নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিক আহসান

স্বপ্ন দেখতে ভালোবাসি,কিন্তু পরিশ্রম করতে চাই না...

অনিক আহসান › বিস্তারিত পোস্টঃ

সামুর ব্লগার বিবাহিত ব্যাচেলার ( রহমান হাবিব ভাই) এর চিকিৎসায় সহায়তা করুন।

০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৭

হাবিব ভাইয়ের অপারেশন হয়েগেছে ১৩ তারিখ সকালে, এখন জ্ঞান ফিরেছে, ডক্টর বলছে চিন্তার কারন নেই, পুরা ৩ মাস একদম বিশ্রামে থাকতে হবে, সবার কাছে থেকে দুরে যেন ভাইরাস না লাগতে পারে। ৩ মাস সব ঠিক ভাবে থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে।

প্রথম পর্যায়ে বিপদ কেটে গেছে। উনার জন্য দোয়া/প্রার্থনা করেন ।

------------------------------------------------

হাবিব ভাইয়ের চিকিৎসার আপডেটঃ উনার অপারেশন যেকোন দিন হয়ে যাবে। টাকা সংগ্রহিত টাকার পরিমান ৭ লক্ষ।
এবং যার প্রায় অর্ধেক গত ৮ দিনের প্রচেস্টায় সংগ্রহ করা । আশা করছি আমি নিয়তিম আপডেট দিতে পারবো । যারা একটু দ্রুত জানতে আগ্রহী তারা সরাসরি ফেসবুকে দেখে নিতে পারেন।

ফেসবুক লিংকঃ Click This Link



*********************************************************

সামুর প্রথম স্বর্ণযুগের শেষে দিকের ব্লগার "নোবেলবিজয়ী টিপু"র কথা মনে আছে সবার? ব্লাডক্যান্সারের কাছে পরাজিত হয়ে টিপু আমাদের ছেড়ে চলে যায় । কেউ জানতো না টিপু ব্লাডক্যান্সারে ভূগছিলো। অর্ধচিকিৎসায়/বিনাচিকিৎসায় অল্প বয়েসী ছেলেটা মারা গিয়েছিলো সেসময়। তীব্র আত্মসম্মানবোধের কারনে সে কোনোদিন কারো কাছে হেল্প ও চায় নাই।

ওর মৃত্যুর পর সামুর ব্লাড ক্যান্সার বিষয়ক লেখা তার সেই পোষ্টে আমরা দেখেছি শত শত ব্লগারের আহাজারি। সেই ব্লগটা খুজলে পাওয়া যাবে।
-------------------------------------------------


সামুর আরেক ব্লগার বিবাহিত ব্যাচেলর ওরফে রহমান হাবিব ভাইর কিডনী প্রতিস্থাপনের অপারেশন হবে ভারতে, আগামী ৫/৭ দিন পর। আজও সামু আছে, সামুর সেই ব্লগারেরা আছে। হাবিবের আদর্শিক অবস্থান যাই হোক, সামুর ইস্পিত ইডিয়লজির পক্ষে হোক কিংবা বিপক্ষে, কিন্তু সে সামুর একজন এক্স ব্লগার, সে একজন মানুষ। এই ফেসবুকেই আমরা দেখসি লীগ/দল/জামাতী/নাস্তিক নির্বিশেষে সাধারণ অনেক ব্লগার তার খোঁজ নিচ্ছেন। যারা একসময় এই সামুতেই হাবিবের সাথে ব্লগীয় টাগ অফ ওয়ারে লিপ্ত ছিলো বিভিন্ন ইস্যুতে।

বাংলা ব্লগস্ফিয়ারের শুরুর দিকের যাত্রী হিসাবে সামু কি তার একজন সদস্যের জন্য কিছু করতে পারে না?

হাবিব ভাই নিজেই তার চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রি ও ধারকর্জ করে প্রায় সবটাই যোগার করে ফেলছেন। ফেসবুকে তাঁর বন্ধুরা চিকিৎসার খরচের একটা অংশ ইতিমধ্যে সংগ্রহ করে দিয়েছে। উনি ভারতে হাসপাতালে ভর্তি হয়ে অপারেশনের অপেক্ষায় আছেন।
কিন্তু কিডনী ট্রান্সপ্ল্যান্টের জন্য ঐ অপারেশনের টেবিলে যেতে এখনো দুই লাখ বাংলা টাকা (২০০,০০০ /-) টাকার প্রয়োজন।

