নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

মা-দিবস

১৪ ই মে, ২০১৮ রাত ১২:৫২


আজকে শুধু তোমায় মাগো পড়ছে আমার মনে
গভীর ব্যথা গুমরে কাঁদে নিবিড় হৃদয়-কোণে!
আমার পাশে নেই মা তুমি—তোমার ছায়া শুধু,
চতুর্দিকে তবুও তুমি—বাদবাকি সব ধু-ধু।
জ্বরের ঘোরে কাঁপছি যেন—গভীর নিশীথ রাতে
চোখ মেললেই তোমার সে মুখ দেখছি আঁখির পাতে।
উদ্বেগে মা তোমার মুখে কিসের নিবিড় ছায়া
তোমার মুখে তোমার বুকে গভীর গোপন মায়া;
তোমার চোখে নিজকে আবার নতুন করে দেখা,
ঘুমায় আমি, শিয়রে তুমি নীরবে জাগো একা।
তোমার শাড়ির শীতল আঁচল তপ্ত জ্বরের মাঝে
স্নেহের নিবিড় ঝরনা হয়ে বক্ষে আমার বাজে।

তোমার হাসি, স্নেহের ফাঁসি, ঝড়-বিনাশী হয়ে
আজও আমার সকল ব্যথা যাচ্ছে যেন সয়ে।
আজকে যখন চিত্তে তোমার স্মৃতির দোলা লাগে,
তোমার সে মুখ দেখতে আবার ইচ্ছে আমার জাগে;
তাইতো মাগো কাজ ফেলে আজ পেরিয়ে সড়ক-গলি।
তোমার সাথে করতে দেখা বৃদ্ধাশ্রমে চলি!

—মা-দিবস
আহমদ মুসা।
৯ নভেম্বর, ২০১৭।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৮ রাত ১:২৪

অর্থনীতিবিদ বলেছেন: মাকে নিয়ে অসাধারণ একটি কবিতা।

১৪ ই মে, ২০১৮ সকাল ৮:১২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শেষের লাইনটা খেয়াল করেছেন কি?

২| ১৪ ই মে, ২০১৮ রাত ১:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মায়েরা ভাল থাকুক।।

১৪ ই মে, ২০১৮ সকাল ৮:১৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: পনিও ভালো থাকুন।

৩| ১৪ ই মে, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: মাকে নিয়ে সুন্দর কবিতা লিখেছেন।
অনেক ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৮ রাত ১১:২৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.