নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

রম্য গল্পঃ এ টেইল অফ কোয়ারেন্টাইন!

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১১


১৮+ এবং দায়িত্বশীলতা জরুরী! কারো সাথে মিলে গেলে কাকতাল মাত্র! লেখক দায়ী নহে।

করোনাভাইরাস নিয়ে ফালতু/ভোগাস কথা বলা এবং বিচিত্র কিছু কর্মকান্ড করবার অপরাধে হুগান্ডার জনগন তাদের দেশের দুইজন মন্ত্রী এবং প্রধান প্রহসন কমিশনারকে চ্যাংদোলা করে ধরে মাস ছয়েকের জন্য শুধুমাত্র একটা রুমে, একটা বান্দর সমেত কোয়ারেইন্টাইনে পাঠিয়ে দিল।
কোয়ারেন্টাইন সমাপ্ত হলে তথা ছয় মাস পর যখন মহোদয়গনের ঘরের দরজা খোলা হল তখন দেখা গেল, শক্তিশালী মন্ত্রীর ঘর হতে ১২টা বান্দরের বাচ্চা বের হইসে এবং অন্য মন্ত্রীর ঘর হতে ১১ টা। হতাশার বিষয়টা ছিল, ১২ আর ১১ প্রতিযোগিতায় যখন প্রহসন কমিশনারের ঘর হতে একটা মাত্র বান্দরের বাচ্চাকে বের হতে দেখা গেলো।

উৎসূক জনতা বিশেষতঃ মিডিয়া যখন প্রহসন কমিশনারকে জিজ্ঞেস করেই বসলো, "কি উস্তাদ! ১২ আর ১১-র দৌড়ে একটা নিয়া ঘর হইতে বাইর হইতে কিরাম লাগে,মানে আপনার অনুভূতি কি?"
মিডিয়ার এহেন দায়িত্ব-জ্ঞানহীন প্রশ্ন শুনে পুরাই তেলে বেগুনে জ্বলে উঠে প্রহসন কমিশনারের উত্তর ছিল, "ধুর ব্যাটা! দিছস তো পোলা বান্দর।"

মন্তব্য ৬২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৪

সোনালি কাবিন বলেছেন: B-)) B-))

২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


ইডিওটিক

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫০

অগ্নি সারথি বলেছেন: দুঃখিত! ওখানে একজন মন্ত্রী, প্রহসন কমিশনার আর গাজী সাব আছিল এবং গাজী সাবের স্কোর আছিল ১২! খুশি?

৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩০

মা.হাসান বলেছেন: হুগান্ডাতে কিছু রিলিপের চাল পাঠাইয়া দেয়া হউক। খাইয়া ওনাদের মন্ত্রীরা আরো বলশালী হউক।

আপনের লেখা চরম সেক্সিস্ট। তেব্র ফতিবাদ করিতেছি। দুই জন মন্ত্রী এবং প্রধান প্রহসন কমিশনার- তিন জনই পুরুষ হইলো কেন? একজন অন্তত মহিলা হওয়া দরকার আছিলো। নারী জাতিকে এই ভাবে দাবায়া রাখার পরিকল্পনা আমরা মানিয়া লইবো না।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫১

অগ্নি সারথি বলেছেন: ব্লগার ফসাল রকির একটা চ্যালেঞ্জ ছিল, ১০০ শব্দের গল্প লিখতে হবে। একটু খারাপ ভাবেই চেষ্টা করা আরকি!

৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: আজাইরা পোষ্ট।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৩

অগ্নি সারথি বলেছেন: রাজীব ভাই! এই জ্বি হুজুর, লেজুড়বৃত্তিক ব্লগিং ছাড়েন। চাদগাজী জাস্ট একটা উন্মাদ আর আপনি একটা ছাগল- এইটা আমার কথা না। ফেসবুকে আপনাদের দুইজনকে নিয়ে একটা পোস্টের মন্তব্যে পেয়েছি।

৫| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



এই খারাপ সময়ে সামুর উচিত মগজহীনদের একটু সামলানো

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৩

অগ্নি সারথি বলেছেন:
আরে ভাউ! আপনে শুধু সামুতে না, ফেসবুকেও বিখ্যাত। অভিনন্দন গ্রহন করুন গুরু।
আরো রইছে, চাইলে আওয়াজ দিবেন পিলিজ।

৬| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ব্লগার ফসাল রকির একটা চ্যালেঞ্জ ছিল, ১০০ শব্দের গল্প লিখতে হবে। একটু খারাপ ভাবেই চেষ্টা করা আরকি! "

-রকি বলেছে গল্পের কথা, আপনি একজন বিসিএস পাশ করা মানুষ, এটা গল্প হয়েছে?