সামুর সম্মিলিত প্রচেস্টার কাছে এই ২ লক্ষ টাকা কিছু না। ৫০/১০০ টাকা করে অনুদানের হাত বাড়ালেই সামুর একজন ব্লগার বেঁচে থাকবেন আরো দীর্ঘদিন। বিবাহিত ব্যাচেলর যদি সঠিক সময়ে চিকিৎসা অভাবে মারা যান, তবে টিপুর জন্য ফেলা অশ্রুগুলো বৃথা যাবে। আমরা টিপুকে সাহায্য করতে পারি নাই। হাবিবকে সাহায্য করি। সামুর সহযোদ্ধা বিবাহিত ব্যাচেলারকে সাহায্য করি ।

যার যতটুকু সামর্থ আছে তাই নিয়ে উনার পাশের থাকি । আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় একটা বাচ্চা মেয়ে যদি
তার পিতাকে ফিরে পায় .।.. একজন গৃহবধু যদি আবারো কোনো একদিন স্বামীর সাথে রিক্সায় ঘুরতে পারে তাহলে ক্ষতি কি ?

এখনো সময় আছে। আমরাই পারি।

পুনশ্চঃ উনি কলকাতার BLK Hospital এ ভর্তি আছেন।
হাসপাতালের ওয়েব লিংকঃ http://www.blkhospital.com/

টাকা পাঠানোর সময় একটু খেয়াল করুনঃ
এজেন্ট নম্বরটা ওনার কাজিনের সে দোকানদার , এই নাম্বারে কেউ টাকা পাঠালে যেন আগে একটু ফোন করে দেয় । অথবা কোন নাম্বার দিয়ে টাকা পাঠাইছে সেই নাম্বারটা 01912312235 এই নাম্বারে মেসেজ করে দেয় ।

হাবিব ভাইকে সাহায্য পাঠাবার ঠিকানাঃ

বিকাশ পার্সনাল নম্বার
01612858543
01712858543
01611858543
01912312235

বিকাশ এজেন্ট নম্বর
01910859201

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং।
016128585439

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট
Habibullah
A/C no : 1191525804
Dutch Bangla Bank, Donia Branch.Dhaka.

ফেসবুক লিংকঃ Click This Link [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/ahsan_ahsan/ahsan_ahsan-1436003158-ef8f2ac_xlarge.jpg



হাবিব ভাইয়ের ব্লগ লিংকঃ Click This Link






হাবিব ভাইয়ের চিকিৎসার আপডেটঃ উনার অপারেশন যেকোন দিন হয়ে যাবে। টাকা সংগ্রহিত টাকার পরিমান ৭ লক্ষ।
এবং যার প্রায় অর্ধেক গত ৮ দিনের প্রচেস্টায় সংগ্রহ করা । আশা করছি আমি নিয়তিম আপডেট দিতে পারবো । যারা একটু দ্রুত জানতে আগ্রহী তারা সরাসরি ফেসবুকে দেখে নিতে পারেন।

ফেসবুক লিংকঃ Click This Link



*********************************************************

সামুর প্রথম স্বর্ণযুগের শেষে দিকের ব্লগার "নোবেলবিজয়ী টিপু"র কথা মনে আছে সবার? ব্লাডক্যান্সারের কাছে পরাজিত হয়ে টিপু আমাদের ছেড়ে চলে যায় । কেউ জানতো না টিপু ব্লাডক্যান্সারে ভূগছিলো। অর্ধচিকিৎসায়/বিনাচিকিৎসায় অল্প বয়েসী ছেলেটা মারা গিয়েছিলো সেসময়। তীব্র আত্মসম্মানবোধের কারনে সে কোনোদিন কারো কাছে হেল্প ও চায় নাই।

ওর মৃত্যুর পর সামুর ব্লাড ক্যান্সার বিষয়ক লেখা তার সেই পোষ্টে আমরা দেখেছি শত শত ব্লগারের আহাজারি। সেই ব্লগটা খুজলে পাওয়া যাবে।
-------------------------------------------------


