নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

আমি কারো বেঈমানদের সাথে হাত মেলায়নি- বেগম জিয়া

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩


জাতীয় প্রেসক্লাব ও ইউনিয়ন কার্যালয় দখলকারীদের বেঈমান সম্বোধন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ''যারা বেঈমানি করেছেন আপনারা তাদের চিহ্নিত করেছেন। বেঈমান, দালাল, মীরজাফর এরা কিন্তু বেশিদিন টিকে না। তাদের পরিণতি অত্যন্ত খারাপ ও ভয়াবহ হয়। তাদের মানুষ সবসময় ঘৃণার চোখে দেখে। বেঈমানি করে কোনো লাভ হবে না। সত্য ও গণতন্ত্রের পথে থাকুন। আমি কোনো সময়ে বেঈমানদের সঙ্গে হাত মেলাইনি। ভবিষ্যতেও বেঈমানদের জায়গা আমার কাছে হবে না।''

বেগম জিয়ার কথা শুনে বাঙলার মানুষ কিছুটা জোক মনে করলেও আমরা করবো না। কারণ তিনি যেসব উল্টা-পাল্টা কথা বলছেন এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না। কানা যখন লাঠি হারিয়ে ফেলে তখন সে একটু বিপথগামী হবে এটায় স্বাভাবিক। এতোদিন তিনি দেশবিরোধী একদলের সাথে মিশে নিজেকে হাওয়াই ভাসিয়ে হাওয়া ভবন থেকে দেশটাকে হাওয়া বানিয়ে যাচ্ছিলেন ঠিক তেমনি বিধাতা তাকে হাওয়াই মিশিয়ে দিয়েছেন। আজ তার দল দিন দিন হাওয়া হয়ে যাচ্ছে। নেতা-নেত্রীরা হাওয়াই মিশে যাচ্ছে। হাওয়া ভবনের লোকেরা আজ নেহি পাত্তা হে, দেশ বিদেশে স্বার্থ ভোগ করে আরাম-আয়েশে আয়েছে রয়েছেন। খালেদা নিজেও জানেন না সেইসব চামচামিরা আজ কোথায় ? তিনি তার দলীয় সমর্থন সেইসব পা-চাটা সাংবাদিকদের নিয়ে দু:খ প্রকাশ করেছেন। আসলে কেন করছেন তা সাংবাদিক পেশা জগতের সকলেই জানেন তাদের চরিত্র সম্বন্ধে। তারা ছিল সাংবাদিক নামে কলংক। দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিলেন। আপনি আওয়ামীপন্থি সাংবাদিকদের বেঈমান বলেছেন। তিনি কখনো বেঈমানদের সাথে নাকি হাত মেলান না এটা যদি সত্য হয় তাহলে জাতীয় বেঈমানদের সাথে কিভাবে হাত মেলান। সেইসব রাজাকার আলবদর, আল-শামস্ যারা আমার মা-বোনদের ইজ্জত নিয়েছিল। দেশের সেইসব মানবসম্পদ বুদ্ধিজীবী শ্রেণীদের হত্যা করেছিল তাদের সাথে তিনি কিভাবে হাত মেলান তা বুজে আসে না। কি ডাহা মিথ্যা কথা। দেশের বুদ্ধিজীবী শহীদদের নিয়ে তিনি যে নতুন খেলা শুরু করেছেন তা বাঙালী জাতি প্রতিশোধ নিতে প্রস্তুত। বাংলার মানুষ আজ প্রতিজ্ঞাবদ্ধ সেইসব দেশবিরোধী বেঈমানদের রুখে দিতে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:

খালেদা জিয়া পাকীদের সমর্থক হয়ে, ৩৩ বছর বাংলা চালালেন।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

কিছুটা অদ্ভুত বলেছেন: পাকী পায়ুচাটা ছাগু জারজ গাজী বক্তব্য দেয়। বাজাও তালিয়া। কাঠালপাতা খাইতে দাও

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

বিপরীত বাক বলেছেন: ওনার আশেপাশের সবকটা বেঈমান।।
উঠা বসা বেঈমান দের সাথে।।।
পরামর্শ নেয় বেঈমান দের কাছ থেকে।।।
ক্ষমতায় আসলে চিহ্নিত বেঈমান দেরই আনবে ভাষণে বলে।।

মূুর্খ মহিলা টা এখনও বুঝলো দলের এই অবস্থার জন্য কে কারা বা কি দায়ী।।। কেন তার ডাকে আর লোকজন রাস্তায় নামে না।।

যতদিন ওই ভবন আর ভবনসংশ্লিষ্ট কুকুর বিলাই গুলোরে চিনতে পারবে না ততদিন তার উচিৎ বেঈমানির সংজ্ঞা বলা থেকে বিরত থাকা।।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

নীলক্ষেত গাজী বলেছেন: গাজী গাজী ;) নীলক্ষেত গাজী ;) তুইও গাজী আমিও গাজী ;)

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

এ কে এম রেজাউল করিম বলেছেন:
বুড়া বয়সে এই পাজী মহিলাটা পারলারে গিয়া চোখের ভ্রু এত সরু ও বাঁকা করে কেন?

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

এ কে এম রেজাউল করিম বলেছেন:
বুড়া বয়সে এই পাজী মহিলাটা পারলারে গিয়া চোখের ভ্রু এত সরু ও বাঁকা করে কেন?

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

ইসু বলেছেন: ভাষা শালীন করেও প্রতিবাদ বা তর্ক-বিতর্ক করা যায়!

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

পথিকের পাঁচালী বলেছেন: পাকিস্তান বলছে ৭১ এ বাংলাদেশে কোন গন হত্যা হয়নি ।

খালেদা জিয়া বেইমানদের সাথে হাত মেলান না । কিন্তু পাকিস্তানের সাথে গলা মেলান আর পাকি জেনারেলদের সাথে ,,,,,,,,,।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.