নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

অভিধান দেখা(খোকা এবং বুড়ো-খোকাদের জন্য লিখিত)

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৫


আজকে আমি তোমাদের অভিধান বা ডিকশনারি দেখা শেখাব।



উপকরণ:

১.জুতো। স্পঞ্জের স্যান্ডেল হলে ভালো হয়।অন্য কোনও জুতো হলেও চলবে।

২.পরিষ্কার তোয়ালে বা গামছা: ১টা।

৩.এক বাটি পানি।অভাবে গামলা হলেও চলবে। তবে সেক্ষেত্রে সামলানো একটু কষ্ট হবে।

৪.ধৈর্য।

৫.সময়।

৬.পুরনো ন্যাকড়া: ১টা।

৭.চশমা(পরিমাণ মতো)। অভাবে, খালি চোখেও কাজ চালানো যাবে।

৮.অভিধান একটা।যে-কোনও অভিধান হলেই চলবে।পোকায় কাটা হলেও সমস্যা নেই।


কার্যপ্রণালি:


১. প্রথমে ন্যাকড়াটা দিয়ে অভিধানটা ভালো করে ঝেড়েঝুড়ে সাফ-সুতরো করে নাও।কারণ, ওটাতে নিশ্চয়ই এতদিনে ধুলোটুলো পড়ে অবস্থা খারাপ!আসলে পড়া জিনিসটা কেমন যেন একপেশে।একবারে খালি একজনই পড়তে পারে।তাই মানুষ পড়লে ধুলো পড়বে না।আবার ধুলো পড়লে মানুষ পড়বে না।এইজন্য ধুলো ঝেড়ে নিতে বলছি। আর তাছাড়া, অভিধানে ধুলো পড়েছে বলে লজ্জা পাওয়ার কিছু নেই। ও সবার অভিধানেই পড়ে। আমার বাড়ির অভিধানগুলোও ঐরকম।


২. এবার ঝুলকালি মাখা ন্যাকড়াটা দূরে সরিয়ে রাখো। নইলে অভিধান দেখার সময় বারবার খালি ঐদিকে চোখ যাবে।


৩. ধুলোবালি ঝাড়ার পর নিশ্চয় চোখমুখের অবস্থা করুণ হয়ে গেছে! তাহলে এবার আমাদেরকে হাত-মুখ ধুয়ে নিতে হবে। না, ঐ বাটির পানি দিয়ে না। ওটা অন্য কাজে লাগবে। হাত-মুখ ধোওয়ার জন্য তোমাকে বাইরে যেতে হবে।


৪. উপরে উপকরণ হিসেবে যে জুতোজোড়ার কথা লেখা আছে ওগুলো পরে বাইরে গিয়ে হাত-মুখ ধুয়ে আসো। যারা শহরে থাকো, হাত-মুখ ধোয়ার সময় যদি দেখ পানি নেই, তবে তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এইজন্য উপরে উপকরণ হিসেবে ‘ধৈর্য’ লেখা আছে।


৫. যাক বাবা! অনেক হাঙ্গামা করে হাত-মুখ ধোয়া গেল। এখন পরিষ্কার তোয়ালে বা গামছাটা দিয়ে ভালো করে হাত-মুখ মুছে ফেলো।


৬. এবার যাদের চোখে সমস্যা আছে তারা চশমা পরে নাও।


৭. চশমা পরার পর যদি দেখ, এতক্ষণ অভিধান মনে করে অন্য কোনও পুরনো-ধুরনো বই সাফ করে ফেলেছ তবে তোমাকে ওই চশমা দিয়েই অভিধানটা খুঁজে বের করে আবার গোড়া থেকে শুরু করতে হবে!


৮. অভিধানটা হাতে নিয়ে মলাট উল্টাও। মলাট না থাকলে উল্টানোর দরকার নেই। এবার প্রথম কয়েক পৃষ্ঠা উল্টানোর চেষ্টা করো। কী? উল্টানো যাচ্ছে না তো? পৃষ্ঠাগুলো একটার সাথে আরেকটা সেঁটে আছে? জানতাম। এইজন্যই ঐ বাটির পানির ব্যবস্থা। কাজেই এখন বাটির পানিতে আঙুলের ডগাগুলো ডুবিয়ে নাও। এবার পৃষ্ঠা উল্টাও। দেখবে পৃষ্ঠাগুলো বেশ খোলা যাচ্ছে।


৯. এতক্ষণে নিশ্চয় ত্যক্ত-বিরক্ত হয়ে ভাবছ—‘ধুর! অভিধান পড়ার এত ঝক্কি!’ এবং অভিধানটাকে ধড়াম করে সামনে আছড়ে ফেলে দিয়েছ! ঐরকমই হয়। সবার ক্ষেত্রে একই নিয়ম।



১০. হাঙ্গামায় অতিষ্ঠ হয়ে নিশ্চয় ‘আর কখনও অভিধান পড়ব না’ বলে ঠিক করে ফেলেছ? খবরদার! ওরকম কোরো না। তাহলে অভিধান যারা লেখে তারা কিন্তু রেগেমেগে অভিধান লেখা ছেড়ে দেবে। আর তারা অভিধান না লিখলে আমি অভিধান নিয়ে লিখব কী করে? আর তুমিই বা আমার লেখাগুলো পড়বে কী করে?


