নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মাদক নিয়ে অযুহাত

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩


আমার মেডিকেলে পড়া ফ্রেন্ড কে জিগ্যেস করলাম "ড্রাগ কেন নিস ?"
সারা রাত পড়তে হয় সকালে ক্লাস করতে হয় তাই ।

CU তে পড়া বড় ভাই কে জিগ্যেস করলাম তারও একই উত্তর ।
আমি নিজেও সারা রাত জেগে থাকি । দিনে ৬ ঘন্টার বেশি ঘুমোতে পারিনা।

ব্যপারা টা হচ্ছে আমার পকেটে ড্রাগ কেনার টাকা নেই , আর আমি ঢাকা থেকে আসার পরে বন্ধু নির্বাচন খুব সতর্কতার সাথে করি ।
আমার আসে পাশের পরিবেশ টাকে আমি নিজেই তৈরী করি আমার মত করে । মানুষ জনের সাথে মিশি আমার নির্বাচনেই । কেউ যদি বলে পরিবেশের কারণে সে খারাপ তাহলে সে ভুল বলবে । সমাজে হাজার প্রকারের পরিবেশের উপস্থিত ।

অর্থনৈতিক পরিবেশ , ভাল পরিবেশ , মন্দ পরিবেশ । ভাল মন্দের মধ্যেও হাজার বিবেধ আছে । যেমন মন্দ পরিবেশ নদী নালা পরিষ্কার পরিচ্ছন্ন তার মধ্যেও হতে পারে আবার আশে পাশের মানুষ বেশির ভাগ ই যখন খারাপ হয় । আপনার নির্বাচন করতে হবে আপনি কোনটা চান ।
আমি ইদানিং বন্ধু বান্ধবের সাথেও মেশা বন্ধ করেছি । এখন আমার বন্ধু আমার মুভি , ইউটিউব চ্যানেল আমার কম্পিউটার , ব্রডব্যান্ড লাইন ।

প্রযুক্তি আপনাকে মন্দ হওয়া থেকে আটকাবে তাও ভুল , আপনি প্রযুক্তির কোনটা গ্রহণ করছেন তাই নির্ভর করছে আপনার ওপর । আপনি ভাল থাকবেন নাকি খারাপ থাকবেন তাও আপনার হাতে । পরিবেশ থেকে আপনি প্রভাবিত হতে পারেন কিন্তু পরিবেশ কে চাইলে আপনি নিজের প্রভাবে আপনার মত করে তৈরী করতে পারবেন । আমি মেডিকেলের এমন মেয়েকে চিনি যে ক্লাস করে সব গুলো এবং ক্লাসের পড়া গুলো জমিয়ে রাখেনা , তাই তার দিনে ৩ ঘন্টার ওপর পড়তে হয়না । সন্ধ্যার পর পড়া শেষ করে সে ১১ টার মধ্যে ,ঘুমিয়ে পড়ে । রাতে সে স্বপ্ন দেখে । বড় ডাক্তার হওয়ার স্বপ্ন । সে সেই স্বপ্ন দিনে পূরন করার যুদ্ধ্যে নেমে পড়ে।

কেউ যদি বলে পড়ার জন্য দিনে ক্লাস করার জন্য ইয়াবার প্রয়োজন । সে ভুল বলে । তাকে শোধরান । বন্ধু হিসেবে তাকে সাহায্য করুন । একা ফেলে যাবেন না । সমাজের একটা অংশ হিসেবে আপনার দায়িত্ব আপনার বন্ধুকে সুপথে ফেরানো ।

আসুন সমাজ টাকে বাঁচাই ।
মাদক কে না বলি ।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮

সুমন কর বলেছেন: আপনি ভাল থাকবেন নাকি খারাপ থাকবেন তাও আপনার হাতে । পরিবেশ থেকে আপনি প্রভাবিত হতে পারেন কিন্তু পরিবেশ কে চাইলে আপনি নিজের প্রভাবে আপনার মত করে তৈরী করতে পারবেন । -- ছোট করে চমৎকার ভাবে গুছিয়ে লিখেছেন।

+।

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩১

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । মন্তব্য দানে অশেষ ধন্যবাদ :)

২| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০১

জে.এস. সাব্বির বলেছেন: আমিও চিন্তা করেছি বেশী পড়াশুনার জন্য ড্রাগস নিতে হবে!(সিরিয়াসলি!!) ।। আচ্ছা ড্রাগস কি মনোযোগ বৃদ্ধি করে না ?? :|

