নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

আজ মেঘ বালিকার বিয়ে..........

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০


প্রায় ৪ মাস যোগাযোগহীন অবস্থার পর অবশেষে ছোট্ট একটা টেক্সট আসল, যেটায় লেখা:
আজ আমার বিয়ে। এখন নিশ্চয়ই আমার এগেইনস্টে কোন অভিযোগ নাই কারো....
ঠিক বুঝে উঠতে পারছিলাম না, এমন টেক্সটের বিপরীতে কি করা উচিত আমার। খুশি আমি কখনোই হতে পারবনা, দুঃখী হওয়া আমার সাজে না। আর বাকী থাকে অভিযোগ, সেটা কার কাছে করব? কেনই বা করব?

মেঘ বালিকার সাথে আমার প্রথম দেখা হয়েছিল বছর দশেক আগে হবে হয়তোবা। সেই প্রথম, সেখানেই শেষ। এরপর আর কখনোই দেখা হয় নাই। আমরা দেখা আর করি নাই। নিজেদের চাওয়া পাওয়া গুলোর সাথে একরকম আপোষ করে ফেলেছিলাম। আমি ছিলাম পাগল আর সে আরেকজনের বাগদত্ত্বা। দেখা না হলেও কথা হত আমাদের। সে অনেক অনেক কথা। এরপর একদিন তার সে, তার কথা বলাও বন্ধ করে দিল। জীবন থেকে হারিয়ে গেল 'মেঘ বালিকা'। আর কোন কথা নেই, ছিল না যোগাযোগও।

তারপর একদিন, বন্ধু মতিয়ুর ও তার ভাগ্নী রুমানা। রুমানার সাথে কয়েকদিনের কথোপকথনে, তার নিবেদিত ভালবাসাকে অগ্রাহ্য করার হিম্মত আমার মাঝে ছিল না। মেঘ বালিকাকে ভোলার ব্যার্থ প্রয়াস নিয়ে শুরু হল আমাদের অমর প্রেমগাঁথা। সময় নিয়েছিল পুরো সাত বছর। মেঘ বালকাকে ভূলে আমি গিয়েছিলাম ও। আমার সর্বস্বঃ বিসর্জন দিয়ে পাগলের মত ভালবাসা শুরু করেছিলাম রুমানাকে। যেন সে-ই শুরু, সে-ই শেষ। মাঝ খানে আর কিছু নেই। বিবাহের বন্ধন দ্বারা আইনসিদ্ধি ছিল শুধু সময়ের ব্যাপার। আর একদিন! হঠাত করেই রুমানার পুরান প্রেমিকের আবির্ভাবে লন্ড-ভন্ড, ওলট-পালট হয়ে গেল জীবন-জগতের সব কিছুই।
৬ মাসের শত কান্না চেষ্টা করেও রুমানাকে আমি ধরে রাখতে পারি নাই। তার পুরান প্রেমিকটির পায়ে পর্যন্ত ধরেছিলাম পথের কুকুরের মত। সে শোনে নাই, রুমানাও না। শুধু একটা দীর্ঘশ্বাসকে সঙ্গী করে তাদের সুন্দর ভবিষ্যত হতে বের হয়ে আসি। যেন বিষ পান করে ফেলেছিলাম। কোথাও কোন শান্তি নেই। মনের কথা গুলো যেন কত্তদিন কাউকে বলা হয় না। একটাবার দেখবার জন্য পাগল হয়ে উঠতাম। আমি ডুকরে ডুকরে কাঁদি। আমি দেয়ালে মাথা ঠুকে মরি। কান্না শোনবার কেউ নেই।

খুব কষ্ট করে দুটো খুন করবার ইচ্ছাটাকে চাপিয়ে বিবাহের দিকে মনযোগী হই। এটাই হয়তোবা সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ যার উপর কিছু নাই। আমার ও একজন সঙ্গী চাই।