সামুর আরেক ব্লগার বিবাহিত ব্যাচেলর ওরফে রহমান হাবিব ভাইর কিডনী প্রতিস্থাপনের অপারেশন হবে ভারতে, আগামী ৫/৭ দিন পর। আজও সামু আছে, সামুর সেই ব্লগারেরা আছে। হাবিবের আদর্শিক অবস্থান যাই হোক, সামুর ইস্পিত ইডিয়লজির পক্ষে হোক কিংবা বিপক্ষে, কিন্তু সে সামুর একজন এক্স ব্লগার, সে একজন মানুষ। এই ফেসবুকেই আমরা দেখসি লীগ/দল/জামাতী/নাস্তিক নির্বিশেষে সাধারণ অনেক ব্লগার তার খোঁজ নিচ্ছেন। যারা একসময় এই সামুতেই হাবিবের সাথে ব্লগীয় টাগ অফ ওয়ারে লিপ্ত ছিলো বিভিন্ন ইস্যুতে।

বাংলা ব্লগস্ফিয়ারের শুরুর দিকের যাত্রী হিসাবে সামু কি তার একজন সদস্যের জন্য কিছু করতে পারে না?

হাবিব ভাই নিজেই তার চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রি ও ধারকর্জ করে প্রায় সবটাই যোগার করে ফেলছেন। ফেসবুকে তাঁর বন্ধুরা চিকিৎসার খরচের একটা অংশ ইতিমধ্যে সংগ্রহ করে দিয়েছে। উনি ভারতে হাসপাতালে ভর্তি হয়ে অপারেশনের অপেক্ষায় আছেন।
কিন্তু কিডনী ট্রান্সপ্ল্যান্টের জন্য ঐ অপারেশনের টেবিলে যেতে এখনো দুই লাখ বাংলা টাকা (২০০,০০০ /-) টাকার প্রয়োজন।

সামুর সম্মিলিত প্রচেস্টার কাছে এই ২ লক্ষ টাকা কিছু না। ৫০/১০০ টাকা করে অনুদানের হাত বাড়ালেই সামুর একজন ব্লগার বেঁচে থাকবেন আরো দীর্ঘদিন। বিবাহিত ব্যাচেলর যদি সঠিক সময়ে চিকিৎসা অভাবে মারা যান, তবে টিপুর জন্য ফেলা অশ্রুগুলো বৃথা যাবে। আমরা টিপুকে সাহায্য করতে পারি নাই। হাবিবকে সাহায্য করি। সামুর সহযোদ্ধা বিবাহিত ব্যাচেলারকে সাহায্য করি ।

যার যতটুকু সামর্থ আছে তাই নিয়ে উনার পাশের থাকি । আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় একটা বাচ্চা মেয়ে যদি
তার পিতাকে ফিরে পায় .।.. একজন গৃহবধু যদি আবারো কোনো একদিন স্বামীর সাথে রিক্সায় ঘুরতে পারে তাহলে ক্ষতি কি ?

এখনো সময় আছে। আমরাই পারি।

পুনশ্চঃ উনি কলকাতার BLK Hospital এ ভর্তি আছেন।
হাসপাতালের ওয়েব লিংকঃ http://www.blkhospital.com/

টাকা পাঠানোর সময় একটু খেয়াল করুনঃ
এজেন্ট নম্বরটা ওনার কাজিনের সে দোকানদার , এই নাম্বারে কেউ টাকা পাঠালে যেন আগে একটু ফোন করে দেয় । অথবা কোন নাম্বার দিয়ে টাকা পাঠাইছে সেই নাম্বারটা 01912312235 এই নাম্বারে মেসেজ করে দেয় ।

হাবিব ভাইকে সাহায্য পাঠাবার ঠিকানাঃ

বিকাশ পার্সনাল নম্বার
01612858543
01712858543
01611858543
01912312235

বিকাশ এজেন্ট নম্বর
01910859201

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং।
016128585439

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট
Habibullah
A/C no : 1191525804
Dutch Bangla Bank, Donia Branch.Dhaka.

ফেসবুক লিংকঃ Click This Link [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/ahsan_ahsan/ahsan_ahsan-1436003158-ef8f2ac_xlarge.jpg



হাবিব ভাইয়ের ব্লগ লিংকঃ Click This Link




মন্তব্য ৮৪ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:০৫

আমিনুর রহমান বলেছেন:


ইনশাআল্লাহ্‌ খুব শীঘ্রই ২ লক্ষ যোগাড় হয়ে যাবে। এর আগেও সামু থেকে বহু টাকা অনেকের চিকিৎসার জন্য যোগাড় হয়েছে।
আজকে একজন সহ-ব্লগারের জন্য মাত্র ২ লক্ষ টাকা যোগাড় না হলে সেটা হবে অবিশ্বাস্য।