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৬

অগ্নি সারথি বলেছেন: আপনারে না জেনারেল করসিলো সামু কয়দিন আগে গাজী সাব! ছাড়া পাইলেন কবে?


৭| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


লেখক লিখেছেন, "আরে ভাউ! আপনে শুধু সামুতে না, ফেসবুকেও বিখ্যাত। অভিনন্দন গ্রহন করুন গুরু।
আরো রইছে, চাইলে আওয়াজ দিবেন পিলিজ। "

-আপনি "সামুর" ব্লগার, ফেইবুকের কিছু সামুতে স্হান পাওয়া উচিত? সামুকে সন্মান করুন।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৯

অগ্নি সারথি বলেছেন: সামু এবং ব্লগার সবসময় সম্মানের জায়গায়।
ব্লগ দিবস দীর্ঘ সময় বন্ধ ছিল। নিজের গর্দান বাড়ায়া দিয়া ব্লগারদের দীর্ঘ সময় পর এক সাথে মিলিত করেছিলাম। ছিলাম শাহবাগে পুরোটা সময়। আমারে শিকাইয়েন না।

৮| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



এখন খারাপ সময়, অস্বাস্হ্যকর কিছু ব্লগে লিখবেন না।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

অগ্নি সারথি বলেছেন: স্বাস্থ্যকর এর সংগা কি? আপনার কাছে যেটা অস্বাস্থ্যকর আমার কাছে সেটা নাও হতে পারে। পোস্ট মডার্ণ এপ্রোচ!

৯| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

মা.হাসান বলেছেন: ব্লগের সকলে মিলিয়া আমায় ফেচভুক খোলাইয়া ছাড়িবেন মনে হইতেছে। :P

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০০

অগ্নি সারথি বলেছেন: চইলা আসেন ভাই! ব্যাপুক বিনুদুন হয় উখানে।

১০| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " স্বাস্থ্যকর এর সংগা কি? আপনার কাছে যেটা অস্বাস্থ্যকর আমার কাছে সেটা নাও হতে পারে। পোস্ট মডার্ণ এপ্রোচ! "

-১০ বছর ব্লগিং করছেন, সবকিছুতেই আপনার সংজ্ঞা সব সময় আলাদা ছিলো; নিজের ১০ বছরের ব্লগিংকে সন্মান করেন।
গল্পের নামে অস্বাস্হ্যকর লেখা ব্লগে দেবেন না।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০১

অগ্নি সারথি বলেছেন: আপনার বয়স ১৮ হয় নাই! আপনি এই পোস্টে কি করেন?

১১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি লিখেছেন, "লেখক বলেছেন: আপনারে না জেনারেল করসিলো সামু কয়দিন আগে গাজী সাব! ছাড়া পাইলেন কবে? "

-জেনারেল করার ৩ দিনের ভেতর সামু আমাকে "অনেকের অনুরোধে সেইফ" করেছে। আমি ব্লগিং করি, ভুলের জন্য 'জেনারেল' হওয়া সম্ভব। আমি সব সময় ভুল স্বীকার করে সামুকে সন্মান করেছি।

****** তবে, একবার আপনাকে কেহ "ভোট না দেয়ায়" আপনি সামুতে ভয়ানক ড্রামা করেছিলেন।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৪

অগ্নি সারথি বলেছেন: এখন চিনতে পারছি! সেদিন যারা আমার পোস্টে ফ্লাডিং করছিল সেই দলে আপনিও ছিলেন। বাই দ্যা ওয়ে আরো স্ক্রিন শট রইছে আমার কাছে, যারা আপনাকে জেনারেল থেকে সেইফ করতে বলেছিল তাদের নিকট হতে। দেবো নাকি?
বয়স হইছে গাজী সাব! এইসব ছাড়েন। বৃদ্ধ বয়সে উলংগ হওয়াটা যদিও দোষের কিছু নয়।

১২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আপনার বয়স ১৮ হয় নাই! আপনি এই পোস্টে কি করেন? "

-আপনার এই "তথাকথিত গল্প" পড়ে কেহ কি মনে করবেন যে, আপনি "বিসিএস পাশ করা, একজন দায়িত্বশীল নাগরিক"?

