নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

কুরবানি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৯

জুলফি চেঁছে গরুর সাথে সেলফি দিলি তিনটে দিন;
খড় খাওয়ানোর, চড় খাওয়ানোর পোস্ট দিলি যে অন্তহীন।
হাঁক ছেড়ে তুই করলি প্রচার এই গরু তোর লাখ টাকার।
হায়! বেটা তোর চাপার জোরেই পড়ল চাপা ডাকটা তার।
লোক-দেখানোর ঝোঁক দেখানো— করলি এমন লক্ষ ভুল,
এরপরও তুই আশায় থাকিস কুরবানি তোর হোক কবুল?
যা-হোক হলেই করবে কবুল—এমনই কি ক্লীব রাহিম?
বৃথাই তবে পুত্রশোকের ত্যাগ শেখালেন ইবরাহিম।


ফি-বছরই এক রকমই গরুর সাথে পোজটা দিস।
তুই ব্যাটা যে আস্ত বলদ তার কখনও খোঁজ রাখিস?
অন্ধকারে একলা ঘুরে যার গেল রাত ঘুম-বিহীন
সেই উমরের উম্মাহ হয়ে গুমর দেখাস রাত্রি-দিন?
আর কতকাল ঢং দেখাবি, রইবি মেরু-মজ্জা-ক্ষীণ
দু-কানকাটা আর কত তুই রইবি বেকুব লজ্জাহীন?
আর কতকাল গরুই শুধু, কুরবানি হ এবার তুই
আয় তাকওয়ার রক্ত দিয়ে তরবারিটা এবার ধুই।

—কুরবানি
স্নিগ্ধ মুগ্ধতা।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭

রুরু বলেছেন: ভালো লাগলো

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সংক্ষেপে অনুভূতি প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন!

ছন্দে ছন্দে, আঁতে আর রন্ধ্রে
দিয়েছেন সত্যের কষে চাপর
যদিও হবেনা হুশ অজ্ঞান অন্ধে
আত্মায় দেহে ভোগের গন্ডার চামড়!!! ;)

++++++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক অভিবাদন গ্রহণ করুন।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২০

বিষাদ সময় বলেছেন: চমৎকার! ছন্দ ও ভাব দুটোই অসাধারণ। +++++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অসাধারণ কোনও কিছু বুঝতে হলে পাঠককেও অসাধারণ হতে হয়ে।অসাধারণ আপনাকে আমার পক্ষ থেকে সাধারণ ধন্যবাদ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১২

রাফিন জয় বলেছেন: ফেসবুকে শেয়ার মারলাম!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শেয়ার মারার সময় দয়া করে লেখকের নাম সুস্পষ্ট করে লিখবেন।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

আমি পোলাপাইণ বলেছেন: :-/

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২

বিজন রয় বলেছেন: চমৎকার।

ঈদ মোবারক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

করুণাধারা বলেছেন: খুব ভাল লাগল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভাল লাগল
ঈদ মোবারক

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার উপস্থাপনা

ঈদের শুভেচ্ছা জানবেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: জানলাম, এবং আপনাকেও ফিরতি শুভেচ্ছা জানালাম।ঈদ মোবারক।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: যা-হোক হলেই করবে কবুল—এমনই কি ক্লীব রাহিম?
বৃথাই তবে পুত্রশোকের ত্যাগ শেখালেন ইবরাহিম।
আমার ভল লাগার অংশটুকু।।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আয় তাকওয়ার রক্ত দিয়ে তরবারিটা এবার ধুই।


এবারে আর খুক খুক হাসি না। হা, হা, হা করে হেসে ফেললাম!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.