নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যার গান (“ছেলেপুলের খেলো ছড়া” সিরিজ)

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০


সন্ধ্যায় যদি তোর মন ধায় আঁধারে
আয় ব্যাটা ঘুরে মরি, আয় বনে-বাদাড়ে।
দ্যাখ কতো পাখিটাখি উড়ে চলে সুদূরে,
মাঠে-ঘাটে লোক নেই—চারদিক ধু-ধু রে!
উড়ে-চলা কাকটাক হাকডাক করে রে;
সব লাগে আপনার—বলবে কে পর এরে?
ঝিঁঝিঁ পোকা বিজি খুব—সুর ভাসে বাতাসে,
ডাল থেকে ফাল দিয়ে ঝরে পড়ে পাতা সে!
আধখানা চাঁদ ওঠে বাঁধভাঙা আকাশে—
সকলের মামা সে যে, নয় কারো কাকা সে!
ঝোঁপঝাড়ে ঝলমল জ্বলে ওঠে জোনাকি,
ঝিম-ধরা আঁধারের মণিটণি ও নাকি?
শেয়ালের খেয়ালের সুর আসে কানে যে—
মিছে কেন ডেকে মরে, নেই কোনও মানে যে!
ধানক্ষেত, পানক্ষেত থমথমে ভুতুড়ে—
ঘরে বসে আর কতো খাবি কাতুকুতু রে?
চলে আয় সন্ধ্যায় যদি মন ধায়রে,
ধাঁই করে আয় ওরে, চলে আয় বাইরে!

—সন্ধ্যার গান
স্নিগ্ধ মুগ্ধতা।
‎৮ নভেম্বর, ২০১৭।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

ডঃ এম এ আলী বলেছেন:
ভাল হয়েছে কবিতা
সন্ধার গান উঠেছে
সুন্দর করে বেজে ।

সন্ধার পরে আকাশে
দেখেছি বাদুর গুলি
বেশি করে উড়ে ।

অন্ধকারে পথ চিনে
তারা বসে গিয়ে
কলা বাগানে কিংবা
কৃষকের লেচু বাগানে
পাকা ফলের খুঁজে।

তাই তো আমরা
ছোট বেলায় লিচু
গাছে টিনের ঘন্টি
বাজিয়ে বাজিয়ে বাদুর
তারাতাম রাত জেগে ।

সন্ধার গান আরো আছে
বট তলা কিংবা শেওরা
গাছ গলা দিয়ে গেলে
পেত্নীতে ধরে কায়দা করে।

কাশবনের ফুলগুলিকে
হালকা চাদনী রাতে
দেখে মনে হয় ভুতের
মা বুঝি হাত নারিয়ে
আসতে মানা করছে ।

সন্থা রাতে হাসনাহেনার
ঝুপে ফুলের সুগন্ধে
নাগ নাগিনী নাকি একে
অপরে জড়িয়ে থাকে ।

আরো আছে সন্ধার গান
অনেক অনেক প্রকারে ।

ভাল থাকার শুভ কামনা রইল ।

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এই কবিতা কার লেখা?

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ছেলেপুলেদের নিশ্চয় ভালো লাগবে এ গান।

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনি তো এখনও রাজকন্যা।রাজরানী হওয়ার পর যেদিন আপনার ছেলেপুলে হবে,ঐদিন কিন্তু এই ছড়া তাদেরকে পড়াতে হবে!

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

খালিদ১৭ বলেছেন: সুন্দর ছড়া

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বাসায় ছেলেপুলে থাকলে পড়িয়েন।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯

ডঃ এম এ আলী বলেছেন: এটি কবিতা নয়
কবিতার মত করে
আমারি লেখা ।

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: লেখাটা পড়ে অনেক কিছু মনে পড়ে গেলো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.