নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

পরমের সাথে কথোপকথন

২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৭

-সাধু কে?
-যিনি জানেন পৃথিবীতে পাপ-পূণ্য বলে কিছু নেই।

-শয়তান কে?
-যিনি জানেন পৃথিবীতে পাপ-পূণ্য বলে কিছু নেই।

-সাধু ও শয়তানে তবে ফারাক কোথায়?!
-ফারাক কি হয় জানায়? না। তা নয়।
ফারাক রচিত হয় কর্ম-চিন্তায়।

পাপ-পূণ্য নেই জেনেও যিনি ন্যায় মনে চলেন তিনিই সাধু
আর পাপ-পূণ্য নেই জেনে যিনি ক্রুর হেসে
ধুন্দুমার উড়িয়ে চলেন বিজয় কেতন তিনিই শয়তান।

২৫. ০৬. ১৮



মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৭

ঋতো আহমেদ বলেছেন: ক্রুর হবে মনে হয়। কবিতা কম, দর্শন বেশি প্রতিফলিত হয়েছে। শুভ কামনা।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৩

আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ, ঋতো। হুম। ক্রুর বানানটাতে ভুল ছিল। ভালো থাকবেন।

২| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

কাইকর বলেছেন: কেমন জানি!

৩| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: বেশ ভালো লিখেছেন ।

৪| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:০০

লাবণ্য ২ বলেছেন: সুন্দর লিখেছেন।

৫| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৮

শৈবাল আহম্মেদ বলেছেন: পাপ-পূর্ণ আসলেই আপেক্ষিক। আপনি সঠিক পথের ঠিকানা পেয়েছেন। সাধু আর শয়তান দুজোনেই জানে এবং জ্ঞানী। আর জ্ঞানকে পজেটিভ ও নেগেটিভ দুই পথে ব্যবহার করা যায়। সুতরাং জ্ঞানকে সৎ পথে কাজে লাগানোটাই এজগতের সঠিক ও উত্তম পথ। এখানে অজ্ঞান ব্যক্তি সৎ হলেও সেটা মুল্যহীন-কেননা অজ্ঞান ব্যক্তি ভাল ও মন্দ পথ চিনতে পারেনা।

৬| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৯

কাওসার চৌধুরী বলেছেন: আধুনিক কল্যাণ রাষ্ট্রে অশ্লীল-পাপ-পুণ্য বলে কিছু নেই।
আছে ন্যায়-অন্যায়,বৈধ-অবৈধ-দৃষ্টিভঙ্গির পার্থক্য

‌‌‌‌ ‍‍‌‍‍“পাপ পুন্যের কথা আমি কারে বা শুধাই
এক দেশে যা পাপ গন্য
আরেক দেশে তা পুন্য হয় ।

তিব্বতিয়া শাস্ত্র মতে
এক নারী বহু পতি পোষে
মোদের দেশে হলে তাকে
ব্যভিচার-কলংক কহে ”

৭| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: বাহ খুব সুন্দর!

৮| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৪

শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ,কাওসার চৌধুরী ভাইকে- (এক দেশে যা পাপ গন্য
আরেক দেশে তা পুন্য হয় ।)

ইউরোপ-আমেরিকায় গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকা ন্যায়
অন্য দেশে তা অন্যায়।
ভারত ও অনান্য দেশে মদ খাওয়া বৈধ
অন্য দেশে সেটা অবৈধ
এক দেশে যৌন সংগম বৈধ
অন্য দেশে সেটা জেল-জরিমানা ও গনপিটুনি। এই যে জগৎ জুড়ে আপেক্ষিকতা-আর একারনেই পৃথিবীর সকল মানুশ বা রাষ্ট্র এক নীতিতে আসতে পারছেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.