নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

পদধ্বনি

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১

মর্ত্যপুরে আর্তধ্বনি উঠছে আহাজারির,
ঘণ্টাধ্বনি বাজছে বুঝি মানুষ-মহামারির!
বাঘের মতো হিংস্র হয়ে ছুটছে যত মানুষ,
ক্রুদ্ধ বুকে টগবগিয়ে ফুটছে শত ফানুস!


ফুটুক সবে, ছুটুক সবে,স্বার্থ সবে লুটুক;
পাপের চাপে, পাপের শাপে ন্যায়ের মোহ টুটুক;
দোযখ ফুঁড়ে, দোযখ ফেঁড়ে আপদ ছুটে আসুক;
শ্বাপদ-সম মানুষগুলো ভুলের স্রোতে ভাসুক;
পুণ্যগুলো শূন্য করে পাপের দলে ভিড়ুক;
ঘৃণ্য বোধে বন্য ক্রোধে ভায়ের টুটি ছিঁড়ুক।
ঝরুক শুধু রক্ত-ধারা, মরুক সবে মরুক;
স্রষ্টা ভুলে সৃষ্টি-টারে মানুষ পুজো করুক;
আসুক জরা, আসুক খরা—ধরার পরে আসুক;
রক্তপায়ী শ্বাপদ পুনঃ রক্ত-হাসি হাসুক;
মরণ-পণে মারণ-রণে কারণ ছাড়াই লড়ুক;
বিষাদ-বাণে আশার দৃঢ় প্রাসাদ ধ্বসে পড়ুক।


ধ্বংস হলে তবেই নয়া সৃষ্টি জাগে আবার,
জাহেল যুগের আঁধার এলেই আযান ফোটে কাবার।


—পদধ্বনি
স্নিগ্ধ মুগ্ধতা।
‎৮ ডিসেম্বর, ২০১৭।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

মিথী_মারজান বলেছেন: সুন্দর বলেছেন ভাইয়া।
প্রতিটি লাইনের প্রতিটি অর্থই সুন্দর করে প্রকাশ করতে পারেন আপনি।
শেষের লাইনদুটি সবচেয়ে সুন্দর।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনি বিষয়টা পুরোপুরি ধরতে পেরেছেন।শেষের দুটো লাইনই কবিতার প্রাণ।অনেক ধন্যবাদ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: তারপর হবে শান্তি; এছাড়া মুক্তি দেখছি না!

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এটাই বোধহয় দুনিয়ার নিয়ম। ধ্বংসের মধ্য দিয়েই হয় সৃষ্টির উত্থান।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধ্বংস হলে তবেই নয়া সৃষ্টি জাগে আবার,
জাহেল যুগের আঁধার এলেই আযান ফোটে কাবার।" তাই তো মনে হয়।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ, বৈরাগী সাব।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

আখেনাটেন বলেছেন: বেশ লিখেছেন।

পড়ার পরও একটি ভালোলাগার রেশ থেকে গেছে মনে হচ্ছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সত্যি! অনুপ্রাণিত হলাম।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ধ্বংস হলে তবেই নয়া সৃষ্টি জাগে আবার,
জাহেল যুগের আঁধার এলেই আযান ফোটে কাবার


চমৎকার লেখা !! এই লাইন দুটি ই সত্য শাশ্বত ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কবিতার থিম কোরআন থেকে নেওয়া। ভুল হওয়ার চান্স নেই।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধ্বংস হলে তবেই নয়া সৃষ্টি জাগে আবার,
জাহেল যুগের আঁধার এলেই আযান ফোটে কাবার।

ভাল লাগা রইলো ব্রাদার।মুখ বইয়ে রিকোয়েস্ট পাঠিয়েছি একসেপ্ট করিয়েন।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: রিকোয়েস্ট শুধু একসেপ্ট না, দুইসেপ্ট করে ফেলেছি। যান্ত্রিক গোলযোগের কারণে দুইবার একসেপ্ট করতে হয়েছে!

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শেষ লাইন দু'টিই পুরো কবিতার সার। অনেক অনেক ভালোলাগা।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হুম। আর এই সার থেকেই ফলে ফসল!

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৭

ওমেরা বলেছেন: ১৬ লাইনের মাথা- মুন্ড কিছুই বুঝি নাই, যা বুঝলাম শেষ দুইলাইনে । ধন্যবাদ ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সহজ কথা লিখতে আমায় কহো যে
সহজ কথা যায় না লেখা সহজে।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: শেষের সুরেই বলতে হয় বর্তমানের ধ্বংশক্ষেত্রেই জেগে উঠে ভবিষ্যৎ।।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার সচেতন মন্তব্যে হ্যাপি হলুম।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

জাহিদ অনিক বলেছেন:

দারুণ কবিতা।
দুইবার পড়লাম। বেশ দম আছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম, অনিক ভাই।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১০

ফেরদৌসা রুহী বলেছেন: মুগ্ধতার লেখায় মুগ্ধ হলাম।

১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভ্রমণ-পিপাসুকে জানাই শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.