নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

শীতের আমেজ(“ছেলেপুলের খেলো ছড়া” সিরিজ)

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

শীতটা এলেই ক্যামনে যেন সব হয়ে যায় ভালো,
ভালোর গুঁতোয় লাল হয়ে যায় খোকাখুকির গালও!
এই তো সময় ভালো হবার—সময়টা শীতকালীন;
সবার পোশাক-কাপড়-জামা তাই হয়ে যায় শালীন!
কনুই-হাতা, পায়ের পাতা—সব পড়ে যায় ঢাকা,
ভালোর চোটে যায় না তো আর উদোম গায়ে থাকা!
মন ভালো হয়, বোন ভালো হয়, শোন, ভালো হয় আরও
হোঁতকা যত মোটকা মানুষ, মোড়ের দোকানদারও!
এই সময়েই বেশ ভালো হয় বেগুন-কপি-মুলো,
শিম ভালো হয়, ডিম ভালো হয়, সরষে গাছের ফুলও!
লাউ ভালো হয়, জাঁউ ভালো হয়, আর ভালো হয় ঝিঙে
বরবটিও বেশ ভালো হয়—হলোই বা টিঙটিঙে!
পুঁই ভালো হয়, ভুঁই ভালো হয়, হয় যে মটরশুঁটি
চ্যাং ভালো হয়, ব্যাঙ ভালো হয়, আর ভালো হয় পুঁটি!

সব ভালো হয়, সবাই ভেড়ে সব-ভালোদের দলে।
স্যাররা খালি হয় না ভালো—পড়তে শুধুই বলে!



—শীতের আমেজ।
আহমদ মুসা।
৫ নভেম্বর, ২০১৭।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

রাসেল উদ্দীন বলেছেন: চমৎকার ছন্দে শীতের প্রশংসা!
অনেক ভালো লেগেছে!!
ধন্যবাদ কবি

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার কথায় কিন্তু এটুকু বুঝলাম যে,আপনি অন্তত আর-যাই হোন—স্কুলের মাষ্টার-মশাই না।

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৫

রাসেল উদ্দীন বলেছেন: ;) ঠিক কইছেন!
এখনো স্টুডেন্ট

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ;)

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন...+++
শুভ কামনা রইল...

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১

রায়ান মুন্সী বলেছেন: ভালো ছড়া !:#P

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: চারিদিকে ছড়ার ছড়াছড়ি।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

নিতাই পাল বলেছেন: ভাল লাগল ঞ্ছড়াটা =p~

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: "ঞ্ছড়া" কী জিনিস ভাই।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫

জাহিদ অনিক বলেছেন:

শীত মোবারাক; উষ্ণতা পৌঁছে যাক ঘরে ঘরে

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সোয়েটারের কথা বলছেন না কি?

৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

মনিরা সুলতানা বলেছেন: আমি একটি কবিতার নাম বলবো
সেই নাম টি হচ্ছে " ভালো রে ভালো"

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ঝোলা গুড়ের লোভ লাগিয়ে দিলেন!

৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১১

সচেতনহ্যাপী বলেছেন: শীতের আগমনী.....।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনি আসলেই "সচেতন"হ্যাপী।রাত দুটোর সময়ও সচেতন!

৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

জাহিদ অনিক বলেছেন:


লেখক বলেছেন: সোয়েটারের কথা বলছেন না কি?
-আক্ষরিক অর্থেই

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: =p~

১০| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫

কুঁড়ের_বাদশা বলেছেন:
শীত মোবারক। :)

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বাদশা মিয়াকে ধন্যবাদ প্রজাসাধারণকে শীত মোবারক জানানোয়।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আয়রে আমার দায়িত্বশীল,আয়রে আমার দায়িত্ব,
সব ব্যাটা আয় আজকে গড়ি নতুন ধাঁচের সাহিত্য!

১২| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হা হা হা ........। আয়রে আমার দায়িত্বশীল,আয়রে আমার দায়িত্ব,
সব ব্যাটা আয় আজকে গড়ি নতুন ধাঁচের সাহিত্য!



আবারো মজা পেলাম।

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.