নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

হীরক রাজার দেশে

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

জন্ম নিলাম হায়রে এ কোন হীরক রাজার দেশে,
চিপায় পড়ে চ্যাপ্টা হলেও রোজ যেতে হয় হেসে!
একটুখানি বেচাল হলেই নেই তো কোনও মাপ এর,
দেশটা কি আর আমার, তোমার?—দেশটা স্বামীর, বাপের!


মেধার এখন মন্দা চলে, কোটার বাজার গরম;
হাত-পা চাটো নেত্রী-নেতার—মর্গে পাঠাও শরম।
মান-অপমান-বিবেক এখন তেল দিয়ে খাও ভেজে,
নেতার কথায় নাচতে থাকো যেমন-খুশি-সেজে!
নিজের মতো চলতে গেলেই পড়বে লাঠি পাছায়,
কলার ধরে হ্যাঁচকা জোরে ঢুকিয়ে দেবে খাঁচায়।


নেতাই ভালুক, তুমিই ছাগল—করবে কেবল ম্যা যে!
ভিন্ন মতের হলেই আগুন জ্বলবে তোমার ল্যাজে!
বিবেক-টিবেক লিজ দিয়ে দাও একটা দলের কাছে—
অন্য কারো দেখলে ভালো মারহাবা দাও পাছে!
বাঁচতে হলে নাচতে থাকো তাদের কথা মতোই—
ঠ্যাং না ভেঙে আস্ত থাকার একটা মোটে পথ ওই।


কোনটা সঠিক-বেঠিক এখন ঠিক করে দেয় দাদা,
কালসাপ ভাই,সবাই এখন—দাদাই খালি সাদা!
এপার-ওপার দুপার জুড়েই দাদার হুকুম চলে।
দাদাই বাবা, দাদাই দাদা—মারুক জালে-জলে।
মারলে মারুক মানুষ-টানুষ, দিচ্ছে তো ঠিক গরু,
জল-ছাড়া এই মরুর মাঝে দাদাই এখন তরু।


নিয়ম-নীতি সে-সব কী ভাই?ওসব কেবল বুলি;
নিয়ম-টিয়ম চলবে না আর, চলবে কেবল গুলি।
মেধার গুমর, মেধার গরম—চলবে না তো এটাও,
ডাক্তারই হোক, ফাক্তারই হোক সুযোগ পেলেই পেটাও।
নেত্রী-নেতা দেয় না ধরা—মরছি খুঁজে বৃথাই,
কি আর করার বাঁশডলা আজ ওদের পিঠেই দি তাই!


এদেশ নেতার, এদেশ যে তার—নয়তো আমার-তোমার,
সন্ত্রাসীদের এদেশ যে ভাই, এদেশ বুলেট-বোমার।
আয়রে ও ভাই, আয়রে সবাই হীরক রাজার দেশে—
আর কিছু তুই না-হোস রে ভাই, গুম হবি ঠিক শেষে।



[ব্লগে ওপারের যেসব দাদা আছেন, তাদের উদ্দেশে: এই কবিতায় দাদা মানেই ওপারের সব দাদাকে বুঝানো হয় নি—প্রতিবেশির ন্যূনতম অধিকারটুকুও যারা তথাকথিত দেশপ্রেমের কাছে বিকিয়ে দিয়েছেন, কেবল সে-সব নেতৃস্থানীয় দাদারাই এই কবিতার লক্ষ্য।]




—হীরক রাজার দেশে
স্নিগ্ধ মুগ্ধতা।
‎১৩ নভেম্বর, ২০১৭।

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

বিলিয়ার রহমান বলেছেন: বুলেট বোমারা দেশে থাকেনা, আর দেশটা তাদের হয়ও না!!


দেশটা আসলেই কেবল আপনার আমার!! তবে এই দাবি খাটাতে একটু শোষণ নিপিড়ণ সএত হয় এই আরকি!!!;)

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বুলেট বোমারা দেশে থাকে কি না,পিঠের পরে পড়লেই বুঝবেন।

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

যূথচ্যুত বলেছেন: রোজ রোজ একটা করে ছড়া ছেড়ে যাচ্ছেন! আপনার ভাঁড়ারে মোট ক'পিস গচ্ছিত আছে--একটু ঝেড়ে কাশুন তো! 8-|

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ও দাদা, এইটে একদম টাটকা লেখা।আর, ভাঁড়ারে তো আনলিমিটেড।তোমাদের গরুর মতো, বর্ডার পেরিয়ে খালি আসতেই আছে!

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

মিথী_মারজান বলেছেন: দেশটা কি আর আমার, তোমার? - দেশটা স্বামীর, বাপের!
অনেক হাসলাম লাইনটি পড়ে।

অসাধারণ স্যাটায়ার।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: পড়তে থাকুন,কিন্তু খবরদার!কোনও প্রতিবাদ নয়!

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

বানেসা পরী বলেছেন: এভাবে লিখিলে অতি সত্তর আপনার নিজেরই গুম হইবার বিপুল সম্ভাবনা রহিয়াছে। :P
গড ব্লেস ইউ।
গড ব্লেস আস। :|

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: পুরোপুরি সত্যি কথাই বলেছেন!তবে খালি ঝোঁপ-জঙ্গল,আগাছা-পরগাছা,খানা-খন্দ আর নালা-ডোবা নিয়ে আর কতো লেখালেখি করা যায়?আপনিই বলুন!