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৬

অগ্নি সারথি বলেছেন: অন্যের ব্লগে গিয়া ব্লগারদের হেয় প্রতিপন্ন করাটা কতটুকু দায়িত্বশীলতার পরিচায়ক আমার জানা নাই। সাবালক হন!

১৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " এখন চিনতে পারছি! সেদিন যারা আমার পোস্টে ফ্লাডিং করছিল সেই দলে আপনিও ছিলেন। বাই দ্যা ওয়ে আরো স্ক্রিন শট রইছে আমার কাছে, যারা আপনাকে জেনারেল থেকে সেইফ করতে বলেছিল তাদের নিকট হতে। দেবো নাকি?
বয়স হইছে গাজী সাব! এইসব ছাড়েন। বৃদ্ধ বয়সে উলংগ হওয়াটা যদিও দোষের কিছু নয়। "

-আমি ফ্লাডিং ম্লাডিং করার মতো মানুষ নই, সামু জানে; তবে, আমার খেয়াল আছে, আপনি "ড্রামা করছিলেন"; তখন আমি জানতাম না যে, আপনি একজন "বিসিএস পাশ করা মানুষ"; আপনার আচরণ ইত্যাদি শিক্ষিত মানুষের মতো ছিলো না।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:১০

অগ্নি সারথি বলেছেন: আমার আচরন কোন কালেই আপনাদের মত বাজে লোকদের জন্য শিক্ষিত মানুষের মত নয়! এটা মেনে নিয়েই আইসেন গাজীসাব!গত পোস্টে আমার সাথে এক ক্যাচালে একজন ব্লগার আপনাকে বলেছিল, অগ্নি সারথি হতে গেলে আপনাকে তিনবার পয়দা হতে হবে এবং জন্ম সনদ দেখাতে হবে? মনে আছে! নাকি স্ক্রিন শট দিবো?
সবাইরে নুরু ভাই মনে করলে ভুল করবেন। আমার পোস্টে আসলে সাবধানে কথা বলবেন।

১৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০২

ঊণকৌটী বলেছেন: ব্লগে নুতন, আপনাদের লেখা ভালো লাগে। রম্য থেকে গল্প, রাজনৈতিক থেকে সমাজ সবই ভালো লাগে। ধর্ম টাকে ছেড়ে, ভাল লাগে নূতন কিছু করার আইডিয়া। চাই সমাজ টা পরিবর্তন হোক। কিন্তু যদি আপনারা সিনিয়র রা এইরকম রেষারেষি করেন তবে তো অনেকে ব্লগের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে। ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

১৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৯

নেওয়াজ আলি বলেছেন: :D :D

১৬| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪১

কথার ফুলঝুরি! বলেছেন:

বড় আগ্রহ লইয়া একখান রম্য গল্প পড়িতে আসিয়া আবিষ্কার করিলাম গল্পের চাইতে তাহার মন্তব্য সমূহ বেশী রম্য :-&

১৭| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " অন্যের ব্লগে গিয়া ব্লগারদের হেয় প্রতিপন্ন করাটা কতটুকু দায়িত্বশীলতার পরিচায়ক আমার জানা নাই। সাবালক হন! "

-আপনার "বই বের হয়েছে", আপনি অথার; ব্লগে এই ধরণের কিছু লেখা আপনার সাজে?