সাত বছর পর আবারো মেঘ বালিকার সাথে কথা হয়। কুশলাদি বিনিময় হয়। আর কিছুই নয়।

বিবাহ পূর্ব সময়গুলো বাগদত্ত্বা শারমিনের সাথে বেশ ভালই কাটছিল। পুরো তিন মাস। ঢাকা শহরের এই গলি সেই গলি, এক জোড়া কপোত কপোতি আর একটা মোটর সাইকেল। আমি যেন নতুন প্রেমিক।

বিয়ের ঠিক তিন দিন আগে কি এক অজানা কারনে শারমিন রা বিয়েটা ভেঙ্গে দিয়েছিল। তাকে আর মানাতে পারি নাই, বোঝাতে পারি নাই তার পরিবারকেও। হতভাগ্য আমি ঠায় দাঁড়িয়ে ছিলাম শারমিনদের বাড়ির গেটের বাইরে। তারা ঢুকতে দেয়নি। কথাও বলতে দেয়নি শারমিনের সাথে। ভাগ্য মেনে নিয়ে সেদিনই শারমিনকে আমি ভূলেছিলাম এবং পরদিনের শারমিনের তুমুল আকুতিও আমার কানে পৌছায় নাই।

রীতিমত না দেখে তড়িঘরি করে আমার স্ত্রীর সাথে নির্ধারিত দিনেই আমি বিবাহে আবদ্ধ হই। গ্রাম দেশের মাথায় ছিল, মান ইজ্জ্বতের বারতা, বিয়ের থেকে বেশি ছিল সমঝোতা এক্সপ্রেসে টিকেট কাটা, যার নেপথ্যে ছিল শুধুই প্রতিশোধ পরায়নতা।

আমার বিয়ের পর, আবারো মেঘ বালিকার সাথে কথা শুরু হল। সে যার বাগদত্ত্বা ছিল সে তাকে অনেক আগেই ছেড়ে দিয়েছিল খবরটি শুনে আফসোসের সীমা ছিল না। একে অপরকে দোষ দিয়ে শুরু হয়েছিল আবারো আমাদের কথা বলা। মোবাইলে, ভাইবারে, হোয়াটসএপে। শত চেষ্ঠা করেও আমরা দুজন আমাদের কথা আর ঠেকাতে পারছিলাম না। পাগল হয়ে গিয়েছিলাম আমরা যার কোন সীমা ছিল না। আমরা আমাদের পুরাতন সময় গুলোকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছিলাম। এবার আমি ছিলাম বিবাহিত আর সে পাগল। কিন্তু আমাদের দেখা হল না কখনোই। এভাবে ৬ মাস। সে আমাকে সংসারী আর আমি তাকে বিয়ে করতে উপদেশ শুধু দিয়েই যেতাম কিন্তু কেউই তা চাইতাম না। এরপর একদিন শত চেষ্ঠাতে সকল যোগাযোগ বন্ধ।

তারপর আজ, হঠাত করেই তার টেক্সট মেসেজটি। ছোট্ট করে ইংরেজীতে উত্তর দিলামঃ Congrates. Wishing a very very happy married life.......

ইংরেজী ভাষাটাও কি অদ্ভূত তাই না! জীবনের কত্ত কত্ত জটিল সমীকরনগুলোকে খুব সহজেই হালকা করে দেয়।

মন্তব্য ৭৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

শাওন আকন্দ বলেছেন: বিবাহিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে ছেলেটার প্রতি মেয়েটার মায়া না বাড়ানোর কাজ টাও মন্দ হয়নি।

গল্প টা ভালো লাগলো!

