নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মেধাবীরা চাকরী পেলেই বেঁচে মরে ।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১১

রাফার Nijeke Harabar Bhoy মাত্র ১ মিলিয়ন ভিউ । কি রুচি ছিলো আমাদের আর এখন কতটা অধঃপতন।
এই দেশেটাকে একসময় ব্ল্যাকের মত আন্ডারগ্রাউন্ড ব্যান্ড পর্যন্ত কাপিয়ে বেড়াতো।

এখন গান শুনে পিরান খানের । অটো টিউন মানুষ কে বন্দি করেছে ।
সব ধরণের ব্যান্ড তো হারিয়ে গিয়েছে, নামে মাত্র টিকে আছে কিছু।
মাঝে মধ্যে তুহিন, এসেজের মত ব্যান্ড গুলো দু একটা সিংগেল নিয়ে আসলেও,
পুরো এলবাম করার কারো সাহস হয়না ।
কারণ আমরা মনে করি এমবি কিনে গান ডাউনলোড করলে শিল্পিরা টাকা পায় ।

আর্বোভাইরাস আর নেমেসিসের মত ব্যান্ড গুলোর ঠিকানা এখন কোথায় কেউ জানেনা ।
এই লাইনের অবস্থাও ভালনা, আয় নাই, রোজগার নাই, মেধাবীরা চাকরী পেলেই বেঁচে মরে ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯

মানিক_চন্দ্র_দাস বলেছেন: ভাল লিখেছেন

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৫

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া কিন্তু দেশের শিল্পি আর শৈল্পিক অবস্থা ভালো নেই ।

২| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কি সংগীতের সাথে যুক্ত?

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৫

আহসানের ব্লগ বলেছেন: প্রিয় পুরোনো বন্ধু "না" আমি শুধুই শ্রোতা সাধারণ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৩

মুজিব রহমান বলেছেন: আমাদের ভাবাদর্শ উন্নত ও বিজ্ঞানভিত্তিক নয়। ধর্মীয় আগ্রাসন আমাদের সংস্কৃতির মধ্যে একটি বদল এনেছে। এটা বদলে দিতে হবে আবার।

ভাল গান মানুষ শুনতে চায় না তাও নয়। সর্বত মঙ্গত গানটি দেখুন- শ্রোতারা ঠিকই গ্রহণ করেছে।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৮

আহসানের ব্লগ বলেছেন: আর্টসেল, ওয়ারফেজ, এল।আর।বি সহ কত গুলো ব্যনাড ক্যাসেট বিক্রি করে একসময় কোটি টাকা আয় করেছে । আর এখন মানুষ যদি শুনেও আয় কিন্তু হয় না। অনলাইন ভিত্তিক কেনা কাটা আমাদের হয়না, আর মানুষ তো মনে করে এমবি কিনলে শিল্পি রা টাকা পায়।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০১

আমি সাজিদ বলেছেন: ওই স্মার্ট জেনারেশনটা নাই এখন। কেমন যেন সব।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১০

আহসানের ব্লগ বলেছেন: হ্যা তা সঠিক।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: যারা শুধু মাত্র চাকরীর জন্যই লেখাপড়া করে তারা দেশের মেরুদন্ডটাই নড়বড়ে করে দেয়।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১১

আহসানের ব্লগ বলেছেন: তা তো একদম সঠিক । ১০ জনে ১০ টা উদ্যেগ নিলে আরও হাজার জনের গতি হয় । কিন্তু সবাই মিলে চাকরী খুঁজলে উদ্যোক্তা পাবো কোথায় আমরা !

৬| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: রাফার এই গানটা প্রতিদিন শোনা হয় মুঠোফোনে বাংলা রেডিওর বদৌলতে। দুর্দান্ত।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১১

আহসানের ব্লগ বলেছেন: আমিও মাঝে মাঝে শুনি ইউটিউবে । ভালো লাগে ।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৮

মনিরা সুলতানা বলেছেন: সে এক কল্প সময় মনে হয়। কত কষ্টে টাকা জমিয়ে কিনেছি। এখন সব হাতের মুঠোয় বলেই সব কেমন।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১২

আহসানের ব্লগ বলেছেন: জ্বী প্রিয় ব্লগার । এখন সব হাতের মুঠোয় কিন্তু আমরা পাইরেসি না করি ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৪

পদ্মপুকুর বলেছেন: আমাদের মত যারা ৯০ এর প্রজন্ম, আমাদের গান আটকে আছে জেমস, আইয়ুব বাচ্চু, হাসান, পার্থ, মাকসুদ, টুটুল, হামিন-শাফিন এবং এরকম আরও কয়েকজনের মাঝে। যে অস্বাভাবিক সুন্দর গান তারা দিয়ে গেছেন, আমরা সেটার বাইরে চিন্তাই করতে পারি না্। এটা যেমন সত্য, তেমনি সব প্রথমকেই গঞ্জনা সইতে হয়েছে এটাও সত্যি।

এখন যে সব গান হচ্ছে, বলা যায় না, একদিন এটাই হয়তো গ্রহণযোগ্যতা পাবে বেশি করে। এ সময়ের প্রজন্মের কাছে এ গানগুলোই হয়তো আবেদনময়তার শেষ স্তর হিসেবে বিবেচিত হবে।

আহা হা, 'সেই তুমি কেনো এত অচেনা হলে' এর মধ্যে যে কি রোমান্টিকতা, তা কি করে বুঝবে অটোটিউনের প্রজন্ম?

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৩

আহসানের ব্লগ বলেছেন: কিন্তু আমরা তো এখন রিমিক্স সঙ্গীত শুনতেই অভ্যস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.