সকলের দৃষ্টি আকর্ষনের জন্য পোষ্টটি স্টিকি করার অনুরোধ রইল সামু কর্তৃপক্ষের কাছে।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:১৫

অনিক আহসান বলেছেন: প্রত্যাশা করছি সামু সাড়া দিবে। সামহোয়ারনইন ব্লগের উপরে আমাদের অধিকার আছে। জানা আপুর দৃস্টি আকর্ষন করছি।

২| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:২২

কাবিল বলেছেন: চেষ্টা করব ইনশাল্লাহ।



সবাই সাহায্য করবে অাশা করছি,
উনার জন্যে অনেক দোয়া রইল ।


কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পোস্ট ষ্টিকি করার জন্য।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:১৬

অনিক আহসান বলেছেন: সবাই সহযোগীতার হাত বাড়ালে বিবাহিত ব্যাচেলার অবশ্যই সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন

৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:৩১

আমিনুর রহমান বলেছেন:



নতুন অনেকেই হয়ত হাবিবউল্যাহভাইকে চিনেন না তাই আমার মনে হয় তার ব্লগ লিঙ্কটা তার নামের সাথে হাইপার লিঙ্ক করে দিলে আরো ভালো হতো।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:১৭

অনিক আহসান বলেছেন: থ্যাংস ভাল পরামর্শ দিছেন। আমি এডিট করে দিয়ে দিছি। তার বিবাহিত ব্যাচেলার নিকটা পাওয়া যায় কি না একটু দেইখেন ভাই

৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৬

সাইফুর বলেছেন: সামুতে আগেও অনেক অসম্ভব সম্ভব হয়েছে, এবারও হবে ইনশাল্লাহ

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:১৮

অনিক আহসান বলেছেন: অবশ্যই । সামুর ইতিহাস কিন্তু সেটাই বলে

৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: অনিক আহসান ,




এই মানবিক আবেদনটি যেন বিফলে না যায় , সে প্রার্থনা করি ।

পোষ্টটি ষ্টিকি করা হোক ।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:২০

অনিক আহসান বলেছেন: নিশ্চয় আমাদের সবার প্রার্থনা ও শুভ কামনা হাবিব ভাইয়ের সাথে আছে।
উনি সুস্থ হয়ে ফিরে এসে আবার সামুতে ব্লগিং করতে পারবেন এই কামনা করি

৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৪৪

ভবোঘুরে মুন্না বলেছেন: পোষ্টটি ষ্টিক করা হোক ।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

ভবোঘুরে মুন্না বলেছেন: ভাই একটু নোট করে দেন , এজেন্ট নম্বরটা ওনার কাজিনের সে দোকানদার , তো এই নাম্বারে কেউ টাকা পাঠালে যেন আগে একটু ফোন করে দেয় । অথবা কোন নাম্বার দিয়ে টাকা পাঠাইছে সেই নাম্বারটা 01912312235 এই নাম্বারে মেসেজ করে দেয় ।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৫

অনিক আহসান বলেছেন: থ্যাংক্স ..সংযুক্ত করে দিলাম

৮| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৩৯

নীরব দর্শক বলেছেন: পোষ্টটি ষ্টিক করা হোক ।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৪০

কিউপিড রিটার্নস বলেছেন: সামুর প্রতি অধিকার দাবী রেখে পোস্টটি স্টিকি করার আবেদন জানাচ্ছি।

১০| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৩

লিমন আজাদ বলেছেন: হাবিব ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।

পোস্ট স্টিকি করা হোক

১১| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩০

শামিল কায়সার বলেছেন: পোষ্টটি স্টিকি করা হোক, সামহয়ার কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আর হেল্পের ব্যাপারে হাবিব ভাইয়ের পরিচিত পুরনো ব্লগারেরাও এগিয়ে আসবেন আশাকরি।

১২| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩০

সুফিয়া বলেছেন: সবাইকে এই মানবিক আবেদনে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। আমিও আছি।

১৩| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৭

জুন বলেছেন: অবশ্যই আসবো

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪০

অনিক আহসান বলেছেন: জুন আপু সম্ভব হলে ফেসবুকে একবার শেয়ার দিবেন প্লিজ

১৪| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩০

দিপ বলেছেন: চেষ্টার কোন ত্রুটি করা হবেনা

১৫| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০১

সাহসী সন্তান বলেছেন: সবার সম্মিলিত প্রচেষ্টায় অনেক অসম্ভবকেও সম্ভাব করা যায়। আর এটাতো সামান্য দুই লক্ষ টাকা। আশা করি আমার মত সবাই এগিয়ে আসবেন!!

