নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাঙ্গনের শব্দে খুজিঁ ধ্রুপদী সুর----

আহমেদ চঞ্চল

বর্তমান ঠিকানা:মিরপুর,ঢাকা।একটি বহুজাতিক কোম্পানিতে সেলস ম্যানেজার হিসাবে কর্মরত আছি। লেখালেখি করাই আমার প্রধান কাজ। আপাতত কবিতা ও গল্প ই বেশি লিখছি।

আহমেদ চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

সমান্তরাল

০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২২


কাছে আসা মানেই তোমাকে স্পর্শ করা নয়
জলে নামা মানেই যেমন ডুব সাতার হয়না
তোমার মনের জমিনে চাষাবাদ করলেই
তোমার কামনার বর্ণমালা আমার মুখস্ত হবেনা !!!

স্নিগ্ধ রুপালি বিকেলটা চুরি হবার আগেই
তোমার ওয়ালেটের ভেতরে রেখে আসতেই পারি
তাতে উড়ো বৃষ্টির মিহি কণায় শরীর ভিজে গেলে
আমাদের সম্পর্কটা লোনা হয়ে যায়না !!!

ধ্রপদী সুরের মায়ায় তুমি ছন্দে দুলে উঠলে
আমার বাগানে কোন কোন ফুল হেসে উঠতেই পারে
তাতে পতঙ্গের আনাগোনা হোক আর না হোক
আমি নিশ্চিত সেটা পরাগায়নের প্রহর ছিলনা।।

আমি তোমার খুব কাছে চলে গেলেও
তার মানে এই নয় যে তুমি এখন বিতর্কিত
যারা ভুল করে তারা কখনো চেয়ে দেখেনি
দুই রেল লাইন কিভাবে সমান্তরালে বয়ে যায় !!!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: ভাইয়া এতদিন পর কোথা থেকে আসলে!!!!!!

২| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৬

আহমেদ চঞ্চল বলেছেন: শায়মাপু,,, মনে আছে আমার কথা ???? হা,,, অনেক দিন পর ব্লগে লিখলাম।।।।

৩| ০২ রা মে, ২০১৫ ভোর ৪:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.