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

অগ্নি সারথি বলেছেন: হুম এটা গল্প। জীবনের গল্প। সমাজের কোনটা ভাল, কোনটা মন্দ- বিষয়গুলা আসলে আমার কাছে ঠিক ক্লিয়ার না শাওন ভাই। যাই হোক, শুভ কামনা।

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: লেখকের ভাগ্যে দেখি ঠাঁঠা পরেছে! গল্প ভাল লেগেছে

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

অগ্নি সারথি বলেছেন: ভাল আছি ভাই। সব ঠিক আছে। ধন্যবাদ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

ফেরদৌসা রুহী বলেছেন: ভালই তো হল।

কি দরকার সম্পর্কটাকে ধরে রাখার।

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

অগ্নি সারথি বলেছেন: নাহ! খারাপ হয় নাই। বাস্তবিক ভালই হয়েছে। ধন্যবাদ রুহী।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

কিরমানী লিটন বলেছেন: প্রানবন্ত বর্ণনায়- অনবদ্য ভালোলাগা- শুভকামনা প্রিয় সারথি...

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ কিরমানী লিটন। লিখতে গিয়ে আমি আসলে কয়েকবার থমকে থমকে যাচ্ছিলাম জানেন। এটা যে শুধু গল্প নয়, আমার জীবনের গল্প।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

প্রামানিক বলেছেন: সাবলীল বর্ননায় চমৎকার গল্প। ধন্যবাদ

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ প্রামানিক।
আপনার পিছে সবডি এমুন কইর‍্যা লাগল ক্যান?

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সুজন। শুভকামনা।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

নীলসাধু বলেছেন: প্রাঞ্জল। ভাল লেগেছে লেখাটি।
ধন্যবাদ জানবেন।


আপনার জন্য দিলাম!

ইচ্ছে ছিল কাছে যাবার। খুব কাছে!
ইচ্ছে ছিল নিশ্বাসের শব্দে মদির মাদল শোনার!
এলোচুল হাওয়ায় উড়ে এসে আমার নাক মুখ ছুঁয়ে যাবে, আমি মুঠোভরে অতীন্দ্রিয় সুখ দিগন্তে ছড়িয়ে দেবো!
জোড়া শালিকের ভ্রুকুটি দেখে সবুজ মেহগনির ছায়ায় চোখে চোখে রৌদ্র দুপুর আঁকবো!
এ বেলা হয়নি কিছুই!
নির্লিপ্ত নীরবতায় কেটে গেছে বছর যুগ। বারোয়ারি আকাশে বালিহাঁস উড়ে যায়! উড়ে যায়!
কে তার খোঁজ রাখে ...


‪#‎কূর্চি_বারোয়ারি_আকাশ‬


২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ নীলসাধু। খারাপ মনটায় ‎কূর্চি_বারোয়ারি_আকাশ যেন সান্তনা। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪

সুলতানা রহমান বলেছেন: ভাল লাগলো। তবে শেষটা এরকম হয়না এখন। এখন ঘর ভাঙছে, মন ভাঙছে ……

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩

অগ্নি সারথি বলেছেন: কি জানি তবে আমি আমার ঘর ভাঙতে চাই না কখনো। আবার কারো মন ও ভাঙতে চাই না।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭

গেম চেঞ্জার বলেছেন: বালিকার মন যেন শ্বেত হংসীর খসে পড়া পালক। বাতাসের দোলে সে দোলে। নড়ে। এদিকে যায়। ওদিকে ওড়ে।


গল্পে একটা বাস্তবতার মিশেল ধোঁয়াশা পেলাম। সত্যি??

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

অগ্নি সারথি বলেছেন: হুম। সত্যি। গল্পের উপজীব্য লেখকের জীবন থেকেই নেয়া। :)

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

গেম চেঞ্জার বলেছেন: তা-ই তো বলি, এরকম আবেগের ঢেউ কেন আছড়ে পড়ছিল.......। ;)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

অগ্নি সারথি বলেছেন: লইজ্জ্বা দেন কেরে......? বিয়াত্ত্যা বইলা কি মন খুইল্যা দুইডা মনের কথা কইত্যে পারি না!!! ই ই ই ... X( X(

১১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: কেমন লেগেছে তা ভাষায় প্রকাশ করতে পারব না, :( :( Congress বানান টা ঠিক করে নিয়েন দয়া করে

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

অগ্নি সারথি বলেছেন: ঐডাই (Congrates) তারে টেক্সট করেছি তো! যাই হোক জানা ছিল না সঠিক বানান টা। চেক করে দেখতে হবে। ধন্যবাদ।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

বর্ণিল হিমু বলেছেন: ঘটনা জটিল......!