১৬| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১০

হাসান কালবৈশাখী বলেছেন: সে যে মতাবলম্বীই হোক, একজন সহ ব্লগার হিসেবে সবার উচিত এগিয়ে আসা।

১৭| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৩

বশর সিদ্দিকী বলেছেন: আশা করছি আমরা সামুর সকল ব্লগাররা পারবো। আমরা আগেও পেরেছি এবারও আমাদের এই ভাইটিকে ফিরিয়ে আনতে। অনেক ধন্যবাদ লেখককে আমাদের সবার সামনে বিষয়টা তুলে ধরার জন্য্

১৮| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৯

লেখোয়াড়. বলেছেন:
সবাই এগিয়ে আসবে এই কামনাই করছি। সামুকে ধন্যবাদ স্টিকি করার জন্য।

১৯| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৮

নুর ইসলাম রফিক বলেছেন: ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল।
আমরা কি পারবোনা গড়তে মহাদেশ সাগর অতল।
নিশ্চই পারবো।
কারণ মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য।

২০| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


সাথে আছি। পোস্টটা স্টিকি করাতে সামুকে ধন্যবাদ।

২১| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০২

কাঠুরে বলেছেন: পোষ্টটি স্টিকি করার জন্য ধন্যবাদ। :)

২২| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫২

জানা বলেছেন:

একটি মানুষকে বাঁচাতে তার মতৈক্য-মতানৈক্য বিবেচ্য হতে পারে না। একটি জীবন বাঁচাবার সুযোগ নিতে এই পবিত্র রমজান মাসে সবার প্রতি আন্তরিক ডাক জানাচ্ছি। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিন।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৯

অনিক আহসান বলেছেন: এই অসাধারন সাপোর্টের জন্য আপনার ও সামুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি জানা আপু। পরমকরুনাময় সবার মঙ্গল করুক

২৩| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৩

মো: আশিকুজ্জামান বলেছেন: সবাই সহযোগীতার হাত বাড়ালে সবই সম্ভব।

২৪| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯

বাংলার জমিদার রিফাত বলেছেন: সকলকে অনুরোধ জানাবো ওনার পাশে দাড়াতে।

দশের লাঠি , একের বোঝা।

২৫| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মরা কি এত সোজা ? আমরা আছি কি জন্যে ?


আমার চেষ্টার ফল সন্ধ্যার পর বিকাশ এজেন্টে পৌঁছে যাবে ইনশাল্লাহ !

২৬| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে।

২৭| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪

রাবার বলেছেন: টিপুর মত উনাকে হারাতে দিবনা আমরা ।

২৮| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১০

কামরুন নাহার বীথি বলেছেন: আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিন।

২৯| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৫

বাংলার ডাকু বলেছেন: তার সুস্থতা কামনা করছি

৩০| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০১

আহমদ নূর বলেছেন: দ্রুত সুস্থতা কামনা করছি.।

৩১| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

হুপফূলফরইভার বলেছেন: খুবই চমৎকার উদ্যোগ। নিঃসন্দেহে সাধ্যের সর্বোচ্চ চেস্টা থাকবে বিবাহিত ব্যাচেলর ভাইয়ের জন্য। ইনশাআল্লাহ টাকা জোগাড় হয়ে যাবে খুব শীগ্রই।

৩২| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৫

আরজু পনি বলেছেন:
একজন ব্লগার সে যেই মতাদর্শেরই হোক সে "ব্লগার" এটাই ব্লগে তার বড় পরিচয় ।
ইনশাহআল্লাহ উনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন ।

পোস্টটি দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করায় কর্তপক্ষকে ধন্যবাদ ।

৩৩| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২২

অগ্নিপাখি বলেছেন: ইনশাহআল্লাহ উনি দ্রুতই সুস্থ হয়ে আবার ব্লগিং এ ফিরে আসবেন এ কামনা করি।

৩৪| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৩

উর্বি বলেছেন: get well soon brother

৩৫| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রার্থনা করছি, পরম করুনাময় যেন দ্রুত তাকে সুস্থ করে দেন। আশা করি সকল ব্লগাররা এই মানবিক কার্যক্রমে অংশগ্রহন করবেন। দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের সবার মাঝে ফিরে আসুক। এই সামান্য টাকা ব্লগারদের শক্তির কাছে কিছু নয়।

