নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

মরু-গোলাপের কাব্য

০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৬:১০


ধরায় যখন খুন-জখমের জমছে গহিন অন্ধকার,
মানবতার লাশ পঁচেছে—চতুর্দিকেই গন্ধ তার,
মানুষগুলো বনমানুষে বদলে গেছে আপনাতেই,
খেই হারিয়ে নেই হয়েছে শান্তি ও সুখ সেই সাথেই;

ঊষর মরুর ধূসর বুকে আসর যখন শয়তানের
রাসূল তুমি ফুটলে গোলাপ বিরান মরুর-ময়দানের।
মরুর বাঁকের তরুর শাঁখের বুলবুলিদের ফুটল বোল,
প্রেমের নেশায় আবির হলো বিষ-নাগিনীর নীল-ছোবল।

আরব ভূমির গরব তুমি মায়ের নয়ন-পুত্তলি
ভুল-গলিতে নও গো পথিক,বন-গোলাপের ফুলকলি!
চতুর্দিকের কাতরধ্বনি তোমায় করে বিক্ষত—
মুক্তি পাওয়ার উপায় পেতে গুহায় হলে ধ্যানরত।

ধরার বুকে কুরআন নিয়ে আসল নেমে জিবরায়েল—
ঝঞ্ঝা-বাণীর ঝনঝনিতে এক নিমেষে সব ঘায়েল।
মক্কা-পুরের নিঃস্ব-এতিম ওগো চির-বিশ্বাসী,
সত্য যখন ধরলে তুলে কেবল পেলে বিষ-শ্বাসই।

সত্য তো নয় তথ্য শুধু— পাষাণ থেকেও ভার বেশি
মর্তে তারই করতে প্রচার ছাড়তে হলো নিজ দেশই।
ইয়াসরিবের কুটির তোমার পরশে হলো আপ্লুত,
কণ্টক হলো পুষ্পিত আর হর্ষে হলো পাপ পূত!

অসভ্য এই বিশ্বে এল সোপান নতুন সভ্যতার,
সন্ন্যাসীরা ফিরল গৃহে—বিনাশ হলো অজ্ঞতার।
আরব থেকে তোমার বাণী পৌঁছে গেল কর্ডোভায়—
বদ্ধ কুয়ায় আসলো জোয়ার, উঠল হাওয়ার ঝড় ডোবায়!

আজকে কোথায় ঝঞ্ঝা-জোয়ার,কোথায় ঢেউয়ের খঞ্জনি!
পৃথ্বী-জুড়ে দৈত্য-দানোর মত্ত অসির ঝনঝনি।
উম্মাহ তোমার সুরমা চোখে করছে শুধুই ভোগ-বিলাস—
হায়! অভাগা বুঝতে কি পায় এমনি হবে আপনি লাশ?

আর কতকাল গোপন হয়ে আপনগৃহে অন্তরীণ?
নও-জোয়ারের শুনছি ধ্বনি, সেই আশাতেই গুনছি দিন।

—মরু-গোলাপের কাব্য
স্নিগ্ধ মুগ্ধতা

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারন আপনার লেখা , অনেক অনেক শুভ কামনা রইল।

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার যদি এটা ভাল লেগে থাকে তবে একই ছন্দে লেখা ছন্দের যাদুকর 'সত্যেন্দ্রনাথ দত্ত'-এর 'কবর-ই-নূরজাহান' পড়ে দেখুন।মোহিত হয়ে যাবেন।

২| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন, ভালো লাগলো।

মানবতার হোক বিজয়.....

শুভ সকাল

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শুভ সকাল ।ভালো থাকুন।

৩| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতায় প্লাস।

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ।

৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন +++

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: থ্যাংস ভাই।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আর কতকাল গোপন হয়ে আপনগৃহে অন্তরীণ?


বাহ, বাহ!!! :)

এতো কুমির বের হয়ে আসছে!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, আপনি হঠাৎ আমার পরে খাপ্পা হলেন কেন? আমার কী দোষ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.