নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

সোনালি সকাল

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৩

কত রাত চলে গেছে কত দিন হয়ে গেল পার
সবুজ ঘাসের বনে দেখা তার পাই নে কো আর
মানুষের হাতে তার পুড়ে গেছে সোনার শরীর
তারাহীন আঁখি তার, ক্ষয়ে গেছে , হয়ে গেছে থির।
অচেনা বাতাসে তার এলোচুল ছুঁয়ে-আসা ঘ্রাণ
আর ভেসে আসে না কো— নদী-মাঠ হয়েছে বিরান।
সেই চোখ, সেই তনু,সেই ক্ষীণ ছোঁয়া যেচে যেচে
কত কাঠবিড়ালিরা আজ মরে কাঠ হয়ে গেছে।
এখন হৃদয়হীনা ইট-কাঠ-পাথরের ভিড়ে
সেই প্রেম মরে গিয়ে ফ্রেম হয়ে রেখেছে ঘিরে।
ফিরবে না আর সে তো —থিরিথিরি বয়ে যাবে কাল
হায় সে তো কেউ নয়—শৈশবে ফেলে আসা সোনালি সকাল।

—স্নিগ্ধ মুগ্ধতা।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

হাসান১২১২১২ বলেছেন: বেশ ভালো লেগেছে

২| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৯

আখেনাটেন বলেছেন: এখন হৃদয়হীনা ইট-কাঠ-পাথরের ভিড়ে
সেই প্রেম মরে গিয়ে ফ্রেম হয়ে রেখেছে ঘিরে।
ফিরবে না আর সে তো —থিরিথিরি বয়ে যাবে কাল
হায় সে তো কেউ নয়—শৈশবে ফেলে আসা সোনালি সকাল।
- বা্হ, স্নিগ্ধ মুগ্ধতা রইল এই কয়টি লাইনের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.