পোস্টের শিরোনামটি - ব্লগার 'বিবাহিত ব্যাচেলার' ( রহমান হাবিব ভাই) এর চিকিৎসায় সহায়তা করুন।
- হলে দেখতে ভালো দেখাত।

আপনাকে ধন্যবাদ এই পোস্টটির জন্য।

৩৬| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি আমার সাধ্যমত সাহয্য করার চেষ্টা করেছি; আপনারাও আপনাদের সামর্থ মত সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা ব্লগাররা পূর্বে অনেককের বিপদে এগিয়ে এসেছি; চলুন এবারে আমাদের সহ-ব্লগারের বিপদের দিনে তার পাশে দাঁড়াই। আমাদের নিজেদের সামর্থ না থাকলে নিজেদের পরিচিত মানুষ যাদের সামর্থ আছে তাদেরকে এগিয়ে আসতি বলি।

"শুন হে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।"

৩৭| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:২২

হার্ড নাট বলেছেন: প্রমান হোক মানুষ মানুষের জন্য।

৩৮| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

অণুষ বলেছেন: অর্ধ চিকিৎসায় হাবিব ভাই মরবেনা ইনশাল্লাহ।
আল্লাহ তার পরিপুর্ন সুস্থতা ডান করুন।

৩৯| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৬

হামিদ আহসান বলেছেন: উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশা অল্লাহ৷ সবাই সাধ্য মতো পাশে থাকবো ...।

৪০| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:২০

কালের সময় বলেছেন: আর যাই হোক ভাই এমনেতো দিবেন তা ছাড়া যারা যারা যাকাত দিবেন সেই যাকাতের একটি অংশ থেকেও চাইলে
কিছু দিতে পারেন । আমি নিজেও চেষ্টা করবো । আপনাদেরকেও এগিয়ে আসার অনুরোধ করলাম ।
পোস্টির লেখককে এবং স্টিকি করার জন্য কৃতপক্ষকে ধন্যবাদ ।

৪১| ০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৩৬

প্লাবন২০০৩ বলেছেন: ভাই এটা নিয়ে চিন্তা করার কোন মানে হয়? মাত্র দুই লক্ষ টাকা !! আমরা আছি কি করতে? ব্লগারদের ক্ষমতা আজরাইল ও জানে !

৪২| ০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১০

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: মহান আল্লাহ তাঁকে সুস্থ করুন এবং যাঁদের সাহায্য করবার মত ব্যবস্থা আছে এই মূহুর্তে তাঁরা যেন হাবিব ভাইকে একটু সাহায্য করেন। এমন উদ্যোগের জন্য সামুকে অসংখ্য ধন্যবাদ জানাই।

৪৩| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২২

কানাই স্যার বলেছেন: সামর্থবানরা এখানেই মানবতা সেবার সওয়ারবর সুযোগ নিন।

৪৪| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আমার তো মনে হয় এভাবে ওনাকে টাকা না দিয়ে সামুর কয়েকজন ব্লগারের দায়ি্ত্বে সামুর সব টাকা এক সাথে করে ওনার হাতে তুলে দিতে পারলে ভালো হত.

.......আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো।

৪৫| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৫

সুমন জেবা বলেছেন: আল্লাহ তায়ালা উনার পরিপুর্ন সুস্থতা দান করুন।

৪৬| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪

মীর মোহাম্মদ উল্লাহ বলেছেন: আমাদের সম্মিলিত প্রচেষ্টা বৃথা যাবে না ইনশাআল্লাহ

৪৭| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২২

ভ্যাম্পায়ার রনি বলেছেন: ইনশাআল্লাহ্‌ খুব শীঘ্রই এই টাকা যোগাড় হয়ে যাবে। এর আগেও সামু থেকে বহু টাকা অনেকের চিকিৎসার জন্য যোগাড় হয়েছে।
আজকে একজন সহ-ব্লগারের জন্য মাত্র ২ লক্ষ টাকা যোগাড় না হলে সেটা হবে আমাদের ব্যার্থতা।

৪৮| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: অবশ্যই আমরা পাশে থাকবো।

৪৯| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৯

সোহাগ সকাল বলেছেন: বহুদিন পরে ব্লগে আসলাম। এসেই এমন একটা দুঃসংবাদ শুনে অনেকটা আঁতকে ঊঠলাম। উনি যেন খুব জলদি সুস্থ হয়ে উঠেন।

৫০| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩০

রাফি বিন তোফা বলেছেন: তিনি সুস্থ হয়ে উঠুক। সেই কামনা করি।

৫১| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০০

মোঃ মুন্না খান বলেছেন: আল্লাহ..... হাবিব ভাই কে হায়াতে তায়িবা কবুল করুন ........ সে যেন অনেক দিনধরে বেঁচে থাকতে পারে.