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪২

অগ্নি সারথি বলেছেন: মলয় চক্রবর্তী কিংবা হাংরীয়ালিস্ট মুভমেন্টের নাম শুনেছেন কখনো? একটু পড়ে নেবেন হাংরি আন্দোলন তারপর সাহিত্যে কি লেখা সাজে আর কি সাজে না সেটা নিয়ে জ্ঞান দেবেন গাজি সাব!
ধন্যবাদ শেষ পর্যন্ত আমাকে অথার বলার জন্য! ভাগ্যিস আমার লেখাকে এবার গার্বেজ বলে নাই। বাই দ্য ওয়ে সম্ভব হলে আমার নজরবন্দী পড়ে দেখবেন, ভাল্লাগবে।

১৮| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৮

শের শায়রী বলেছেন: পোষ্টে ভালো লাগা, আর মন্তব্যে প্রতি মন্তব্যের কাইজ্জায় আরো ভালো লাগা। :)

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৩

অগ্নি সারথি বলেছেন: সবসময় বাঘের ল্যাঞ্জা দিয়া কান চুলকান ঠিক না! কি বলেন?

১৯| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রহসন কমিশনারতো পুলার মাঝেই ১ খানা পয়দায় রেকর্ড কচ্চে, মন্তব্যের ঘরে তো মনে হইতাছে
"থাকিতে বাবা আপন হস্ত" তত্ত্বেই পোলা পয়দা করিয়া ছাড়িবেক ;) :-/ =p~ =p~ =p~ =p~

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৫

অগ্নি সারথি বলেছেন: করোনা পরিস্থিতির মাঝেই যে কর্ম তিনি সাধন করেছেন, তা পুলার মাঝে ১ খানা পয়দা করবার চেয়ে কম নাকি!

২০| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই! এই জ্বি হুজুর, লেজুড়বৃত্তিক ব্লগিং ছাড়েন। চাদগাজী জাস্ট একটা উন্মাদ আর আপনি একটা ছাগল- এইটা আমার কথা না। ফেসবুকে আপনাদের দুইজনকে নিয়ে একটা পোস্টের মন্তব্যে পেয়েছি।

উন্মাদ আর ছাগল।
ভালো বলেছেন।
ভালো কিছু আপনার কাছ থেকে আশা করা বোকামি হবে।
আরো কিছু গালি দেন। খারাপ কথা বলুন। হয়তো খারাপ কথা আর গালি আপনার মনকে শান্তি দিবে।

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৭

অগ্নি সারথি বলেছেন: সত্য! আপনি ভালো কিছু আশা করবেন না তদ্দিন, যদ্দিন না গাজীর সুরে সুর মেলানো বন্ধ করবেন!

২১| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: রম্য আর dirty jokes কি এক জিনিস?

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৭

অগ্নি সারথি বলেছেন: এইডা তার মাথায় ঢুকবো না! এন্টেনা দুব্বল!

২২| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: গল্প পড়তে আইসা অনেকগুলা কমেন্ট পইড়া ফেলছি, আলাদা চার্জ আবার দিতে হইব না তো??? :-B

১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

অগ্নি সারথি বলেছেন: গাজী সাব রে জিগান! ফাইন হইলে হইতেও পারে। তার কোন ঠিক নাই।

২৩| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


আপনি আমাকে বলেছেন, " ধন্যবাদ শেষ পর্যন্ত আমাকে অথার বলার জন্য! ভাগ্যিস আমার লেখাকে এবার গার্বেজ বলে নাই। বাই দ্য ওয়ে সম্ভব হলে আমার নজরবন্দী পড়ে দেখবেন, ভাল্লাগবে। "

-এই গল্প কি আপনার বই " নজরবন্দী "র অংশ, নাকি এই ধরণের গল্প ওখানে আছে? বইমেলার শতকরা ৯০ ভাগ বই গার্বেজ হওয়ার কারণ নিশ্চয়ই আছে।

১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০

অগ্নি সারথি বলেছেন: নজরবন্দী পড়ে বুঝে উঠবার মত জ্ঞান আপনার নেই! এটা পুরাটাই সাইকোলজিক্যাল এনালিটিক্যাল। নিচে দেখেন ভুয়া মফিজ মন্তব্য করেছেন, লাগ ভেলকি লাগ- যেটা পড়ে তিনি মজা পেয়েছেন! এটা ছিল নজরবন্দীর অংশ।
আমার উপরের পোস্টটা স্যাটায়ার ছিল! স্যাটায়ার আপনি বাল বোঝেন। আপনি আসলে কোন কিছুই বোঝেন না। শুধু পাগলামী করতে জানেন আর কিছু না। ইংরেজী পত্রিকার নিউজ অনুবাদ করে ব্লগে দেয়া ব্লগিং না, এটা অনুবাদ।

২৪| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩০

ভুয়া মফিজ বলেছেন: লাগ ভেলকি লাগ!!! =p~

গল্প পইড়া মজা পাইছি............মন্তব্যে সেই মজা চরমে উঠছে!! :P

১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০

অগ্নি সারথি বলেছেন: চাদগাজীর চোখে ভেল্কি লাগা!

