নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

একটি অরাজনৈতিক কবিতা

০৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৩



সাম্যের গান গাই—
বাংলাদেশের পথ নাকি সোজা চলেছে শ্রীলংকায়!

দেশের যা কিছু আয়-উন্নতি হইতেছে পর পর,
সব কিছু তার আওয়ামী করেছে, বাকিরা হাজতঘর।
এদেশে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার জামাত এনেছে, বাকিটুক “সেই নারী”।

এই দেশে যত বাড়িয়াছে দাম— গ্যাস, বিদ্যুৎ, তেল
মূর্খ তোমরা, বোঝোনা ওসব উন্নয়নের খেল?
দাদাকে দিয়েছি ইলিশের ঝোল, সুইস ব্যাংকে মধু,
দেশের সামনে ঝুলিয়ে দিয়েছি উন্নয়নের কদু।


“তলাইীন ঝুড়ি” বলিয়া দেশকে করো যারা হেয় জ্ঞান,
তাহারা এদেশে কী বা~ ছেঁড়ো গো? যাওগে পাকিস্তান

[অনেকদিন পর ব্লগে এলাম।পরিচিত ব্লগার-বন্ধুরা কেমন আছেন? সবাইকে জীবাশ্ম জ্বালানির জ্বালাময়ী শুভেচ্ছা]

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক দিন পরে ব্লগে এলেন। আশা করি, ভালো আছেন।

আপনার ছড়াগুলো আমার ভালো লাগতো।

তারপরে, একদম ভেনিশ হয়ে গেলেন!!!

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি কেমন আছেন, ভাই? ব্লগে দেখছি অনেক নতুন মুখ। পুরনোর সংখ্যা কমই মনে হলো।
আপনার শেষ প্রশ্নের উত্তরে বলতে হয়—দেশ সিঙ্গাপুর হয়ে গেছে তো। তাই আমি সেটার সাথে তাল মিলিয়ে ‘ভেনিস’ হয়ে গেছিলাম।

২| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৩:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: পাকিস্তান গিয়ে কি করবে? পাকিস্তানের অবস্থাও ত ভালো না।

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এই জন্য পাকিস্তানে যেতে বলা হয়েছে। দেশের এমন উন্নয়ন যাদের ভাল্লাগে না, ভালো অবস্থা যাদের ভাল্লাগে না, তাদের খারাপ অবস্থার দেশ পাকিস্তানেই যাওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.