নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

সেতু

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

আমাদের ভাঙা হৃদয়ের উপর
একদিন গড়ে নেবো এক দারুণ সেতু;
তোমার ও আমার কথা সকল
পরস্পরের কাছে পৌঁছুতে গিয়ে
তখন আর হারাবে না পথ।

যমুনা সেতুর মতন
আমাদের ভাঙা বুকের
এপার-ওপার বেঁধে দেবে
এক দীর্ঘ সেতু;
ঘুচে যাবে দূরত্ব যত।

ট্রেনে চড়ে বেড়াতে গিয়ে
আমাদের দীর্ঘশ্বাস
হাসি হয়ে ফিরবে;
কুঁচকে থাকা ভ্রুয়ের ফাঁকে
উঁকি দেবে প্রভাতের রোদ।

৫ই সেপ্টেম্বর ২০১৮

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

নিশাচড় বলেছেন: একাকিত্বের প্রাকাশ। খুব ভালো লেগেছে। শুভেচ্ছা নিবেন।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

জাহিদ হাসান উঃচেঃ বলেছেন: খুব ভালো লেগেছে।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

শাহাদাত নিরব বলেছেন: হৃদয় টা এত ভাঙ্গা কেন আপু ?

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভকামনা রইল।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

ঋতো আহমেদ বলেছেন: নরসুন্দা নদটা কোথায়? কিশোরগঞ্জ শহরে খালের মতো ছোট নদী আছে, ঐটা? 'নদ' কেন এটা? ব্রহ্মপুত্র ছাড়া আর কোন কোন নদ আছে বাংলাদেশে।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৪

চাঙ্কু বলেছেন: এত টেকা খরচ করে ভাঙা হৃদয়ের উপর সেতু না বানিয়ে একটা মুপাইল ফুন কিনে ফেলেন। আপনাগো কথা পৌছে যাবে স্প্লিট সেকেন্ডে :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.