নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

মেগানের বিয়ে: রক্ষণশীল ও ক্ষয়িষ্ণু রাজপরিবারের আধুনিকায়ন

২০ শে মে, ২০১৮ সকাল ১০:২৭

মেগানের বিয়েটা নিয়ে আমার একটা আকর্ষণ ছিল।

রক্ষণশীল ব্রিটিশ রাজপরিবারে বধূ হয়ে এসেছেন হ্যারীর চেয়ে বয়সে বড়, তালাকপ্রাপ্তা এবং কৃষ্ণাঙ্গ বংশোদ্ভুত এক নারী।

স্বাধীন নারী।

কন্যাকে গীর্জার ভেতরে আইলের মাঝখান দিয়ে সাধারণত পিতাই হাত ধরে পাদ্রীর সামনে নিয়ে যাবার রীতি। কিন্তু মেগান সেই রীতি অস্বীকার করেছেন।

তার মতে, যে পিতার সাথে তার ছয় বছর বয়সে ছাড়াছাড়ি হয়ে গেছে, যে পিতার সাথে তার মানসিক কোনো বন্ধনই নেই তিনি কেন তাকে হাত ধরে হাঁটাবেন!

খ্রীষ্টিয় ধর্মাবলম্বী নারী ও পুরুষদেরকে বিয়ের সময় পরস্পরকে ভালোবাসার ও আমৃত্যু সাথে থাকবার প্রতীজ্ঞা করতে হয়।

কিন্তু সেই প্রতীজ্ঞায় পুরুষ ও নারীর জন্য আছে কিছুটা ভিন্নতা।

পুরুষেরা সাধারণত প্রতীজ্ঞার সময় বলেন যে তিনি তার স্ত্রীকে ভালোবাসবেন; আদর ও সম্মানে রাখবেন।

আর নারীরাও তার স্বামীকে ভালোবাসা ও সম্মানে রাখার প্রতীজ্ঞা করেন। কিন্তু তার পাশাপাশি তাকে এটাও বলতে হয় যে, তিনি স্বামীর (obey) বাধ্য থাকবেন এবং তার সেবা (serve) করবেন।

কিন্তু মেগান প্রতীজ্ঞার সময় হ্যারীর বাধ্যগত থাকবেন আর দাসীর মতন তার পূজা বা সেবা করবেন এমন কোনো শব্দ বলেননি।

ক্ষয়িষ্ণু ব্রিটিশ রাজপরিবার। জাঁক-জমক, ঠাঁট-বাট কিচ্ছু আর আগের মতন নেই। তবে, হ্যাঁ, রক্ষণশীলতা ছিল।

কিন্তু মেগানকে রাজবধূ হিসেবে পরিবারে স্বাড়ম্বরে বরণ করে নেয়ার মধ্য দিয়ে রক্ষণশীল রাজপরিবারে শুরু হলো প্রকৃত আধুনিকায়ন।

আর হ্যাঁ! ধন্যি যুবরাজ হ্যারি!

এমন রাজপুত্তুর-ও এ জামানায় হয়!

তিনি তো সত্যিই সত্যিই রূপকথার যুবরাজের মতনই বিপ্লব ঘটিয়ে দিলেন!

রাজপরিবারের সদস্যদের এই বিয়েতে রাজি করাতে হ্যারিকে নিশ্চয়ই কম কাঠ-খড় পোড়াতে হয়নি!

আমাদের ঘরে-ঘরে হ্যারির মত পুত্র পাবার বর দেওয়ার চল চালু হোক!

মেগান ও হ্যারী সুখে থাকুন। ভালোবেসে ঠিক যেমন রূপকথায় সুখী থাকে যুগলেরা।

ভালোবাসার জয় হোক।

#মেগানমার্কলে #হ্যারি #MeghanMarkle #Harry #RoyalWedding

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৮

অনুতপ্ত হৃদয় বলেছেন: জয় হোক ভালবাসার

২০ শে মে, ২০১৮ রাত ৯:১৩

আফরোজা সোমা বলেছেন: জয় হোক।

২| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:০৫

কাইকর বলেছেন: জয় হোক সকল ভালবাসার। জয় হোক মানুষের। খুব ভালো লাগলো পড়ে

২০ শে মে, ২০১৮ রাত ৯:১৪

আফরোজা সোমা বলেছেন: পড়ার জন্য এবং ভালোলাগাটুকু ভাগ করে নেবার জন্য অনেক ধন্যবাদ। আপনার কল্যাণ হোক।

৩| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:২৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ফালতু বিষয়।

২০ শে মে, ২০১৮ রাত ৯:১৫

আফরোজা সোমা বলেছেন: বটে।

৪| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৩৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন আপনি?

কেউ সৎভাবে জীবন যাপন করতে পারলে বাঁকা চোখে দেখা ভাল না, তবে আমরা খুব খারাপ।

২০ শে মে, ২০১৮ রাত ৯:১৭

আফরোজা সোমা বলেছেন: আমি ভালো আছি।
কিন্তু বাঁকা চোখ আর আমরা খারাপ আর মেগানের এই বিয়ে বিষয়ক রচনার সম্পর্ক বুঝতে পারিনি।

-মেগানের মতন কাউকে বিয়ে করে হ্যারীর মতন কেউ সুখে থাকলে আমাদের সমাজে সেটা নিয়ে লোকে ত্যারা কথা বলে?
-নাকি আমার লেখায় আমি কাউকে নিয়ে কিছু ত্যারা কথা বলেছি?

আপনার কল্যাণ হোক।

৫| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:০৮

আবু তালেব শেখ বলেছেন: এইরকম পোস্টের মানেই হয়না। এখানে ভালোবাসার কি দেখলেন?

২০ শে মে, ২০১৮ রাত ৯:১৮

আফরোজা সোমা বলেছেন: কোন রকম পোস্টের মানে হয়? আর এখানে ভালোবাসার কী নেই?

৬| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ সময়ই ভালোবাসার জয় হয় না।

২০ শে মে, ২০১৮ রাত ৯:১৮

আফরোজা সোমা বলেছেন: হুমম। তা ঠিক।

৭| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি সুন্দর ভাবনা।

তবে, হ্যারীকে কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়েছে, তা পরে বের হবে; এখন রাজ পরিবার, বা হ্যারী কেহই মুখ খুলেনি। প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর, হ্যারীর উপর দিয়ে বেশী মানসিক চাপ গেছে; ফলে, রাজ পরিবার হ্যারীর ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে।

২০ শে মে, ২০১৮ রাত ৯:২১

আফরোজা সোমা বলেছেন: হুমম। হ্যারীর উপর দিয়ে বহু ঝড়-ঝাপ্টা গেছে। বহু নেতিবাচক খবরের শিরোনামো হয়েছে। হ্যারীর এই বলিষ্ঠ সিদ্ধান্তে সত্যিই আমার খুব ভালো লেগেছে।
আমি আদার ব্যাপারী। তবু, জাহাজের খবরেও মাঝে মাঝে আনন্দ আসে।

ভালো থাকবেন।

৮| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


এই বছর আপনি কোন একটা পোষ্টে "কমেন্ট" করে, ব্লগার হোন; ইতিহাস অপেক্ষা করছে।

৯| ২০ শে মে, ২০১৮ রাত ৯:২১

আফরোজা সোমা বলেছেন: ইতিহাস কারো জন্যে কি অপেক্ষা করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.