নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হতে চাই !!! চিল বা কাক নয়

আহমেদ খান

আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

একজন সিনেমাটোগ্রাফার

০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৭

সিনেমাটোগ্রাফার হবেন আর কস্ট করবেন না তাতো হবে না। কম্পোজিশন , সফ্টওয়ার এবং টেকনিক্যাল বিষয়গুলো ছারা আরো অনেক কিছু জানতে হবে একজন পেশাদার সিনেমাটোগ্রাফার হতে হলে। কোথায় কাজ করতে চাচ্ছেন টিভিতে নাকি সিনেমায় ??? যেখানেই কাজ করতে চান আপনাকে সময়ের উপরে যথেস্ট গুরুত্ব দিতে হবে, হতে হবে ক্রিয়েটিভ। এই বিষয়গুলো নিয়েই এই লেসন। আহমেদ আলোম বললেন কি কি বিষয় ভালোকরে জেনে বুঝে এই পেশায় আসতে হবে।
নিচের লিংকে ক্লিক করে জেনে নিন কিভাবে শুরু করতে হবে।
view this link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই লোক টিপস দিতে বসছে কেন বুঝলাম না। তার তো এইগুলান সম্পর্কে কোন ধারণা আছে বলেই মনে হচ্ছে না। আবার সে কোন একটা প্রতিষ্ঠানে সিনিয়র লেভেলে আছে শুনে বেশ অবাক লাগতেছে!

ছবিটা দেখেন, আমি এইচডি মুড অন করেই দেখার চেষ্টা করলাম। গ্রিন স্ক্রীণের কালার রিমুভ হয় নাই ঠিক মত, এইটা শুধুমাত্র এডিটরের সমস্যা না; এটা ক্যামেরার পিছনে যে কাজ করে তারও হাতের বিষয়। আর উনার ভিডিওতে উনি নাদান কাউকে দিয়ে করাবেন বা চেক করবেন না তা মেনে নেওয়াও কষ্টের। তার উপরে ক্যামেরার ফোকাসই ঠিক হয় নাই। পুরা ফেসই ঘোলা! এই অটো ফোকাসের যুগেও যদি এই করুণ দশা হয়; তাইলেতো বিপদ।

এই ধরণের লোকজন আজকে ট্রেইনার দেখেই আমরা ভালো কিছু পাচ্ছি কম!



২| ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.