নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

দুটি পরমাণুগল্প

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২

লেখালেখি হচ্ছে ছুরির মতো। অব্যবহারে জং ধরতে দেরি হয় না। সামনে পরীক্ষা। লেখালেখির সময় নেই। ভাবলাম,দশ মিনিটে কী লেখা যায়? বের হলো পরমাণুগল্প!


পরমাণুগল্প-১:

—২০ টাকা দিন না স্যার। সারাদিন কিছু খাই নি।

—যা ভাগ, টাকা নেই।

বাচ্চাটাকে গলাধাক্কা দিতে গিয়ে আমার চেকনাই শরীর ঘামে ভিজে গেল। ওহ! প্রচণ্ড রোদ পড়েছে। যাই, ৫০ টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে আনি।



পরমাণুগল্প-২:

এইসব প্রকৃতি-প্রেমিকদের দেখলে মনে হয়—এরাই প্রকৃত প্রেমিক। এরা শুধু প্রকৃতি দেখে যাবে। আর কাজে লাগাবে অন্যজন!


—দুটি পরমাণুগল্প।
স্নিগ্ধ মুগ্ধতা।
‎২২ নভেম্বর, ২০১৭।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

মিথী_মারজান বলেছেন: ১নং গল্পটা দারুণ হয়েছে। চারপাশে এমন মানুষের অভাব নাই।
দারুনভাবে উপস্হাপন করেছেন।

আর ২নং টা আমার স্বল্প (স্হূল) বুদ্ধির বাইরে। :|

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ২ নং টা আসলেই একটু খটোমটো। দেখা যাক, কারও অ্যান্টেনায় ধরা পড়ে কি না!

২| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪

নূর-ই-হাফসা বলেছেন: অল্প কথায় অনেক কিছু ফুটিয়ে তুলেছেন

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ২ নংটা কিছু বুঝলেন নাকি?

৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭

নূর-ই-হাফসা বলেছেন: ২ নং টা কবি লেখক দের উদ্দেশ‍্যে ?

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার এই প্রশ্নের উত্তর হেঁয়ালির মাধ্যমে দিলে কেমন হয়?—

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?
হাত উঁচু আর হ'ল না ত ভাই, তাই লিখি ক'রে ঘাড় নীচু!

৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২২

নূর-ই-হাফসা বলেছেন: বুঝা সম্ভব হলো না । আপনার বলার ধরন জটিল লাগলো

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার জন্য একদম জলের মতো করে দিলাম—
"এই জামানায় প্রকৃত প্রেমিক আর প্রকৃতি-প্রেমিকের মধ্যে পার্থক্য হলো শূন্য। এরা খালি প্রকৃতি দেখার সময় আছে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে বললে কাউকেই খুঁজে পাওয়া যাবে না!"

৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথমটা জোস্। দ্বিতীয়টা ধরতে পারিনি।

২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ৪নং কমেন্টের উত্তর দেখুন।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


ইলেকট্রন, বা প্রোটন গল্পের পাঠকও পাওয়া সম্ভব বাংলাদেশে!

২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শুধু দেশে নয়, দেশের বাইরেও পাওয়া সম্ভব!

৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ এখন বুঝতে পেরেছি

২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:০৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ব্যাখ্যা দেয়াতে ২য় টাও বোঝা গেল।

২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: তবেই দেখুন! গোপাল ভাঁড়ের চিঠি লেখার সাথে আমার গল্প লেখার খুব বেশি কি তফাৎ আছে? দুটোই বাড়ি বয়ে বুঝিয়ে আসতে হয়!

৯| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অণুগল্প থেকে এবার পরমাণু গল্প !

নতুন আবিষ্কার নাকি ? এমন নাম তো আগে শুনিনি।

গল্পের থিম দু'টিই ভাল।

গল্প যদি এত সংক্ষিপ্ত হয় তবে ভবিষ্যতে কবিতা হবে ৩/৪ টি শব্দ।

২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শব্দ ছাড়াই হয়তো কবিতা হয়ে যাবে!

১০| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

মোস্তফা সোহেল বলেছেন: দুটিই বেশ ভাল লেগেছে।
এটা অবশ্য ঠিকই বলেছেন প্রকৃতি প্রেমিকরা শুধু উপভোগ করতেই জানে কিন্তু সেই প্রকৃতির জন্য ভাল কিছু করতে বললে সবাই পিছিয়ে যায়।

২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ২নং টা বোধহয় কমেন্ট পড়ে বুঝতে হয়েছে! না কি?

১১| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

জাহিদ অনিক বলেছেন:
পরমাণুগল্প ভালো লাগলো।
ম্যাসেজ ওয়াল।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এই জন্য পিক আওয়ারে লেখা!খরচ কম!

১২| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

করুণাধারা বলেছেন: বাহ! পরমাণু গল্পও ভাল লিখেছেন।

পরমাণুর অনুপ্রেরণায় আমিও একটা গল্প পেষ করছি।'ভাল বাসার অধিকারী নয় বলেই প্রেমিকের কি ভালবাসার অধিকার নেই?'

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভালোবাসার অধিকার আছে, তবে ফিরতি ভালোবাসা পাওয়ার অধিকার নেই!

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

নায়না নাসরিন বলেছেন: পরমানু গল্প ভাল লাগলো ভাইয়া ।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: খুশি হলুম।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২১

পার্থ তালুকদার বলেছেন: বেশ লাগল।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: যা-ই বলেন না কেন, এটি আমার নিকৃষ্ট লেখাগুলোর মধ্যে একটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.