ্গে মানুষের যে সম্পর্ক, পুরা্না এই ব্লগের সঙ্গেও আমার সেই সম্পর্ক। ভালোবাসার। মমতার। গলি আমাকে বুক দিয়ে গ্রহণ না করলেও আমি তারে বাসি ভালো।

আশা করি এখন থেকে, নিয়মিত না হোক অন্তত নিয়মিত বিরতিতে ফিরে ফিরে আসবো।

আনন্দ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৩

কৌশিক বলেছেন: এটাকে বলে প্যাচ-আপ। ব্রেক-আপের পরে আবার ফিরে এলে তাকে বলে। ওয়েলকাম। হাত খুলে লিখে যান। লেখার পরে আবার হাতটা যথাস্থানে লাগিয়ে নিয়েন। ভাত খাবার জন্য।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

আফরোজা সোমা বলেছেন: হাহ হাহ হা . . .
প্যাচ-আপ কিন্তু খারাপ না। পুরানা চাল ভাতে বাড়ে। পুরানা প্রেম গভীরতর হয়।
ভালো থাকুন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

মো:সাব্বির হোসাইন বলেছেন: আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ব্লগে লিখে যান নতুন উদ্যমে।

শুভকামনা সবসময়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫১

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, সাব্বির হোসাইন। ভালো থাকবেন। অনেক শুভকামনা।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

খায়রুল আহসান বলেছেন: প্রত্যাবর্তনে সুস্বাগতম! আপনার কোন লেখা আজই প্রথম পড়লাম বলে মনে হচ্ছে। শরতের উপরে লেখাটা পড়ে মুগ্ধ হয়েছি।
শুভকামনা রইলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

আফরোজা সোমা বলেছেন: সামু-তে তো আমি আছি অন্তত আট বছর। তবু দেখা নাই হতে পারে। তবে এই দেখা হওয়াটা আনন্দময়। ভালো থাকবেন। আপনার জন্যও অনেক শুভ কামনা রইলো।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

খায়রুল আহসান বলেছেন: সামু-তে তো আমি আছি অন্তত আট বছর - আর আমি মাত্র এই এক বছর। বর্ষপূর্তির দিনে বর্ষপূর্তির হালখাতা নামে একটা পোস্ট দিয়েছি, পড়ে দেখতে পারেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। নিশ্চয়ই পড়বো। বর্ষপূর্তির শুভেচ্ছা।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

অপ্‌সরা বলেছেন: আপু!!!!!!!!!!

বুঝেছি কেনো তোমার লেখা এত্ত সুন্দর!!!!!!! :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

আফরোজা সোমা বলেছেন: হাহ হাহ হা...
কেন, অপ্সরা? গানের গলা খারাপ বলে ? ;)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১

অপ্‌সরা বলেছেন: হা হা গান গেয়ে শুনাও আগে তারপর বলবো খারাপ নাকি ভালো!!!!


:P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮

আফরোজা সোমা বলেছেন: গাইতে হলে গান
আগে খাইতে হবে পান
খাইলে পরে পান
আমার জিব্বা হইবো ভারী
গাতকের জিব্বা হইলে ভারী
তখন হইবো না আর গান।

অতএব গান, হে শ্রোতা
আপনি মনে মনে গান।

;)

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

অপ্‌সরা বলেছেন: হা হা হা

মনে মনে কেন?
ভাবছেন কি আমার গলা খেন খেন?
নাকি করবো ঘেন ঘেন?
নয়তো হবে ঘেঙ্গর ঘেঙ
আমি নইকো চেঙ ব্যাঙ
আমি জোরে শোরেই শুনাবো গান
সাথে বাজবে টুং টাং
তবলা ধিতাং তাং?
শুনিতে কি চান???
তাইলে শোনাই এক খান!!!!!!!!!! :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

আফরোজা সোমা বলেছেন: বাহ! বেশ! একদিন গান শোনা হবে নিশ্চয়ই। ভালো থাকুন।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

মার্কো পোলো বলেছেন: স্বাগতম। শুভকামনা রইলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, মার্কো পোলো। আপনার জন্যও অনেক শুভকামনা।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৭

রক্তিম দিগন্ত বলেছেন: পুনরায় ফিরে আসায় স্বাগতম।

আশা করি এখন থেকে, নিয়মিত না হোক অন্তত নিয়মিত বিরতিতে ফিরে ফিরে আসবো।
দেখা যাক কথা কতটা রাখেন। :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ, রক্তিম।

দেখা যাক, কথা কতটা থাকতে আগ্রহী ;)

১০| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

পদ্মপুকুর বলেছেন: আপনার মতই অবস্থা হয়েছে আমারও। মনের আনন্দে লেখা হারিয়ে এখন প্রতিনিয়ত ফরমায়েশি কর্পোরেট লেখা লিখতে হয়। সেদিন হঠাৎ মিঠু ভাই (সিনিয়র নিউজ প্রেজেন্টার, বৈশাখী) বললেন, 'আপনি আর স্বতস্ফূর্ত লেখা লিখতে পারবেন না, লিখতে গেলেই দেখবেন অফিশিয়াল লেখা হয়ে যাচ্ছে।' বুকের মধ্যে লাগলো কথাটা। সামুর পাসওয়ার্ড উদ্ধার করে আবার লেখা শুরু করলাম... কিন্তু দেখি মিঠু ভায়ের কথাই সত্য হচ্ছে.... কি যে করি...

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

আফরোজা সোমা বলেছেন: পদ্ম পুকুর, আপনারো আমার মতন দশা জেনে খারাপ লাগলো। আশা করি, ভবিষ্যতে আপনার পাসোয়ার্ড আর ভুল হবে না। আর লেখালেখি নিয়ে আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি, লোকের কথা শোনার দরকার নেই। আপনার হৃদয়ের ডাকে সাড়া দিন। লেখা আপনিই আসবে বা আসবে না।

প্রাণ খুলে আপনার লেখালেখি হোক। ভালো থাকবেন। অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.