নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ চেতনার দ্বারে V for Vendetta

আহমাদ ইবনে আরিফ

নিভৃতচারী নই, পড়ি-লিখি-গান গাই উল্লাসে। ক্ষ্যাপা একটা ভাব আছে পণ্য- ভোক্তা আর অর্থনৈতিক চালবাজির প্রতি। পিশাচ এবং পৈশাচিক যা কিছু আছে সেগুলো ছাড়া সবকিছুকেই বেশ ভালবাসি। সঙ্গীত আমার জ্বালানী, লাল-সবুজ হৃদয়ের রঙ। কিঞ্চিৎ লিখালিখি করি, পেশাদারী- নেশাদারী নয়- কেবল শখের বশেই। কিছু কর্ণিয়া না হয় জানল এই সত্য!

আহমাদ ইবনে আরিফ › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান জিন্দাবাদ

০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৬

বীরভোগ্যা এ জনপদে
দলিত পদে চুম্বন জড়ায়ে
ফলিত হোক জয়গান।
বঞ্চিত অধিকারে উন্নত শির
ক্লেদাক্ত হাতে হোক ভেঙে চৌচির,
নিস্তব্ধতা কুরে খাক কলতান।
মঞ্চে লেগেছে সার্কাস-ঘোর
আত্মকেন্দ্রে দ্যাখ জনতা বিভোর
মুখ বেঁধে মারা গেছে স্লোগান।
মুখে নিবনা নাম 'ফেলানী' তোর
লাল ফ্রকে হোক তোর স্বর্গের ভোর,
অভিশাপে নত হোক শয়তান।
তনু'রে তোর রক্তে ভেসে
জন্মাতে দে আরেকবার মানুষের বেশে
অমানুষের দেশে কোথায় খুঁজি বল পরিত্রাণ?
তাজরীন ফ্যাশনের পোড়া যত শব
রানা প্লাজায় থামেনা মৃতের কলরব,
ফ্লাইওভার ধ্বসের চিহ্ন বয়ে আর কতকাল?
হলমার্কে যদি ফেঁসে গেছিস,
শেয়ার বাজারে অশ্রু গিলেছিস,
বিশ্বজিত আর সাগর-রুনীও ছিল গতকাল।
লিমনের পায়ের বুলেট জানে
স্বাধীনতার কী আসল মানে,
"চেতনা চেতনা" বলে বাজিয়ে যা তোরা করতাল।

পাকিস্তান হ'তে স্বাধীন হয়ে
পাকিস্তানই হতে চলেছি
কলম ভেঙেছে, অাবার ভেঙেছে- "জয় বাংলা" তবু বলেছি।




মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতার শিরোনামটির প্রতিবাদ করছি।

২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

বিজন রয় বলেছেন: পাকিস্তান হ'তে স্বাধীন হয়ে
পাকিস্তানই হতে চলেছি

সহমত......... তবে শিরোণামটি পরিবর্তন করুন।

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

আহমাদ ইবনে আরিফ বলেছেন: সারকাজম বুঝিবার চেষ্টা করুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.