আসুন আমরা সবাই মিলে হাবিব ভাই এর চিকিৎসায় এগিয়ে আসি......

৫২| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ফেবুতে শেয়ার দিয়েছি। আজ বাসায় যাওয়ার পথে আমার সামর্থ অনুযায়ী সহযোগীতা পাঠিয়ে দিব।

৫৩| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮

জুলফিকারজিসান বলেছেন: টাকার পরিমান খুব একটা বেশী না, যে করেই হোক তাকে বাঁচাতে হবে।

৫৪| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩১

হায়দার সুমন বলেছেন: আল্লাহ হাবিব ভাইকে দ্রুত সুস্থ করে দিন।

পোস্ট স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ

৫৫| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ২:২২

অতঃপর সোহান বলেছেন: গন্তব্য হোক আপনার জন্য নির্ধারিতটি! সৃষ্টিকর্তার উপর সব কিছু! ভাল হয়ে উঠুন আশা করি আপনাকে তিনি খুবই কাছের জন মনে করেন! ফিরে আসুন উপযুক্ত স্থানে। আমার কোন পুন্যময় কর্ম যদি থাকে সেটা হোক আপনার জামানত!

৫৬| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৫

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: হাবিব ভাই দ্রুত সুস্থ হয়ে অামাদের মাঝে ফিরে অাসুন।

৫৭| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৩

তাল পাখা বলেছেন: একজন অসুস্থ মানুষের প্রতি সবার মানবিক হাত বাড়িয়ে দেয়া উচিৎ।

৫৮| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:২২

এন জে শাওন বলেছেন: এখানে কমেন্ট করার পাশাপাশি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করুন, আপনার এই শেয়ার ই হয়ত বড় হেল্প হতে পারে।

৫৯| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের
এই মানবিক আবেদনে এগিয়ে
আসার আহবান জানাচ্ছি।

৬০| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৪

ফাহিম জামান ।। বলেছেন: পোষ্টটি স্টিকি করা
হোক, সামহয়ার কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
আর হেল্পের ব্যাপারে হাবিব ভাইয়ের পরিচিত
পুরনো ব্লগারেরাও এগিয়ে আসবেন আশাকরি।

৬১| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৫

সুফল এস কে বলেছেন: আল্লাহ ভাইকে দ্রুত সুস্থ করে দিন।

৬২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৯

উদাসীফাহিম বলেছেন: ইন্শাহ আল্লাহ ভাই সুস্থ হবে. দরকার সবার সহযোগিতা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আবার প্রমান হোক

৬৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫২

কর্নফুলী বলেছেন: May Allah revive him soon.

৬৪| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৪

দি ভয়েস বলেছেন: মানুষ মানুষের জন্য । সবাই এগিয়ে আসলে অবশ্যই সম্ভব ।

পোস্ট স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ ।

৬৫| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৩

আবদুর রব শরীফ বলেছেন: মনটা খারাপ হয়ে যায়!!

৬৬| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯

আনস্মার্ট বলেছেন: ভাল পদক্ষেপপপপপপপপপপপপপপপপপপপপপ

৬৭| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৯

রিচ বলেছেন: দ্রুত সুস্থ্ হয়ে উঠুন প্রিয় হাবীব ভাই

৬৮| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩২

ইমতিয়াজ ১৩ বলেছেন: বর্তমান অবস্থা কি ?

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৮

অনিক আহসান বলেছেন: মোটামুটি সব ফাইনাল। যেকোনো দিন অপারেশন হয়ে যাবে। আমি চেস্টা করবো সব আপডেট নিয়মিত দিতে ।

৬৯| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৮

তেলাপোকা রোমেন বলেছেন: হাবিব ভাইয়ের বর্তমান অবস্থা কি? ৫/৭ দিন চলে গেছে। ব্লগের পাঠক ব্লগারেরা কতটুকু সাহায্যের হাত বড়িয়েছেন জানা হলো না। হাবীব ভাইয়ের জন্য শুভকামনা। ফিরে আসুন খুব দ্রুত।