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১০

আহসানের ব্লগ বলেছেন: মনোযোগ বৃদ্ধি কর ! অসম্ভব । জীবন ধংস করে দেয় ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২

জে.এস. সাব্বির বলেছেন: "যেকোন নেশাই জীবন ধ্বংস করে ।.... আমি নেশা করার কথা বলছিনা ।"....পাবলিক প্লেসে এই ব্যাপারে খোলামেলা আলোচনা করাটা ঠিক হবেনা ।কোট করা দুই লাইনের আলোকে আবার মন্তব্য করবেন ।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৫

আহসানের ব্লগ বলেছেন: বুঝিনি ভাইয়া ।

৪| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসুন পরিবেশটাকে বাচাঁই

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৬

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ সহমতে ।

৫| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: নিজে ভালো হলে সবই ভালো। যে নিজে খারাপ তার কাছে সবই খারাপ।
ক্রিস্টমাসে, ঈদের আমরা কার্টুন কার্টুন বিভিন্ন ব্রেন্ডের ওয়াইন, বিয়ার, হুইস্কি পাই। কিন্তু আমরা আজ পর্যন্ত কোন দিন খুলেও দেখিনা, ইচ্ছাও হয়না।
খ্রিষ্টান যারা পান করে, তাদের দিয়ে দেই।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২০

আহসানের ব্লগ বলেছেন: কিন্তু ওরাও লিমিটে রাখে আর আমরা একবার পেলে আর ছাড়িনা । গলা অব্দি উঠিয়ে ছেড়ে ।

৬| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আমার কেন জানি মনে হচ্ছে দিন দিন আমরা মাথা মোটা জাতিতে পরিণত হচ্ছি।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২০

আহসানের ব্লগ বলেছেন: এমন মনে হওয়ার কারণ ।

৭| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

তামান্না তাবাসসুম বলেছেন: অল্প কথায় সুন্দর লেখা।
শুভকামনা :)

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৯

আহসানের ব্লগ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা ।

৮| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৫

মাহফুজ বলেছেন: হিটলার ড্রাগস যার আধুনিক নামকরণ ইয়াবা, তিলেতিলে কেড়ে নিচ্ছে জীবনী...

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৬

আহসানের ব্লগ বলেছেন: আসুন রুখে দাড়াই । ভবিষ্যত প্রজন্ম কে বাঁচাই ।

৯| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৯

বিষাদ সময় বলেছেন: sb] সমাজে হাজার প্রকারের পরিবেশের উপস্থিত ।
পরিবেশ থেকে আপনি প্রভাবিত হতে পারেন ..

ভাল লাগল আপনার সহজ সরল কিন্তু বিশ্লেষণমূলক লেখাটি পড়ে।

একজন মানুষের ভাল বা মন্দ হওয়ার পিছনে পরিবেশের প্রভাব অবশ্য্ই আছে তবে তা একমাত্র নিয়ামক নয়।
ইংরেজীতে একটা প্রবাদ আছে " Birds of a feather flock together." আসলে একটা মানুষ তার নিজের চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী তার সঙ্গী নির্বচন করে। দৃঢ় চরিত্রের ব্যক্তিরা পরিবেশ দ্বারা প্রভাবিত হয় কম বরং তারাই পরিবেশকে প্রভাবিত করে। কিন্তু যাদের চরিত্রের দৃঢ়তা কম তারা পরিবেশ দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভবনা অনেক বেশি।

আবার খুব ছোট বেলা থেকে কোন ব্যক্তি যদি বৈরী পরিবেশে বসবাস করে, সেক্ষেত্রে তার পরিবেশের পারিপার্শিক নিয়ামক দ্বারা প্রভাবিত চরিত্র গঠনের সম্ভাবনা অনেক বেশী।

ধন্যবাদ সুন্দর একটি লেখার জন্য।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১০

আহসানের ব্লগ বলেছেন: আপনার গঠন মূলক মন্তব্য পেয়ে ভাল লাগলো ভাইয়া ।

১০| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আসলেই তাই। আমাদের চারপাশটা আমরাই তৈরি করি।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৮

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

গেম চেঞ্জার বলেছেন: হুম!! অনেক সময় অযুহাতই প্রকৃত কারণ!! শোধরানোও অনেক কঠিন কাজ!! :|

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

আহসানের ব্লগ বলেছেন: তাও ঠিক তাই তো আমাদের সবাই কে একসাথে লড়তে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.