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

অগ্নি সারথি বলেছেন: খুব খারাপ অবস্থা!

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: ওরে বাপরে । গল্পে তো এই প্রেম তো এই বিয়ে এই বিয়ে তো এই প্রেম !!!!

তবে গল্প ভাল লেগেছে ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

অগ্নি সারথি বলেছেন: ঘটনার ঘনঘটা। আমার জীবনটা ভাই ফুল অফ ড্রামা। পুরা বিরক্ত হয়ে আছি এখন। হোয়াই মি?

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: বাহ বড় ধৈর্যশীল ব্যক্তি আপনি, এমন দুর্ভাগ্যের পরিনতি কি হয় সেটা কম বেশ আমাদের সবারই জানা, আপনারটা আবার একাধিকবার ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

অগ্নি সারথি বলেছেন: দেখা যাক, মহাজানের ব্যাটা কি করে.......এই তত্ত্বে বিশ্বাসী হয়তোবা আমি। কিন্তু এখন বেশ ভাল আছি ভাই।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার রিয়েল লাইফ স্টোরি ভাল লাগলো ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

অগ্নি সারথি বলেছেন: মেঘ বালিকার সাথে আমার পরবর্তী প্রনয় আমি জানি অন্যায়। কিন্তু আমি একজন পুরুষ ও !!

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি ,




আরণ্যক রাখাল বলেছেন: লেখকের ভাগ্যে দেখি ঠাঁঠা পরেছে! হা.....হা....হা.....

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

অগ্নি সারথি বলেছেন: আরণ্যক রাখাল মানুষটা আগেরতেই খারাপ আছিল! :P:P

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: সব্বে সত্বা, সুখিতা ভাবান্তু ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রেম বড়ো জটিলগো দাদা
প্রেমের কপালে ঝাঁটা;
নারী নিয়ে কত ঝক্কি ঝামেলা
দ্যাও সবডিরে টা টা।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

অগ্নি সারথি বলেছেন: সহমত কবি। এই কবিতা খান ১০ বছর আগে যদি বুঝাইতেন তাইলে কি বান্দায় আর বেল তলায় যায়!!

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

বাংলার ফেসবুক বলেছেন: সাত বছর পর আবারো মেঘ বালিকার সাথে কথা হয়। কুশলাদি বিনিময় হয়। আর কিছুই নয়। খুব সুন্দর থীম।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

অগ্নি সারথি বলেছেন: সুন্দর থিমের অন্তরালে বিরাট একটা দীর্ঘশ্বাস ও রয়েছে। জানিনা সেটা কার জন্য। মেঘ বালিকা, রুমানা নাকি শারমিন। তবে আমি যে 'পুরুষ' এটা ক্লিয়ার।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

আমিই মিসির আলী বলেছেন: গল্প তো নয় যেন বাস্তবতারই প্রতিচ্ছবি :||

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২

অগ্নি সারথি বলেছেন: হুম। সত্যটাই ধরেছেন। এটা আমার জীবনের গল্প। ধন্যবাদ ভাই।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: মাথায় ছিল, মান ইজ্জ্বতের বারতা, বিয়ের থেকে বেশি ছিল সমঝোতা এক্সপ্রেসে টিকেট কাটা, যার নেপথ্যে ছিল শুধুই প্রতিশোধ পরায়নতা।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

অগ্নি সারথি বলেছেন: জীবন মানেই সমঝোতা এক্সপ্রেসে টিকেট কাটা। প্রতি মুহুর্তে, প্রতি ক্ষনে ক্ষনে।

২২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: কেমন যেন মিলে গেছে, তাই.......।। আর গল্পে তো বাস্তবতার কথা বা ছোয়া থাকবেই।। তাই না...

