নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ চেতনার দ্বারে V for Vendetta

আহমাদ ইবনে আরিফ

নিভৃতচারী নই, পড়ি-লিখি-গান গাই উল্লাসে। ক্ষ্যাপা একটা ভাব আছে পণ্য- ভোক্তা আর অর্থনৈতিক চালবাজির প্রতি। পিশাচ এবং পৈশাচিক যা কিছু আছে সেগুলো ছাড়া সবকিছুকেই বেশ ভালবাসি। সঙ্গীত আমার জ্বালানী, লাল-সবুজ হৃদয়ের রঙ। কিঞ্চিৎ লিখালিখি করি, পেশাদারী- নেশাদারী নয়- কেবল শখের বশেই। কিছু কর্ণিয়া না হয় জানল এই সত্য!

আহমাদ ইবনে আরিফ › বিস্তারিত পোস্টঃ

প্রতিশ্রুতির বাজারে একগাদা বিলাপ

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৮



১২০০ মানুষের লাশের উপর দাঁড়িয়ে মেয়র নির্বাচন নিয়ে চলছে অবিরাম লাফালাফি। প্রতিশ্রুতির বন্যায় ভেসে যাচ্ছে নগরী। জড়পদার্থ আর পশুপাখি মার্কা নিয়ে কাড়াকাড়ি শেষে একেকটা নামের পাশে জুটেছে দেয়াল ঘড়ি, টিফিন বক্স, হাতি ইত্যাদি আজব চিহ্ন। হাসিমুখে ডান হাত, বাম হাত তুলে সুযোগ্য প্রার্থীরা তাদের অবস্থান বুঝিয়ে দিচ্ছেন, আত্ম-জয়গানে ভরিয়ে তুলছেন রাজপথ। রাজপথের আনাচে-কানাচে বাজছে নানা গানের ভোট-প্যারোডি। বিভিন্ন ইন্টারেক্টিভ মার্কেটিং পলিসি নিয়ে মাঠে নামা মানুষগুলো জনগণের ভবিষ্যৎ চিন্তায় ভয়ানক মগ্ন, মিটিংয়ে-মিছিলে ভাসছে ভবিষ্যৎ গড়ার প্রতিজ্ঞা। হে মানুষ, ভবিষ্যৎ গড়তে গেলে অতীত জানতে হয়। দূর অতীতে যেতে বলছিনা, অত কষ্ট করার দরকার নেই, নিকট অতীতটাতেই ঘুরে দেখুন না একবার।

২৪ এপ্রিল, ২০১৩
বাসায় বসে ছিলাম, সংবাদ মাধ্যম মুখরিত হল ইতিহাসের কাল ছোপে, ধ্বসে পড়ল রানা প্লাজা। আমি আর কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যাওয়া লাগবে ওখানে যেভাবেই হোক। ফেসবুক স্ট্যাটাস দিয়ে কিছুই যায় আসে না মৃতপ্রায় মানুষগুলোর। সহায়-সম্বল যা যোগাড় করতে পেরেছিলাম নিয়ে চলে গেলাম সাভার। সাভার ঢুকার আগেই থমকে দাঁড়াতে হল। পচা মাংসের উৎকট গন্ধ ভাসছে বাতাসে। এক বন্ধু বুদ্ধি করে আগে থেকেই মাস্ক নিয়ে এসেছিল, পড়ে নিলাম। সরাসরি চলে গেলাম এনাম মেডিক্যাল কলেজের দোরগোড়ায়। পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছিলাম না। এ কেমন বাতাস, মানুষের হুড়াহুড়িতে সাক্ষাৎ নরক দেখলাম চোখের সামনে। এক বড় ভাইয়ের স্ত্রী এনাম মেডিক্যাল কলেজে কর্মরত ডাক্তার। কটকটে লাল চোখ নিয়ে নরকের দ্বারপ্রান্তে স্বাগত জানালেন তিনি। আমরা হতবিহবল, “কি করব?”
তারপর যা হল আর বিস্তারিত লিখতে চাইনা, রানা প্লাজার ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে মহাকালের বহুমাত্রিক শূলে বিদ্ধ হতে লাগলাম একের পর এক। নাকে আর গন্ধ লাগছিল না; আক্ষেপ, দুঃখের এক মহাজাগতিক সমীকরণ বুকে নিয়ে ঘরে ফিরে এলাম অবশেষে। নাকে ঐ গন্ধ লেগেই থাকল- মরা লাশের গন্ধ। এখনো মাঝে মাঝে লাগে ওই তীব্র গন্ধ। সবকিছু ভুলতে নেই। আমি ভুলতেও চাইনা। সেদিনের ঐ মাস্ক এখনও রেখে দিয়েছি। মাঝে মাঝে বের করে দেখি। পৈশাচিক সত্যের গাঢ় সাক্ষী হয়ে ওটা জাতীয় সত্যের অবিরত জানান দেয়, প্রশ্নবিদ্ধ করে আমাকে- "মানুষ?"