১১. অনেক দিন পর, অভিধান দেখার রাগটাগ মিটে গেলে, আবার প্রথম থেকে শুরু করতে পারো।


১২. তো, আমরা অভিধান দেখা মোটামুটি শিখেই গিয়েছি ধরা যায়। যেটুকু বাকি আছে সেটা অভিধান খুললে এমনিতেই শিখে যাবে (যদি কখনও খুলতে পারো)।


—অভিধান দেখা
স্নিগ্ধ মুগ্ধতা।
৬ নভেম্বর, ২০১৭।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৪

রিএ্যাক্ট বিডি বলেছেন: Free WiFi Password | WiFi পাগলা | New Bangla Funny Video | Team Rohitpur
Video Link: https://youtu.be/LEafj3mKs6U
Hope you will enjoy :)

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এই ধরণের লিংক দেখলে আমি রিপোর্ট করে দিই।আপনাকে আরেকটা সুযোগ দিলাম।

২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিছুই শিখতে পারলাম না স্যার!! তবে অভিধান শেখার নিয়ম জানা হয়ে গেল, যেকোনো সময় শিখে নেয়া যাবে আশা করতেই পারি।।

ধন্যবাদ স্যার অভিধান পড়ার কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য। আসলেই এটা প্রয়োজন।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিছুই শিখতে পারলাম না স্যার!! কমপক্ষে এটা তো শিখতে পেরেছেন যে, এই লেখা পড়ে কিছুই শিখবার নেই!

৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩২

হাতকাটা হাকিমুল বলেছেন: ওরে বাপরে ! অভিধান দেখার যে এত নিয়ম আছে- জানতাম ই না আগে !!

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এখন থেকে নিয়ম মেনে অভিধান দেখবেন।কোনও ধানাইপানাই চলবে না।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার কাছে কোন অভিধানই নেই।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনি তো পুরো অসাধু ব্যক্তি দেখছি! রূপকের আশ্রয় নিয়ে লাভ নেই। ধানাইপানাই বাদ দিয়ে অভিধানের আশ্রয় নিন।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

অ্যাপল ফ্যানবয় বলেছেন: তুলনাহীন ভালো লিখেছেন । সিরিজ করে ফেলুন । :)

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হা হা! ভালো পরামর্শ। শিক্ষার্থীসংখ্যা বাড়লে সিরিজের বিষয়টা ভেবে দেখব।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, অভিধান পড়ার জন্য অত ঝক্কি-ঝামেলা পোহানোর কোনই প্রয়োজন নেই। ডিজিটাল অভিধান এখন সবার হাতে হাতে।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বাংলা বানান দেখার কোনও বিশুদ্ধ ডিজিটাল অভিধান আমি আজও পাইনি। (pdf পেয়েছি অবশ্য)। আপনার জানা থাকলে লিংক দেন।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: বাহ....মজার তো !! B-)

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: দাদা, অভিধান দেখা আপনার কাছে মজার মনে হলো? আপনি কি এখন হেমায়েতপুরে, না কি রাঁচিতে?

৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: আরে চালাক (বোকা)......লেখা মজা লাগল।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ওরে বোকা, তুমি ঠাট্টাও বোঝো না, খালি গাট্টাই বোঝো?

৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি কি অভিধান খুলতে পেরেছিলেন আদৌ? :D

১৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:১৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হু। অভিধান খুলে এক-একটা পাতা এক-এক জায়গায় চলে গেছে!

১০| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৩

নূর-ই-হাফসা বলেছেন: আমি ভাবলাম শিখাবেন সত্যি সত্যি । আর ... লেখার ধরনটা মজা লাগল

১৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:১৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সত্যি-সত্যিই তো শিখালাম।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

কালীদাস বলেছেন: অভিধান, শরৎ রচনাবলী, .... এটাইপের কিছু বই আছে পাবলিক সবসময়ই কেনে বাসায় থাকতেই হবে কপি এধরণের মনোভাব নিয়ে, জীবনে কয়বার উল্টে দেখে আমার সন্দেহ আছে। খুব ভাল একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, স্যাটায়ার ভাল হয়েছে :)

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বিষয়টা আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন।থ্যাংকস।

১২| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

মনিরা সুলতানা বলেছেন: দিলেন তো ড্রয়িং রুম সাজানো দের সাইজ করে
আমি আবার এমন কিছু পাবলিক দেখেছি ,সময় বুজে হাতে হুমায়ূন না জীবনানন্দ নয়ত হালের হেলাল হাফিজ রাখে ।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হেলাল হাফিজ আমারও একখানা আছে! ঐ যে জলে আগুন জ্বলে পর্যন্তই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.