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭

অগ্নি সারথি বলেছেন: শত ভাগ সহমত।

২৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


যদি বলি অভিনন্দন তাহলেও কিন্তু সহজেই জীবনের সমীকরণ হালকা হয়ে যায় ভ্রাতা।

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

অগ্নি সারথি বলেছেন: হুম ভদ্রোচিত শব্দগুলোও জীবনের সমীকরণ গুলো হালকা করে দিতে কম যায় না।

২৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৩

সোহানী বলেছেন: আরে প্রেম দেখি প্রানের চানাচুর........ চাইলেই পাওয়া যায় আবার ঠোঙ্গাটাও বেচাঁ যায়............ ভালোলাগা আধুনিক প্রেমের গল্পে....+++++++++++++

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

অগ্নি সারথি বলেছেন: দেবী ভেবে ফুল, চন্দন দিয়ে পুজা করেছিলাম যাকে, ৭ বছর পরে এসে দেখি সে মাটির প্রতিমা ছাড়া আর কিছুই ছিলনা।
ধন্যবাদ সোহানী।
অঃটঃ আপনি আমার উপরে কি রাগ করে আছেন সোহানী? যদি কোন কারনে দুঃখ পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিক ভাবে দূঃখিত। ক্ষমা করবেন।

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৪

হামিদ আহসান বলেছেন: অনবদ্দ গদ্যে ভাল লাগা রেখে গেলাম

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। আপনাদের ছোট ছোট ভাললাগা গুলো আমার জন্য চরম অনুপ্রেরনা।

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

কমরেড ফারুক ২ বলেছেন: খ্রাপ না হলেও ভাল না?

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

অগ্নি সারথি বলেছেন: ভাল করার চেষ্টা করব অদূর ভবিষ্যতে। ধন্যবাদ।

২৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫

সুমন কর বলেছেন: আপনের কাহিনী তো ফাঁস হয়ে গেল... :P ....

নায়কের (লেখকের) এতো পরাজয়, মেনে নেয়া যায় না !!! মোবাইলে, ভাইবারে, হোয়াটসএপে কথা বলা ভালো না... হাহাহা

বর্ণনা খুব সাবলীল, ভালো লাগা।

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

অগ্নি সারথি বলেছেন: সুমন ভাই, সহ ব্লগারদের আমি খুব আপন করে জানি। তাদের কাছে ফাঁস হলে সমস্যা নাই। মোবাইলে, ভাইবারে, হোয়াটসএপে কথা বলা যে ভালো না এইডা আপনার আগে তারানা আপা আমারে জানাইছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই।
ধন্যবাদ।

২৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: গল্প গুলো আমাদের বা আশেপাশের মানুষ দের দেখেই আমরা লিখে থাকি। বিয়ের পর আগের প্রেমের সম্পর্ককে জিইয়ে রাখা মানে নিজের পার্টনারের সাথে প্রতারনা করা। জীবন মাঝে মাঝেই সমীকরণের বাইরে, আমাদের গ্রিপের বাইরে অনেক কিছু চলে যায়। তাই মেনে নেয়া, মানিয়ে নেয়াটা ছাড়া সহজ রাস্তাও থাকে না। একজনকে ভুলতে আরেকজনকে আশ্রয় করতে গেলেও বিপদে পড়তে হয়।
শুভকামনা রইলো

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

অগ্নি সারথি বলেছেন: একজনকে ভুলতে আরেকজনকে আশ্রয় করতে গেলে বিপদে যে পড়তে হয় সেটা আমার থেকে আর বোধ করি কেউ জানে না। আমি জানি আমি অনেক অন্যায় করেছিলাম। আসলে কি জানেন আমি একজন 'পুরুষ' ছিলাম। পৌরুষ অনেক অন্যায়কে সাবলীল ভাবে জায়গা দিয়ে যায়।
এখন ঠিক আছি, ভাল আছি। ধন্যবাদ।

২৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

সাহসী সন্তান বলেছেন: গল্প এবং গল্প শেষের মন্তব্য গুলো পড়ে বুঝতে পারলাম যে, এটা লেখকের জীবনেরই একটা গল্প! সুতরাং শেষটাতে এসে আমি অনেক বেশি খুশি হয়েছি! যদিও এখনকার সময়ে এটা বিরল!