২৫| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:



যদি কেহ সামুর বিপক্ষে লাগে ও সামুর বিপক্ষে পর্ণের অভিযোগ আনে, আপনার এই ধরণের লেখা তাদেরকে সাহায্য করবে!

১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪২

অগ্নি সারথি বলেছেন: গাজী সাব আপনি পর্ন জীবনে দেখেন নাই! আমি নিশ্চিত। দেশে আসলে চলেন একদিন মিয়া খলিফা আর সানি লিওনি রে নিয়া একসাথে বইস্যা আপনেরে পর্ন বুঝাই। আপনি চাইলে আপনের বয়সী জব্বর কাগুরেও সাথে লইতে পারেন।

২৬| ১১ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি আমাকে বলেছেন, " ধন্যবাদ শেষ পর্যন্ত আমাকে অথার বলার জন্য! ভাগ্যিস আমার লেখাকে এবার গার্বেজ বলে নাই। বাই দ্য ওয়ে সম্ভব হলে আমার নজরবন্দী পড়ে দেখবেন, ভাল্লাগবে। "

-আমি জানি আপনি অনেক কিছু করেছেন, অনেক কিছুর সাথে যুক্ত; কিন্তু "লেখক হওয়ার মতো ব্যক্তিত্ব আপনার আছে বলে আমার মনে হয়নি"।

লেখক হতে হলে, আপনাকে ব্লগার "খায়রুল আহসান", বা "শায়েমা'কে" অনুসরণ করে শিখতে হবে।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৩

অগ্নি সারথি বলেছেন: গুরুদেব! লেখকেরা কাউকে ফলো করে লেখক হয় না। অন্যরা লেখকদের ফলো করে। আমি-আমিই। আপনার মনে হওয়া না হওয়াতে আমার কিচ্ছু আসে যায় না।
ওহ হ্যা! আরেকটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম! রসময় গুপ্ত নামে একজন লেখক ছিলেন আমাদের কৈশোরে। নাম শুনেছিলেন কখনো?

২৭| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৩

ইফতি সৌরভ বলেছেন: রম্য গল্প পড়ার পর বুঝিনি কেন ইহা আলোচিত ব্লগে স্থান পেয়েছে? তবে মন্তব্যের চালাচালিতে ট্রেন লম্বা হয়েছে - তা তো দৃশ্যমান! চাঁদগাজী সাহেবের এক শব্দের মন্তব্যে লেখকের উত্তরে বুঝলাম, তাদের মধ্যে উত্তর-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক! অবাক হলাম, চাঁদগাজী প্রতি উত্তরে যতটা শান্ত, লেখক ততটাই উত্তেজিত !! চাঁদগাজী যতই লেখককে স্মরণ করান লেখক বিসিএস পাশ এবং লেখক, লেখক ততই গাজীকে শোনান শাহবাগের দিন-রাতে তার সহাবস্থান এবং পুরাতন ব্লগারদের 'জেনারেলী'য় মন্তব্য চাঁদ সাহেবের প্রতি। এক সময় তা সানি লিওনের দিকে ঘুরে যাওয়াতে মনে পড়ল, সামনে রমজান মাস! যা করার (ঝগড়া) এখন শেষ করাই ভালো।
২০১০ সালে এ রম্যটি আমাদের এক Batchmate একাডেমীর গালা নাইটে বলেছিল, শুধু আপনার এখানে রাজনৈতিক পদবি আর সে ব্যবহার করেছিল স্টাফদের ছদ্মপদবী। মনে পড়ে গেল কষ্টের মাঝেও হাসির সেই রাতের কথা।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

অগ্নি সারথি বলেছেন: ৩ বছর ৫ মাসে ৫ টা পোস্ট করেছেন! আপনি যে মাল্টি এটা পরিস্কার। ভাউ! মাল্টিবাজী আমারে শিকাইয়েন না। অতীত ইতিহাসটা অনেকের জন্য খুব একটা সুখকর নয় মাল্টিবাজদের জন্য।