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

বানেসা পরী বলেছেন: আপনাকেই খুঁজছে বাংলাদেশ।:-B

নারে ভাই, একটুও মজা করে না। মন থেকে বললাম।
কাউকে না কাউকে তো এগুলো সামনে তুলে ধরতেই হবে।
সবারই তো মুখে কুলুপ আঁটা। আর সহ্য ক্ষমতাও বেশি।
কষ্ট, শুধু শোনার মানুষ নাই।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনাকেই খুঁজছে বাংলাদেশ খুঁজবেই তো।খুঁজে না-পেলে চৌদ্দশিকেয় ঢুকাবে কেমনে?

৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

করুণাধারা বলেছেন: এমন কবিতা লেখা কবির জন্য বিপজ্জনক, তবে পড়তে ভাল লাগল। সামুর অধিকাংশ কবিতার বিষয়বস্তু প্রধানত একটাই - প্রেমের কাতরতা অথবা বিরহের ব্যাপকতা। এ আর কত ভাল লাগে!

শুভকামনা রইল, নির্বিঘ্নে কবিতা লিখে চলুন।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: নির্বিঘ্নে কবিতা লিখতে হলে আবার ঐ ঝোঁপ-জঙ্গল,আগাছা-পরগাছা,খানা-খন্দ আর নালা-ডোবা নিয়েই লিখতে হবে।তাই-ই লিখব।ধড়ে তো আর দুটো মাথা নেই!

৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
৪৭৭ বার পঠিত


ভাল লাগল ।।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: পঠনসংখ্যা দেখে লাভ নেই,ভাইজান।আমার মতে, এ পর্যন্ত ব্লগে আমার লেখা কবিতাগুলোর মধ্যে সবথেকে সেরা যেটি সেটি পঠিত হয়েছে মাত্র ৪৩ বার।সবচে কম সংখ্যক!

৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: শুধু জানি, বাচতে হলে নাচতে থাকো তাদের কথা মতই, এটাই করে যাচ্ছি ভাই প্রকারান্তরে।।
ভাল থাকবেন সর্বদা।।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: যাক,আপনার ঠ্যাং না ভেঙে আস্ত আছে জেনে ভালোই লাগছে!

৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !!

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমি আরও ভাবছিলাম ছাগু, পাগু, ভণ্ড, রাজাকার, কসাই, বিএনপি, আওয়ামী—ইত্যাদি ইত্যাদি বহু উপাধি জুটবে! কোথায় কী!

১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০০

প্রামানিক বলেছেন: হ্যাঁ হ্যাঁ করেই বাঁচতে হবে
না না করে নয়
হ্যাঁ হ্যাঁ করার উল্টা হলেই
আছে অনেক ভয়।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ওই ভয়ে তো জুজু হয়ে
অন্ততকাল আছি,
আজকে হঠাৎ মনে হলো—
বাঁচার মতোই বাঁচি...

১১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:


অদক্ষ ছাত্র নেতারা দক্ষতা অর্জন করছেন, এক্সপেরিমেন্ট করছেন

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ১. আর কোনও ট্যাগ দেবেন না ভাই?
২. লক্ষণ ভাণ্ডারির আজকের কবিতা পড়েছেন?

১২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২২

সোহানী বলেছেন: অনুসরনে থাকলাম ............ কম দু:খে কি আর লিখেছেন তাতো জানি..... কিন্তু বোবার কোন শত্রু নেই, জানেনতো!!!

১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অনেক কিছুই বলতে চেয়েছিলাম। কিন্তু, নজরুলের মতো বুকের পাটা হয়নি এখনও। শুধু একটা কথাই বলি, দেশে হরিণের মতো নীরিহ প্রাণীর পর্যন্ত শত্রুর অভাব নেই! আর বোবা তো তাও, মানুষ!

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিরক রাজা লজ্জা পাবে শুনে বর্তমান
কি করেছি আমি? রলাম শুধুই বদনাম!
আজ দেখো ভাই এরচে বেশি নিত্য চলে দেশে
তবু সুশিল, আমজনতা আছে বেচে হেসে!!!

মাতসানায়ের * দুঃসময়ে যাচ্ছা বড় চেনা
চেতনারই লেজ দেখা যায় খুটি অন্য দেশে বোনা!
দেশপ্রেম আর ভালোবাসা শধুই কথা বুলি
খুন, জুলুম, গুম লুটপাটের চলছে আজ হোলি!

মিথ্যা বলে রাজা উজির মিথ্যুক শাস্ত্রি সেপাই
জাতির বিবেক মিডিয়ার দেখছি একি রূপ
রাজা তুই ন্যংটো বলার কেউ নাই
সুবোধ তুই কোথা- জলদি ফিরা আয়।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: তুমিও বাপু ঠিক বলেছ, এক্কেবারে ঠিক
তোমার জন্য করছে ওয়েট তাই যে চৌদ্দশিক!

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৯

নতুন নকিব বলেছেন:



অসাধারন!

চলমান 'বিচারহীনতা আর দাদাময়তা'র বিধ্বংসী বাস্তবতার উৎকট প্রতিচ্ছবি!

অসংকোচ প্রকাশের দুরন্ত সাহসে অভিনন্দন অন্তহীন।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এটাকে "দুরন্ত সাহস" না বলে "সাময়িক সাহস" বলাই ভালো।

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লিখেছেন।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: যাজাকাল্লাহ!

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর ছড়া কেটেছেন। দেশটা মগের মুলুক হয়ে গেছে :-0 আর মগ বলি কেন! এখন লোকে বিশৃঙ্খলার জন্য আমাদের দেশের উদাহরণ দেবে B:-/

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ছড়া তো কাটলাম,কিন্তু ছড়ার সাথে মাথাও কাটা পড়ে কি না সেই টেনশনে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.