নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

এই বর্ষায়

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯



আকাশ ভেঙে কুশল নিয়ে নামল মুষলধারা
কোন সে গীতের ইঙ্গিতে সব বনল পাগলপারা!
আপিসগুলো হাপিস হলো,
‎ঘরের ভিতর সব লুকলো,
দোরের আগল বন্ধ হলো, মনের আগল ছাড়া!

বিলের জলে,ঝিলের জলে জলের বাজন বাজে
খলসে-পুঁটি ঝলসে ওঠে নানান বিষয়-কাজে!
কৈগুলো সব কই পালালো!
‎চ্যাং-মাগুরের সই পালালো!—
কেমনে তারা থাকবে এখন একলা জলের মাঝে!

রাস্তাঘাটে ব্যস্ত মানুষ যায় না যে আর দেখা—
পিছল পথে আছাড় খেয়ে ভাঙবে কি ঠ্যাং একা?
ভিড়ের চোটে রাস্তা-ব্যাটার
‎দাঁত-কপাটি লাগত মাথার!
কাটছে এখন একলাটি তার;
বৃষ্টি-মাথায় কে যাবে আর—কার পড়েছে ঠ্যাকা?

‎বৃষ্টিমুখর ঝাপসা বিলে শাপলা তোলে মাথা
‎ভাবের চোটে আপনি ফোটে ডাঁটার তলে পাতা!
‎ পদ্ম পাতায় পদ্য লিখে
‎ বৃষ্টি ছোটে দিগ্বিদিকে—
‎ব্যাঙরা ওসব পড়তে থাকে গুটিয়ে জামার হাতা!

সবুজ ঘাসের জাজিম পেলো অবুঝ রঙের পাখা,
জল-সপসপ মিষ্টি সুরে যায় না যে আর থাকা!
কদম ফুলের বেদম সুরে
‎মাতম ওঠে মন-মুকুরে
কোন পুকুরে শিউরে ওঠে শোল-মাগুরের কাকা!



আজলা জলে ভিজল বুঝি কাজলা-ব্যাঙের ছাতা
গাল ফুলিয়ে তাই বুঝি সে যাচ্ছে বকে যা-তা!
নাচছে জুটি—চিংড়ি-পুঁটি
‎জল-বিছুটি,মটরশুঁটি;
গোবরগুলোর নিচ্ছে খবর গুবরে পোকার মাতা!

পক্ষীগুলো লক্ষ্মী হলো,যায় না কুজন শোনা,
কাতলা-পোনা জলের গালে আলগোছে দেয় ঠোনা!
মৌমাছিরা বৌচি খেলে,
‎ভ্রমরগুলো নাচছে ব্যালে,
চ্যাং-মাগুরের কোমর-দোলায় বোয়ালরা আনমনা!

নদীর বুকে রিমঝিমিয়ে দধির সাগর ঝরে!
দুই কূলে ঢেউ আছড়ে পড়ে অধীর অঘোর স্বরে।
অপার স্রোতে এপার-ওপার
‎এক হয়ে এক ভীষণ ব্যাপার
নেই খেয়াপার, এধার-ওধার ধূসর—জলের ভরে।

কোন উদাসীর মন উদাসী বাদলা-বাঁশির সুরে
কার করাঘাত হানছে আঘাত হৃদয়-অচিনপুরে!
বইছে বাতাস,বুক-ফাটা শ্বাস—
‎বিষ-সুবাসের দিচ্ছে আভাস
আকাশ যেন করছে প্রকাশ সে-জন যোজন-দূরে!

ধরার বুকে নিবিড় করে নাই বা হলো দেখা
এপার-ওপার যায় কি মিলে?একলা—ভীষণ একা।
বৃষ্টি ঝরুক,ঝরুক না ছাই!
‎ঝাপটা লাগে মনের খাঁচায়!
সময় গেলেই জুড়ায় কি হায় দগ্ধ বুকের ছ্যাঁকা?
—এই বর্ষায়
স্নিগ্ধ মুগ্ধতা
‎১৪ অক্টোবর,২০১৭।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: বৃষ্টি ঝরুক,ঝরুক না ছাই!
‎ঝাপটা লাগে মনের খাঁচা


সুন্দর লিখেছেন।

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শুধু প্রশংসা নয়_সমালোচনাও কাম্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

অংপুরিয়ান বালক বলেছেন: বাহ । সুন্দর লিখেছেন তো ।

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অংপুরি গো অংপুরি,
তোমরা কি ভাই রংপুরী?

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শুধু ভালো-লাগা নয়, মন্দ-লাগাও প্রকাশ করুন।ধন্যবাদ।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

আখেনাটেন বলেছেন: বর্ষায় গ্রামীণ আবহকে নিপুণ হাতে তুলে ধরেছেন।

ভালোলাগা পোষ্টে

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: মিশরবাসীকে যশোর-বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:




বৃষ্টি, স্নিগ্ধতা, প্রকৃতির কবিতা বেশ লাগলো ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আবেশ নিয়ে লেখা।বেশ লাগতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.