২৮| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৮

আরোগ্য বলেছেন: নো মন্তব্য :P

২৯| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৮

ইফতি সৌরভ বলেছেন: লেখক বলেছেন: ৩ বছর ৫ মাসে ৫ টা পোস্ট করেছেন! আপনি যে মাল্টি এটা পরিস্কার। ভাউ! মাল্টিবাজী আমারে শিকাইয়েন না। অতীত ইতিহাসটা অনেকের জন্য খুব একটা সুখকর নয় মাল্টিবাজদের জন্য। - ধন্যবাদ। আসলে আমি বেশিরভাগ সময় Network এর বাইরে থাকি। যখন বিভিন্ন বন্দরে যাই অথবা shore এর নিকট দিয়ে passage plan করা থাকে, তখন যদি WORLDWIDE sim এ network পাই, তবে নিজের সবার খোঁজ নেবার পরেও যদি network থাকে, তখন সামুতে দেখি বিজ্ঞ ব্যক্তিরা দেশ নিয়ে কী বলছেন? আসলে ফেবু'র সস্তা মন্তব্য এত বেশি সস্তা যে তা খাবার মতো না। যাইহোক, একটা id'ই ঠিকমতো চালাই না আর multi :) আপনি হয়তো বাংলাদেশের অনেক বড় সরকারি পদে আছেন কিন্তু সত্যি দুঃখিত! আপনার ধারণা 1% ও সঠিক নয় বলে। আমিই লজ্জিত ........ আমার এক ইতিহাস ছিল .....আহ!! জানা হলো না।

৩০| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৮

ইফতি সৌরভ বলেছেন: ভালো কথা, আপনার এই রম্য- এর প্লট প্রথম আমি পড়েছিলাম "আলপিন" এ (প্রথম আলোর সাথে সোমবারের ফিচার) যেখানে বাঁদরের বদলে ছিল ঘর ভর্তি সিগারেট। যাইহোক, আপনার সাথে আমার যেহেতু কোন রকম ভাব আদান-প্রদান এ ভাবে হয় নি, আমি কখনো এমন react একজন ব্লগারের কাছ থেকে ভাবতে পারি নি। চাঁদ গাজী সাহেবের মন্তব্য বাঁকা & তীক্ষ্ম, রাজীব ভাই একবার আমার পোস্টে বলেছেন, ছবি দিতে হয় তো ইনস্টা- তে যেতে, মুছে দিয়েছি। আমার তাতে সম্মান কমে নি কারণ এখান আমাকে কেউ চিনে না কিন্তু আমি বুঝতে পারছি, এখানে আপনার সম্মান অনেক!!! আশা করি এভাবেই সম্মান অক্ষুণ্ণ থাকবে আপনার! |-)

৩১| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩০

সোনালি কাবিন বলেছেন: সেই ঝড় বইতেছে

৩২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " গুরুদেব! লেখকেরা কাউকে ফলো করে লেখক হয় না। অন্যরা লেখকদের ফলো করে। আমি-আমিই। আপনার মনে হওয়া না হওয়াতে আমার কিচ্ছু আসে যায় না। ওহ হ্যা! আরেকটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম! রসময় গুপ্ত নামে একজন লেখক ছিলেন আমাদের কৈশোরে। নাম শুনেছিলেন কখনো? "

-আপনি যদি লেখক হতেন, বই বের করার পর, এই রকম অস্বাস্হ্যকর "গল্প" আপনার লেখার কথা নয়; মেলায় শতকরা ৯০ ভাগ গার্বেজ বই এসেছিল, সেটা মনে আছে?

৩৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি এমন অস্বাস্হ্যকর ব্লগার যে, আপনার অস্বাস্হ্যকর "গল্প"র পক্ষে কথা বলতে গিয়ে ব্লগার "ইফতি সৌরভ"কে খারাপ কথা বলছেন! লেখক হিসেবে আপনার ও আপনার বইয়ের ভবিষ্যত কি?

