নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

আমাদের শহর(বন্দে আলী মিয়ার কাছে কৃত্রিম ক্ষমাপ্রার্থনা-পূর্বক)

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০



মূল কবিতা:

আমাদের গ্রাম
‎ —বন্দে আলী মিয়া

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর৷
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই৷
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ৷
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি৷
আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন৷
সকালে সোনার রবি পুব দিকে ওঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে৷

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: কপি কারার বা ইডিট করার একটা লিমিট থাকে।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কী হয়েছে,ভ্রাতা?বুঝলাম না।খুলে বলেন।

২| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন প‌্যারোডি!

গ্রাম আর নগরের বাস্তবতা তখন আর এখনের বৈপরীত্য চমৎকার ফুটেছে :)

ফিরিয়ে দাও সে গ্রাম লহ এ নগর :((

লেখায় +++

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই কি নজরুলের ফ্যান নাকি? একেবারে বিদ্রোহী ভৃগু!

৩| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯

করুণাধারা বলেছেন: আহমদ মুসা কি আপনার নাম?

এই প্রথম আপনার কোন লেখা পড়ে মুগ্ধ হতে পারলাম না। আমার ভাল লাগে এমন কবিতা যা সুকুমার রায়কে মনে করিয়ে দেয়।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: জি ভাই, নাম ঠিক বলেছেন।

এটা প্যারোডি কবিতা।বন্দে আলী মিয়ার কবিতার প্রতিটি লাইন ধরে ধরে এখানে বসাতে হয়েছে।নিজের কোনও ছন্দ প্রয়োগের সুযোগ এখানে ছিল না।এই জন্য আমার স্টাইল আপনি খুঁজে পান নি।পরবর্তী কবিতাতে ইনশাআল্লাহ আমার আগের ধাঁচ ফিরে পাবেন।
আপনাকেই আমার দরকার।এমন অকপট সমালোচনাই পারে লেখকের উন্নতি ঘটাতে।

৪| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ভাই কি নজরুলের ফ্যান নাকি?

সেকি বলতে! চেষ্টাতো অবিরাম! পারছি আর কই? জাতীয় কিব নজরুল কাব্যে অনন্য অনেক চরিত্রের মাঝে বিদ্রোহী ভৃগু খুব ভাল লাগার একটা চরিত্র বলেই নামটা বেছে নেয়া :)

ধন্যবাদ ভায়া :)

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন,
আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব-ভিন্ন!

৫| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

এম আর তালুকদার বলেছেন: বাহ! চমৎকার প্যারোডি...

মন্তব্যগুলোও ভাল লাগলো।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শুভেচ্ছা রইল আপনার জন্য।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি একটি দারুন প্যারোডী হিসাবেই নিয়েছি, বাস্তবতার মুখোমুখি হয়ে।।

০৩ রা নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.