নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫২

আজ আঁধারে ডুবল যে সুর,হায় ফিরে ফের আসবে কি তা
সুখের সুবাস মিলিয়ে গিয়ে বুকের মাঝে জ্বলছে চিতা
ঝরল মুকুল,গন্ধ-বকুল
চোখের জলে ভাসল দু-কূল
এখন প্রবল বানের তোড়ে একূল-ওকূল নাশবে কি তা ?
আজ আঁধারে ডুবল যে সুর,হায় ফিরে ফের আসবে কি তা ?




আজ যে আগুন জ্বালল বারুদ,কালকে সে চুপ থাকবে কি রে ?
আকাশ কেঁপে পড়বে ফেটে,আর কত কাল এই তিমিরে ?
হত্যাকারীর অত্যাচারই
উল্টো ডেকে আনবে তারই
ক্লেদাক্ত এক মৃত্যু-মারী।
নতুন করে আবার ,জানি, সেই সোনা-যুগ আসবে ফিরে।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.