নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

আকাঙ্ক্ষিত

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

আঁধার-ঘেরা বাঁধার প্রাচীর ধাঁধার মতোই সামনে আজ

আজ প্রয়োজন সেই সে জনের যার অফুরান দিল দরাজ

যার হৃদয়ে রবির কিরণ জ্বলছে সদাই অন্তহীন

কণ্ঠে বাণী মন্ত্রমধুর লক্ষ্য দ্বিধা -দ্বন্দ্বহীন

পাহাড়প্রমাণ অটল ঈমান লক্ষ্যে ছোটে মরণপণ

চায় পৃথিবী সেই সে জনের -তাঁর প্রয়োজন চিরন্তন

ডাগর চোখে সাগর-সমান অসীম আশার বইছে স্রোত

কোথায় গো সেই খোদার গোলাম শান্তিবাহক শ্বেতকপোত

ওমর সমান সাহস যে তাঁর,চরিত্র তাঁর ইউসুফের

ভাঙন -ভরা এই ধরাতে জ্বলবে আগুন ওই রূপের

সময় এ নয় ভাবনা ভাবার,সময় এ নয় মগ্নতার

আসছে সে প্রাণ, আসছে তুফান--নেই বাকি সেই লগ্ন আর

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: আপনার প্রথম পোষ্ট এ মন্তব্য রেখে যাচ্ছি ....

লেখা ভালো লেগেছে অবশ্যই
দেখা যাক কতদিনে প্রতীক্ষার অবসর হয় ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অনেকদিন পরে আপনার মন্তব্যের নোটিফিকেশন পেয়ে নিজের কবিতা নিজেই কয়েকবার পড়লাম। আমার নিজের কাছেও বেশ ভালোই লাগল।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.