নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

কষ্ট নেই, কষ্ট নেই

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

নষ্ট মনে আমার আবার কষ্ট আছে নাকি?
ভ্রষ্ট বুকের কষ্টগুলো কষ্ট তো নয়—ফাঁকি।


ন-মাস ধরে যুদ্ধ করে শুদ্ধ করে ভূমি
রুদ্ধ এখন ভাগ্য আমার —ক্ষুব্ধ ও দেশ, তুমি!
পঙ্গু হলাম তোমার তরে, মা হারালাম আমি—
এখন আমি ভিক্ষে করি —চুকিয়ে দিলে দামই!
সেই যে-হাতে অস্ত্র ছিল চরম প্রতিশোধের,
সেই দুহাতই ভিক্ষা মাগে—লাজ কি আছে ওদের?
ও দেশ আমার, স্বদেশ আমার, আজকে আমায় ডেকে
হাতদুটোকেও দে, ভেঙে দে—কী হবে আর রেখে?
‘সার্টিফিকেট’? লাগবে না আর! থাকুক আজও বাকি।
নষ্ট মনে আমার আবার কষ্ট আছে নাকি?


এই দুনিয়ার বক্ষজুড়ে যে ছিলো মোর আশা,
দু-মাস আগে সেও মরেছে—হাততালি দাও খাসা!
চিকিৎসা তো দূর হয়ে যাক —দুই মুঠো ভাত মুখে
পেরেছি দিতে একটি বেলাও?—মরল ধুঁকে ধুঁকে।
মরুকগে ছাই, মরুকগে ছাই—কার আসে-যায় তাতে?
আইন-মতে দায় ছিল মোর ভাত দিতে তার পাতে।
দেশের কোনও দায় ছিলো না—ফালতু এসব কাজে;
আমিই শুধু যোদ্ধা ছিলাম—বৌ তো ছিল না যে!
মা হারালাম, পা হারালাম, বৌ হারালাম—তা কী?
নষ্ট মনে আমার আবার কষ্ট আছে নাকি?


দিচ্ছে যে ভিখ মানুষজনে—খাচ্ছি দু-এক মুঠো
এটাও কি আর কম প্রতিদান? বলবে কি কেউ —ঝুট ও?
না-না-না-না এটাই তো ঠিক, আমার মতো বুড়ো—
এরচে বেশি আর লাগে কী? খাচ্ছি তো ক্ষুদ-কুঁড়ো!
পথেই থাকি,পথেই মাখি—পথেই আমার বাড়ি;
পথেই লুটাই, পথেই কাটাই, পথেই আমি হারি।
এরচে বেশি ভাগ্য ভালো আর কারও হয় নাকি? —
যে-ভূমিকে জয় করেছি তার ধুলোতেই থাকি?
নষ্ট মনে আমার আবার কষ্ট আছে নাকি?


দুদিন বাদে পথেই যখন থাকব মরে পড়ে,
সৌধে গিয়ে ফুল দিয়ো ভাই সময়-সুযোগ করে।
এটাও কি কম—মরার পরেই ভিজবে সবার আঁখি?
নষ্ট মনে আমার আবার কষ্ট আছে নাকি?


—কষ্ট নেই, কষ্ট নেই।
স্নিগ্ধ মুগ্ধতা,
‎১৪ নভেম্বর, ২০১৭।


মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ,কবিতায় একটা লাইক প্রদান করা হইল।

রঙ্গে ভরা বঙ্গে গরীরের কথা কেহ ভাবে না। :(


০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: একেবারে ভাবে না এমন না, তবে সে রকম লোকের সংখ্যা অনেক কম।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা পড়ে খারাপ লাগল মুসা ভাই। গতকাল ও এক মুক্তিযোদ্ধাকে নিয়ে খারাপ খবর পেলাম।

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: খবরটা শেয়ার করুন।আমরাও দুঃখের ভাগীদার হই।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

অন্তরন্তর বলেছেন: যাদের কথা লিখেছেন তারা মুক্তিযুদ্ধের পর থেকেই উপেক্ষিত ছিল। তাদের ত্যাগের বদৌলতে যে দেশ সেই দেশে চাটুকার, চামচা, রাজাকার ও আলবদররা ভাল আছে। আমার ৭১ কিছুটা দেখা হয়েছিল তাই উনাদের কথা শুনলে খুব কষ্ট পাই। আপনার এই কবিতা পড়ে বিষাদে মন ভারাক্রান্ত হয়ে গেল। খুব ভাল লিখেছেন। এভাবেই লিখতে থাকুন। শুভ কামনা।