শুভ কামনা!

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সময়ের সাহসী সন্তান।

৩০| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ওয়েল রিটেন​।
হোয়াটস​অ্যাপ​, ভাইবার কনভার্সেশান নাকি আজক​াল খুব লীক হচ্ছে, সাবধান​! ;)

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

অগ্নি সারথি বলেছেন: তারানা আপা বন্ধ করে দেয়ার অনেক আগেই কনভার্সেশান বন্ধ করে দিছি ভাই। ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

অভ্রনীল হৃদয় বলেছেন: জীবনের গল্প! তবে বাস্তবিক অর্থে শেষে এসে এমনটা হওয়াটাতেই কিন্তু ভালো হয়েছে। গল্পে ভালো লাগা জানবেন।

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

অগ্নি সারথি বলেছেন: হুম এটা ছাড়া পজিটিভ আর কোন রাস্তাও খোলা ছিল না হয়তোবা। ধন্যবাদ অভ্রনীল হৃদয়।

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

জিমার পেঙ্গুইন বলেছেন: ভাললাগা রইল ভাইয়া

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জিমার পেঙ্গুইন।

৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তারপর আজ, হঠাত করেই তার টেক্সট মেসেজটি। ছোট্ট করে ইংরেজীতে উত্তর দিলামঃ Congrates. Wishing a very very happy married life.......

ইংরেজী ভাষাটাও কি অদ্ভূত তাই না! জীবনের কত্ত কত্ত জটিল সমীকরনগুলোকে খুব সহজেই হালকা করে দেয়। +++

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

অগ্নি সারথি বলেছেন: :(:(:(:(
অনেকেই আমাকে অন্য ভাবে নিতে পারে কিন্তু এটাই বাস্তবতা। কেউ প্রকাশ করে আর কেউ করে না।

ধন্যবাদ তনিমা। কেমন আছেন?

৩৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

নেক্সাস বলেছেন: অনবদ্য লেগেছে

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ নেক্সাস।

৩৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: এর পরেও কি কিছু আছে? বলা যায় না কিছু জীবন ব্যাটার কূটকৌশল!

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

অগ্নি সারথি বলেছেন: জীবন ব্যাটার কূটকৌশল বাস্তবিক জানা অসম্ভব। তারপর কোথায় কোন তীরে আবার নিয়ে ভেড়ায়, নাকি আবার তরী ডোবায়।

৩৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

রক্তিম দিগন্ত বলেছেন: আগের মন্তব্যকারীরা মিলে তো আমার সব কথা বলেই দিল। আমি আর কী কমু? আমার লিগা কওয়ার কিচ্ছু রাখে নাই।

ভাই চিন্তা কইরেন না, আপনার দলে আমিও খুব তাড়াতাড়ি জয়েন করতেছি।
যত যাই হোক, ঘটনাগুলো তো লিখার উপকরণ হচ্ছে। এইটাই বেশি।

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

অগ্নি সারথি বলেছেন: আপনি এসেছেন আমি এতেই খুশি, কিচ্ছু না বললেও হবে।
তারপর, আমাদের ভূবনে স্বাগতম।

৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাবছিলাম সিরিয়াস একটা কমেন্ট করব, স্ক্রল করে নীচে নামতে দেখি, আরণ্যক রাখাল বলেছেন: লেখকের ভাগ্যে দেখি ঠাঁঠা পরেছে!

হাসতে হাসতে শেষ... =p~

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

অগ্নি সারথি বলেছেন: হালায় আগেরতেই খারাপ আছিল!

৩৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগে ভরে গেছে ট্র‌েজিক লেখকে

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯

অগ্নি সারথি বলেছেন: খেক। আমি কিন্তু কোন লেখক নই ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.