নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আরেক টি গণধর্ষণ

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৪

চাঁদগা পুকুর পাড়ে রিকশা থেকে নামিয়ে ২২ বছরের নারীকে ডাস্টবিনের পাশে নিয়ে গণধর্ষণ। কোথাও তো কেউ নিরাপদ না। আট জন গ্রেপ্তার । শৈশব থেকে বাবা মায়েরা ছেলেদের মনে নারীদের জন্য সম্মান বোধ গেঁথে না দেয়ার প্রতিফলন এটা । আর ভিকটেম কে দোষারোপ করা তো হর হামেসাই দেখা যাচ্ছে ৯৮ ভাগ পুরুষ ই উলটো ভিকটিমকে দোষারোপ করে। যার ফলে এসব রেপিস্ট রা আরও বেশী বিপথে যাওয়ার সাহস পায় । দিন রাত পর্দা পর্দা করেতে করতে পুরুষ তার চোখের পর্দা করতে করতে ভুলে যায় । জানিনা দেশের কি অবস্থা তবে এটা কোনো যুদ্ধাবস্থার চেয়ে কম নয়।

১. সোস্যাল এবং সামাজিক আলোচনায় যারা ভিকটিম কে দোষারোপ করে তাদের বর্জন করুন ।
২. সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা যারা ছড়ায় ডিজিটাল নিরাপত্তা আইন প্রোয়োগ করুন।
৩. যেসব নিউজ চ্যানেল ঘৃণা মূলক কমেন্ট রেখে দেয়, ভিকটিমকে দোষারোপ করা কমেন্ট এবং এসব ক্যাচাল দিয়ে তাদের পেজের নিউজ ভাইরাল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিন।
৪. শিশু বয়স থেকে নারী ও শিশুর প্রতি সহনশীল হওয়ার শিক্ষা মূলক গল্প প্রবন্ধ পাঠ্য বইয়ে যুক্ত করুন ।
৫. ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যদন্ড পাশ করুন ।
৬. বাবা মায়েদের সুষ্ঠ অভিভাবক হওয়ার শিক্ষা দান করুন জাতীয় টেলিভিশন এবং সব কটি টেলিভিশনে প্রচার করুন ।
ঠিক যেভাবে স্যানিটেশন নিয়ে প্রায় এক যুগ বিটিভে তে প্রচার হয়েছিলো বিভিন্ন নাটক, গান এবং অন্যান্য অনুষ্ঠান ।
৭. ধর্ষিতার ন্যায় বিচার পেতে সর্বাত্মক সহায়তা করুন ।
একটি অপরাধীও যেন পার না পায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৮

রাজীব নুর বলেছেন: ধর্ষনের কথা শুনলেই আমার দম বন্ধ হয়ে আসে।

২| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৩:২৮

অনল চৌধুরী বলেছেন: কিসের বিচার-ফাসী !!!
পরিচয় নিশ্চিত হলে ক্রসফায়ার করা হোক, ঝামেলা শেষ।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৮

আহসানের ব্লগ বলেছেন: প্রিয় ব্লগার। এটা কোনো সমাধান নয়। এতে করে টেকনাফের পুনরাবৃত্তি ঘটবে । ১০ টা ক্রসফায়ারে ৫ টা নিরীহ লোক থাকবে ।
ক্রস ফায়ার বানিজ্য শুরু হবে। যদিও মেজর হত্যার পরে অনেক কমেছে। এসব আবার মাথা চাড়া দিয়ে উঠবে ।

৩| ১১ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:০৬

অনল চৌধুরী বলেছেন: ঢাকা শহরেএকটা দৃষ্টান্ত দেখান যেখানে ধর্ষণের বিচার হয়েছে?
ভদ্র-ধনী ঘরের মেয়েরা তো আদালতেই যায়না।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৮

আহসানের ব্লগ বলেছেন: বাবা মায়েরা নৈতিক দায়িত্ব টাই পালন করতে পারেন না । ছেলেদের মনে নারীর প্রতি সম্মান একমাত্র বাবা মা ই বপন করতে পারেন । অন্য কেউ নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.