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: লেখার সময় আমি নিজেও বিষাদে ভারাক্রান্ত ছিলাম।আপনার মধ্যেও সেটা সংক্রমিত করতে পেরেছি জেনেও এই বিষাদের মাঝে ভালো লাগছে।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: link

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এই রকম লোকেরাই প্রেরণা যোগায়,অসুস্থ এই পৃথিবীতে বেঁচে থাকার।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন । প্রকৃত অনেক মুক্তিযোদ্ধা রাই সার্টিফিকেট নেন না । অবহেলিত হচ্ছে ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: "সার্টিফিকেট নেন না" না বলে "পান না" বলাই বোধহয় বেশি সঠিক।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

জাহিদ অনিক বলেছেন: যেরকম কষ্ট ভেবে কবিতাটি পড়তে এসেছিলাম এসে দেখি কষ্টগুলো অন্যপ্রকার।

নেই কষ্টের মাঝেও কি নিদারুন কষ্ট

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনি কি বিরহের কষ্ট ভেবেছিলেন?

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

জাহিদ অনিক বলেছেন:

হুম !!!!!!

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এইটাও তো এক ধরণের বিরহই বলা চলে। দেশেকে ভালোবেসে আঘাত পাওয়ার।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬

মিথী_মারজান বলেছেন: ভাইয়া, আপনি নিজেও হয়ত: জানেন না আপনি কত সুন্দর লিখেন।

এই ব্লগে আপনি একজন অন্যতম সেরা স্যাটায়ারিস্ট।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমি জানি, আপু। আমার লেখার মান সম্পর্কে আমি পুরোপুরি সচেতন।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

করুণাধারা বলেছেন: বিষয়বস্তু আর লেখার ধরন দুটোই চমৎকার! শুধু একটা লাইনে একটু তাল কেটে গেছিল-
'আইন মতে দায় ছিল মোর ভাত দিতে তার পাতে'

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার সমালোচনা বরাবরের মতোই যথোপযুক্ত।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

এম আর তালুকদার বলেছেন: ২০১১ সালে ০৬ নং সেক্টরের সাব কমান্ডার বাংলার বীর সন্তান মুক্তিযোদ্ধ মোঃ নুরুল ইসলাম সাহেবের সাক্ষাৎকার নিতে গিয়ে সেদিন তার কথা শুনে ও চোখের জল দেখে সেদিন কেদেছিলাম, হায়রে দেশ ! টাকার বিনিময়ে সনদ নিয়ে পাক দোসর হয় মুক্তিযোদ্ধা আর টাকার অভাবে মুক্তিযোদ্ধা হয় ভিক্ষুক !!!!!!



ছিঃ বঙ্গ মাতা ছিঃ ...

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমাদের দেশে সব তাতেই বাড়াবাড়ি। বলেও লাভ নেই। তবে, গায়ের ঝাল-ঝাড়াআর কি।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার বিষয় কবিতার ।
লেখায় ভালোলাগা ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার কাছ থেকে ভালোলাগাই শুধু পেলাম। এরপর থেকেসমালোচনাও কামনা করছি। ভালো থাকুন।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯

উম্মে সায়মা বলেছেন: আপনার লেখা দারুন ছন্দময় হয়। বেশ ভালো লাগলো।
কবিতার কন্টেন্টটা মন খারাপ করা :|

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: তাহলে যাঁরা ভুক্তভোগী, তাঁদের কী অবস্থা! ১০নং কমেন্টটা পড়ুন, বাস্তবতা কতো ভয়ঙ্কর!

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !!! ,
আমি খুব বেশি বুঝি না , কেমন করে সমালোচনা করব ?নিজে না জেনে কাউকে কিছু বলা উচিত ?
ভালো লাগলেই মন্তব্য করি ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আচ্ছা বাবা! ঠিক আছে। ওতেই হবে। ওটাই যথেষ্ট অনুপ্রেরণার জন্য।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪০

উম্মে সায়মা বলেছেন: হুম খবরে তো মাঝে মাঝে দেখি তাদের দুরবস্থা #:-S কী নির্মম ভাগ্য!

