নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাঙ্গনের শব্দে খুজিঁ ধ্রুপদী সুর----

আহমেদ চঞ্চল

বর্তমান ঠিকানা:মিরপুর,ঢাকা।একটি বহুজাতিক কোম্পানিতে সেলস ম্যানেজার হিসাবে কর্মরত আছি। লেখালেখি করাই আমার প্রধান কাজ। আপাতত কবিতা ও গল্প ই বেশি লিখছি।

আহমেদ চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

অণু গল্প---- "ধূপছায়া"

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২১

(১)
পুরনো ঢাকার আতশখানা লেনের সরুগলি দিয়ে একটানা হেটে চলেছে সুষমা। অনেকটা হাপিয়েও উঠেছে সে, এরকম হাটা তার অভ্যাস নেই। তবে আজকের এই সাত সকালে সে মারুফের জন্য একশ কিলোমিটার-ও হাটতে পারবে। গতরাতে সে মারুফকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছে, ভোরবেলা উঠেই ওর মুখটা দেখতে ইচ্ছে হলো।। বাসায় বাবা-মার সাথে সত্যি কথা বলেই বের হয়েছে, যদিও বাবা ঠান্ডা মাথায় পরে এর রেশ তুলবে বলে তার বিশ্বাস । সুষমা অগ্রণী স্কুলে ক্লাশ টেনে পড়ে, মারুফ পড়ে ঢাকা কলেজে অনার্স সেকেন্ড ইয়ার। মারুফের মেসে ঢুকেই সুষমা দেখে খুব শান্তিতে কাথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে পাজিটা।।সুষমার ইচ্ছে হলো মারুফ কে জড়িয়ে ধরতে কিন্তু এই মেস বাড়ীতে তা সম্ভব না।।অসময়ে সুষমা কে দেখে মারুফ টাসকি খেয়ে গেল, বুঝে উঠতে বেশ কিছুটা সময় লাগলো।। মফস্বল থেকে ঢাকায় পড়তে আসা পিতৃহীনা সুবোধ ছেলেটা তড়িত সিদ্ধান্ত নিয়ে নিল যে করে হোক এই পাগলিটাকে এখন মেস থেকে বাড়ী পাঠাতে হবে।। বিদায়ের সময় স্বভাব সুলভ ভণিতায় বাহানা শুরু করলো মেয়েটা, মারুফের কাছে আব্দার করলো খুব রোমান্টিক একটা কবিতা পড়ে শোনাতে হবে।। মারুফ কে মেসে রেখে বাড়ীর পথ ধরেছে সুষমা বাতাসে তখনো মারুফের দরাজ কন্ঠ ভেসে বেড়াচ্ছে :--
“আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে
অনাদী কালের হৃদয় উৎস্য হতে”
(২)
ফাল্গুন মাসের সাত তারিখে শুভ লগ্ন,বংশ, জাত-কূল দেখে ডাক্তার পাত্রের সাথে খুব ঘটা করে বিয়ে হয়ে গেল সুষমার।। সুষমার বাবা এডভোকেট বীরেন ব্যানার্জী সুখের পরশমাখা গলায় তার গিন্নীকে বল্লেন:-“তোমার মেয়ের ভীমরতিতে ধরছিল, না হলে মুসলমান ভিটেমাটি বিহীন ছেলের ধোকায় পড়ে ? যাক ভগবান শেষ রক্ষা করেছেন”।।
(৩)
ঠিক বিয়াল্লিশ বছর পরের কথা! পদ্মার বিশাল জলরাশির বুকে কেবল ভোরের আলো ফুটতে শুরু করেছে।। পাটুরিয়া ফেরী ঘাটে স্পেশাল ফেরীতে ঢাকা -কলকাতা গামী বাসের সাথে বিশেষ অনুরোধে আরেকটি এম্বুলেন্স-ও তোলা হলো।।ফেরী চলা শুরু করলে কলকাতাগামী বাস থেকে নাতনীর হাত ধরে এক বৃদ্ধা ফেরীতে ধীর লয়ে নামলেন, বয়সের ভারে নুয়ে পড়া চেহারাও বলে দিচ্ছে যৌবনে উনি কতটা রুপবতী ছিলেন। বর্তমানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এই বৃদ্ধার নাম মিসেস সুষমা সেন উনি ঢাকা এসেছিলেন মেয়ের বাড়ী বেড়াতে।।সুষমা সেন এম্বুলেন্সের পাশে দাড়ানো এক যুবক কে কাঁদতে দেখে কিছুটা থমকে গেলেন।। ছেলেটাকে কেমন জানি চেনা চেনা লাগে।। কি মনে করে যেন ছেলেটার সাথে আগ বাড়িয়ে কথা বলতে গেলেন।।মাত্র কয়েকটা প্রশনোত্তর টাইপের কথাবার্তা তাতেই সুষমা সেনের মনে হতে লাগলো মহা পদ্মার ওপার থেকে কোন একটা চেনা হারানো সুর তার কানে ভেসে আসছে।ছেলেটার কথা বলার ভঙ্গি, হাত নাড়া, চোখের জলের টান সব কিছুই যেন সুষমা সেনের চীর পরিচিত বলে মনে হতে লাগলো।। কথপোকথনের এক পর্যায়ে সুষমা সেনের চোয়াল শক্ত হয়ে এল--- মিনতির সুরে বল্লেন --- “আমি তোমার বাবার লাশটা দেখতে চাই,, প্লিজ এম্বুলেন্সের দরজাটা একটু খোল।। ফেরীর পাতাটন থেকে এম্বুলেন্সের অবস্থান ; মাত্র কয়েকে সেকেন্ডের দূরত্ব তবুও সুষমা সেনের মনে হতে লাগলো তিনি অনেক সময় ধরে হেটে চলেছেন ।। এই পথটুকু শেষ হতে চাচ্ছেনা সেদিনের সেই আতশখানা লেনের লম্বা গলির মত !!!!!
(শেষ)