জানতাম, সবাই ভুলে যাবে। তবুও আমরা একটা তহবিল গঠনের চেষ্টা করি। যারা পরলোকগত হয়েছেন, তাদেরকে নিয়ে ভেবে কোন সমাধা হবেনা, তবে যারা এখনো আছেন , ঐ ১২০০ লাশের পরিবারকে দু’মুঠো অন্ন জুগানোর কথা ভেবেছিলাম। দুই একদিন সাড়াও পেয়েছিলাম বেশ। তারপর ধীরে ধীরে ঢিমাতালে হারিয়ে গেল ঐ অতল গহবরে যেখানে হারিয়ে যায় এ জাতির সব বিপর্যয়, যেখানে হারিয়ে যায় হলমার্ক কেলেঙ্কারী, যেখানে হারিয়ে যায় শেয়ার বাজারের নিষ্ঠুর পতন, যেখানে হারিয়ে যায় তাজরীন ফ্যাশনের গগনবিদারী আর্তনাদ।
আমরাও আর উদগ্রীব হলাম না। কী হবে এগুলা করে? গুলশান এলাকা দিয়ে চলুন যাতায়াত করি একদিন। রাজকীয় গাড়িবহরে কিছু সত্য খুঁজে বেড়াই। রাজকীয় একেকটা গাড়ির দামে ঐ ১২০০ পরিবারের ১ মাসের থাকা খাওয়া দিব্যি চলে যায়। তবে উনারা ঐ ১২০০ মানুষকে নিয়ে চিন্তিত নন। নিজের জন্য, সন্তানের জন্য, বৌ-এর জন্য চাই আলাদা আলাদা গাড়ি। ভোগ্যতার ইতিহাসের নগ্নসাক্ষী এদেশের একেকজন বুর্জোয়া শুয়োর-সন্তান সেদিন কিছুই করেননি। সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের জমানো টাকায় এসেছিল ঔষুধ, নিজের শরীরের রক্তে থলী ভরেছিল সাধারন মানুষ।
যাই হোক, মরা ঘটনাকে গলা টিপে আরো গন্ধ বানাতে চাই না। প্রতিশ্রুতির বাজারে মিথ্যা হলেও আশা করেছিলাম রানা প্লাজায় মৃত শ্রমিক ভাইদের কথা আসবে, আসবে তাদের পরিবার-পরিজনদের কথা। আসেনি, কষ্ট লাগল। তাই আজাইরা বিলাপ করলাম। এতক্ষণ অবধি কষ্ট করে যারা পরেছেন, ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: এসব চালবাজদের বিরুদ্ধে একত্র হয়ে দাঁড়াতে পারব কবে? সাভারে পরিবারগুলোর সাহায্যের জন্যে সরকারি তহবিল করা হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কোথায় সেসব?

০৯ ই মে, ২০১৫ রাত ৮:৪৭

আহমাদ ইবনে আরিফ বলেছেন: সরকারি প্রতিশ্রুতি, সরকারি তহবিল, সরকারি যা কিছুই আছে.... সব সরকারি ব্ল্যাক-হোল এ যায় দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.