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: উল্টোটাও কিন্তু সত্যি।তাঁদের কোটার কারণে আজ মেধাবীরাও দুর্ভোগে আছে!

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: বিজয়ের মাসে বিজয়ীদের কথা না আমাদের লজ্জা!!

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কিন্তু এগুলোর সুব্যবস্থা করবে কারা?সবাই তো খালি "বিজয় বিজয়" করে চিল্লাচিল্লিতেই ব্যস্ত।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩২

উম্মে সায়মা বলেছেন: কোটার ব্যাপারেও তো সেই একই সমস্যা। অর্ধেকই তো ভুয়া মুক্তিযোদ্ধা!

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শুধু তাই না, এক-এক সরকারের আমলে মুক্তিযোদ্ধার এক-এক রকম তালিকা! সত্যিই সেলুকাস! কী বিচিত্র এই দেশ!

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৮

উম্মে সায়মা বলেছেন: ভয়ংকর অবস্থা! সবকিছু নিয়ে রাজনীতি!

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: রাজনীতি করুক, তাতে সমস্যা নেই।কিন্তু, অনিয়মের রাজনীতি করে— এইটাই সমস্যা।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৬

মলাসইলমুইনা বলেছেন: ছিচল্লিশ বছর চলছে বিজয়ের ! আর অল্প কয়েক বছর পর আর এই ব্যর্থতাগুলো আশাকরি দেখতে হবে না | মুক্তিযুদ্ধের প্রজন্মটা হয়তো আর থাকবেই না কিছুদিন পর |তাই এই পোড়া দেশে তাদের যন্ত্রণাগুলোও দেখতে হবে না | খারাপ হবে না মনে হয় সেদিনগুলো এলে !

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ব্যাপারগুলো যাতে শেষ না হয়, সেজন্যেই মনে হয় নাতিপুতিদেরকেও কোটার অধীনে আনা হচ্ছে! আসল মুক্তিযোদ্ধাদের খবর নেই, নকলগুলো একেবারে চৌদ্দগুষ্টি নিয়ে মৌজ করে!

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫

শায়মা বলেছেন: সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি!

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হা হা! দারুণ বলেছেন। এরচে ভালোভাবে বোধহয় খেদ প্রকাশ করা যায় না।

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

তারেক ফাহিম বলেছেন: বিজয়ের মাসে বিজয় কবিতা ++

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কবিতা অবশ্য নভেম্বরে লেখা!

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

নতুন নকিব বলেছেন:



কবিতায় ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: যাজাকাল্লাহ খয়রান।

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

আহমেদ জী এস বলেছেন: স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা ,




খুব বাস্তব ঘেসা, হৃদয় ছেঁড়া কষ্টের কথা তুলে ধরেছেন কবিতায়। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের হারাবার কিছুই নেই । যে কষ্ট ছিলো দেশকে নিয়ে, সে কষ্টকে বিজয় দিয়ে তাঁরা জয় করে গেছেন অবলীলায় । তাই আর কষ্ট নেই ।

তবে আপনার কবিতায় "নষ্ট মনে" শব্দ যুগলের সাথে একমত নই । মুক্তিযোদ্ধারা নষ্ট নন তারাঁ পবিত্র । নষ্ট ও অপবিত্র তাঁরা বাদে বাকী সবাই । এই নষ্টদের অধিকারেই এখন এই দেশ ........................

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এখানে "নষ্ট মনে" ব্যঙ্গার্থে ব্যবহার করেছি।

২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

আখেনাটেন বলেছেন: আমাদের গ্রামদেশে একটি কথা প্রচলিত আছে, 'খেটে মরে অালম, আর টেপা খায় সালোন (তরকারী)'। এখনকার সময় এটা বেশি করে মূর্ত হয়ে উঠছে চারিদিকে। ফলে খেটে মরার লোকজন আর খাটার জন্য যে সঞ্জীবনী দরকার তা পাচ্ছে না। এটা জাতির জন্য খুব একটা সুখকর কিছু না।

লেখা পড়ে করুণরসে সিক্ত হলাম। ভালো থাকার দরকার জাতির এই সূর্যসন্তানদের।

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সবারই ভালো থাকা দরকার।মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.