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৮

অনিক আহসান বলেছেন: মোটামুটি সব ফাইনাল। যেকোনো দিন অপারেশন হয়ে যাবে। আমি চেস্টা করবো সব আপডেট নিয়মিত দিতে ।

৭০| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১০

ছোটমির্জা বলেছেন: সামুকে অনেক ধন্যবাদ স্টিকি করার জন্য আর ধন্যবাদ অনিক আহসান ভাইকেও।
'বিবাহিত ব্যাচেলর' জাতীয়তাবাদী ব্লগার। মজার মানুষ। চ্যালেঞ্জিং মানুষ।
অনিক ভাই লিখেছেন '' হাবিবের আদর্শিক অবস্থান যাই হোক, সামুর ইস্পিত ইডিয়লজির পক্ষে হোক কিংবা বিপক্ষে, কিন্তু সে সামুর একজন এক্স ব্লগার, সে একজন মানুষ।''
ইনিয়ে বিনিয়ে, ইয়ে মানে, হ্যাঁ আরকি করে মানুষকে সন্দেহের মাঝে ফেলে দেয়া কি ঠিক হল? সাধারণ পাঠক ও নতুন ব্লগারদের প্রথম ধারণা হতে পারে, হাবিব মিয়া একজন ভয়ংকর মানুষ, কিন্তু আমরা তার প্রতি মানবতা দেখাচ্ছি। উই আর গ্রেট- হোয়েদার সি ইজ!!
আরে ভাই, সেত দেশবিরোধী কোন কাজের সাথে বা চরম মানবতাবিরোধী কোন কাজের সাথে যুক্ত না, সে কারো লেখা মারে নাই, নারী হ্যারাজ করে নাই, রাজাকার-পাকিদের সাথে নাই, নোংরামী করে নাই, কারো অসন্মান করেনাই।
রাজনৈতিকভাবে দেশের চরম জনপ্রিয় একটা দলের সমর্থক। শুধু সেই কারণেই কি সামুর টেম্পার্মেন্ট-এ আঘাত লাগার সম্ভাব্যতার মেঘ বুনে আপনাদের মহান ভাবাদর্শ থেকে তাকে এইভাবে চরম অপরাধী হিসাবে সন্দেহে রেখে মানুষের কাছে সাহায্য চাইবেন? আমি মনে করি ব্যাপারটা আরো মজাদার করা যেত। উদ্দেশ্য যদি উনাকে সাহায্য করাই হয়ে থাকে।
লম্বা মন্তব্যের উদ্দেশ্য একটাই- ব্যাপারটা যেন গরু আর পাদুকার দিকে না যায়।

এনিওয়ে, তেনা প্যাচান আমার উদ্দেশ্যনা। পোস্টের জন্য ধন্যবাদ আবারো।
আমরা অনেকেই আমাদের সামর্থ্যানুযায়ী দিয়েছি, দিচ্ছি, হাত পাতছি।
আপনাদের দিকে তাকিয়ে থাকলাম, প্রিয় পাঠক, প্রিয় ব্লগার।
শুভ ব্লগিং...

৭১| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

অনিক আহসান বলেছেন: সর্বশেষ আপডেটঃ হাবিব ভাইর অপারেশন আগামী কয়েকদিনের মধ্যেও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আশাকরি অপারেশনের আপডেট জানাতে পারবো ।



উনার ফেসবুক লিংকঃ
https://www.facebook.com/BIBAHITO.BECHELOR?fref=ts


৭২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:১৯

আবদুর রব শরীফ বলেছেন: আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে তুলুক....আমীন ..

৭৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৫

তাপস কুমার দে বলেছেন: আমাদের ভাই কোথায় যাবে।আমরা তবে কেন আছি।বিপদে না থাকলে থাকবো কবে।একের বোঝা দশের লাঠি সবাই মিলে সাথে থাকি।

৭৪| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৪

অনিক আহসান বলেছেন: হাবিব ভাইয়ের অপারেশন হয়েগেছে ১৩ তারিখ সকালে, এখন জ্ঞান ফিরেছে, ডক্টর বলছে চিন্তার কারন নেই, পুরা ৩ মাস একদম বিশ্রামে থাকতে হবে, সবার কাছে থেকে দুরে যেন ভাইরাস না লাগতে পারে। ৩ মাস সব ঠিক ভাবে থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে।

প্রথম পর্যায়ে বিপদ কেটে গেছে। উনার জন্য দোয়া/প্রার্থনা করেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.