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৩

অগ্নি সারথি বলেছেন: ভীষন ঝগড়া করতে পারেন গাজিসাব আপনে। এইবার ভাগেন তো! আপনাকে আর ভাল্লাগছে না।

৩৪| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৯

শাহিদা খানম তানিয়া বলেছেন: ভাইয়া, আপনার ১০০ শব্দের গল্প পড়ে হাসি পাচ্ছে তো গল্প সার্থক।

আমি এই জিনিস বুঝলাম না। কোন ব্লগার একটা কিছু লিখতে গেলেই ক্যাচাল বাধাতে হবে কেন। একটা ফানি লেখার প্রতি এখানে যার/যাদের বিরূপ মন্তব্য করতে দেখছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা পোষ্টে তাদেরকেই তো পক্ষে থাকতে দেখা যায় এবং ধর্মীয় পোস্টে থাকেন বিপক্ষে। তখন আপনাদের অনুভূতি তালা বন্ধ থাকে। কোথাও সুস্থ আবার কোথাও অসুস্থ একেক জায়গায় একেক রকম ভাব। আপনাদের বুঝতে হলে হতবুদ্ধি হতে হয়।

অগ্নি সারথি ভাই: সমালোচনা হচ্ছে লেখক এবং পাঠকের সাথে একটা নিবির সম্পর্কযুক্ত বিষয়। এগুলো থাকবেই। আমি আপনার মত সুস্থ লেখার চর্চা করেন।

৩৫| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫০

শাহিদা খানম তানিয়া বলেছেন: ভাইয়া, আপনার ১০০ শব্দের গল্প পড়ে হাসি পাচ্ছে তো গল্প সার্থক।

আমি এই জিনিস বুঝলাম না। কোন ব্লগার একটা কিছু লিখতে গেলেই ক্যাচাল বাধাতে হবে কেন। একটা ফানি লেখার প্রতি এখানে যার/যাদের বিরূপ মন্তব্য করতে দেখছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা পোষ্টে তাদেরকেই তো পক্ষে থাকতে দেখা যায় এবং ধর্মীয় পোস্টে থাকেন বিপক্ষে। তখন আপনাদের অনুভূতি তালা বন্ধ থাকে। কোথাও সুস্থ আবার কোথাও অসুস্থ একেক জায়গায় একেক রকম ভাব। আপনাদের বুঝতে হলে হতবুদ্ধি হতে হয়।

অগ্নি সারথি ভাই: সমালোচনা হচ্ছে লেখক এবং পাঠকের সাথে একটা নিবির সম্পর্কযুক্ত বিষয়। এগুলো থাকবেই। আমি আপনার মত সুস্থ লেখার চর্চা করেন।

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৮

অগ্নি সারথি বলেছেন:
উনি শুধু উন্মাদ কিংবা পাগল নয় আপা! আমার মনে হয় উনি অসুস্থ। প্রথমে ভেবেছিলাম আমার কোন ভুল হচ্ছে না তো! পরে উপরের কমেন্ট গুলো দেখ্ব বুঝেছি, না আমি ঠিক আছি। সে একটা বদ্ধ উন্মাদ। ব্লগ নামক একটা লোহা, গাজী সাবের হাতে পড়েছে আরকি।

৩৬| ১৪ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনি এক যায়গায় কমেন্ট করেছেন:

অগ্নি সারথি বলেছেন: ভালো করেছেন নীল দা! ব্লগ একটা উন্মাদ, পাগল এবং তার চাটুকারদের দখলে।
উন্মাদ এর কারনে অনেক ব্লগারই যে ডিমোটিভেটেড, সেটা ব্লগ কর্তৃপক্ষ বোঝে না দেখেই সামু'র আজ এই দশা!

-আপনি কি নিজকে ব্লগার ভাবছেন?

৩৭| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৪

সোনালি কাবিন বলেছেন: এ্যাক্সজাবিয়ান বলেছেন: @চাঁদগাজীসাব আপনার হেভী ওয়েট দোস্ত কই, হেই কাহা বিসিএস। অগ্নি সারথি বিসিএস না। আমি গ্যারান্টি দিলাম। বিসিএস এত পাতলা না। অগ্নি সারথি বাইচ্চা কাইচ্চার লাহান পোস্টইবেন আর কত?৷

@ এ্যাক্সজাবিয়ান, কি কন!! আম্রা তো জানি হেয় বিসিএস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.