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৭

শায়মা বলেছেন: ভাইয়া

এত কষ্টের গল্প লিখতে হয়?:(

২| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪২

জেন রসি বলেছেন: গল্প ভালো লেগেছে।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪২

অ্যামফিবিয়্যাস বলেছেন: nice :)

৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৩

তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর গল্প। ভালো লাগলো।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৯

এনামুল রেজা বলেছেন: খুব দ্রুত বলে গিয়েছেন।
অতিচেনা গল্প, তারপরেও ভাল লাগলো। মন খারাপ হয়ে উঠলো। তবে যেহেতু বিষাদেই ডুবিয়ে দেবার গল্প, আরো একটু ধিরেসুস্থে বললে ভাল লাগতো।

শুভকামনা জানবেন।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২

পাজল্‌ড ডক বলেছেন: আতশখানা লেনের নাম দেখে ঢুকলাম,অনেক স্মৃতি ।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৯

আহমেদ চঞ্চল বলেছেন: এনামুল রেজা ভাই,,, ধীরে সুস্হে গল্প বলার সে রকম সুযোগ আদতে কি অণুগল্পে আছে ??? আপনাকে অভিবাদন ।।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১

মধ্যরাতের আগন্তুক বলেছেন: ভাল হয়েছে :-)

৯| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৮

নেক্সাস বলেছেন: সুন্দর

১০| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো। মর্মস্পর্শী।


১১| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

আবদুর রব শরীফ বলেছেন: জীবনের গল্পগুলো কষ্টের দামে কিনতে হয় ৷ :'(

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২২

মিজান আব্দুর রশিদ বলেছেন: মন ছুঁয়ে গেলো....

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৭

আমি সাজিদ বলেছেন: ছুঁয়ে গেল।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৯

ঘুমখোর বলেছেন: ভালো লাগলো।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো :)

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১০

দীপংকর চন্দ বলেছেন: বিষণ্ন লেখাটা ভীষণভাবে মন ছুঁঁয়ে গেলো ভাই!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৭

বরকত উল্লাহ্ বলেছেন: খুব ভালো লিখেছেন

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুণ লিখেছেন মন খারাপের গল্প।++

২০| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫০

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে। তবে কাহিনীটা বড় সাধারণ

২১| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৪

আহমেদ চঞ্চল বলেছেন: আরণ্যক রাখাল---আপনার সাথে সহমত পোষণ করে বলছি, আমি চেষ্টা করেছি বর্ণনায় ব্যতিক্রম আনতে। আপনাকে শুভেচ্ছা।।

২২| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৯

অলওয়েজ ড্রিম বলেছেন: শেষ অনুচ্ছেদটা অন্যগুলোর চেয়ে ভাল হয়েছে। প্রথম অনুচ্ছেদ অতিরোমান্টিকতায় আক্রান্ত এবং বাস্তবতা বিবর্জিতও মনে হয়েছে। দশম শ্রেণিতে পড়ুয়া কোনো মেয়ে পরিবারে সত্য কথা বলে প্রেমিকের সাথে দেখা করতে যাওয়ার পরিবেশ এ দেশে অন্তত কোনো কালেই ছিল না।

শুভেচ্ছা।

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬

আহমেদ চঞ্চল বলেছেন: ড্রিম ভাই--- আপনার সমালোচনা দারুণ যুক্তিপূর্ণ এবং উচ্চমার্গীয়। এত সুন্দর শৈল্পিক ব্যবচ্ছেদের জন্য আপনাকে অভিবাদন।।

২৪| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: ভাল লাগল।

২৫| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১২

কলমের কালি শেষ বলেছেন: গল্পে ভাললাগা ।

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৬

আহমেদ চঞ্চল বলেছেন: অচীরেই আসছি নতুন লেখা নিয়ে----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.