নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সরকার তো ধর্ম নিয়ে রাজনীতি করেনা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২১

সরকার তো ধর্ম নিয়ে রাজনীতি করেনা । করে সেকুলার রাজনীতি তাই দেশের সিংহ ভাগ মানুষ আবার বিম্পি চায় কিন্তু বিম্পির জন্য রাস্তাতেও নামেনা গ্রেপ্তারের ভয়ে। তাদের দেশ প্রেম এতোই কম যে তারা গ্রেপ্তার কে ভয় পেয়ে ঘরে বসে ফেসবুকে ইউটিউবে কমেন্ট করেই প্রতিবাদ করে । শেখ সাহেব যদি গ্রেপ্তার কে ভয় পেয়ে পাকিদের মান্য করে চলতেন ওনাকেও ১৩ বছর জেল খাটতে হতনা দেশ ও স্বাধীন হতোনা। নুর হোসেন যদি এরশাদের গুলির ভয়ে ঘরে বসে শ্লোগান দিতেন তবে তাকে শহীদ হতেও হতোনা এরশাদেরও পতন হতোনা। মিয়ানমারের জনগন ঘরে বসে আন্দোলন করেছে তাই ৬০ বছর তাদের জান্তার পদতলে থেকে দরিদ্র দেশের কাতারে এখনো থাকতে হচ্ছে । আমার কথা হচ্ছে আপনাদের হাসিনার প্রতি এতো ঘৃণা, সরকারের এতো দোষ, আন্দোলনে দম নাই কেন? কেচি গেটের ভেতরে থেকে "দেশের যুবকেরা বুক দিয়ে বুলেট ঠেকাবে" টাইপ বক্তব্য দিলে কি হবে নাকি ভাই? রাস্তায় নামেন, "জেলের ভেতর মাকে আর থাকতে দেবনা টাইপের গান বের করে নাচলেই আন্দোলন হয় না ভাই ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:




দেশের সিংহভাগ বিএনপি'কে চায়? বিএনপি কিসের রাজনীতি করে?

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪০

আহসানের ব্লগ বলেছেন: বিম্পি করে শুধু মাত্র দূর্নীতির রাজনীতি । দেশ নিয়ে কোনো ভিষন মিশন তাদের নেই । তাদের আছে শুধু এক বুক জ্বালা ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:




সরকার সেকুলার হওয়ায় আপনি কি ধর্ম ছেড়ে দিয়েছেন?

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৯

আহসানের ব্লগ বলেছেন: কিসের সাথে কি তুলনা দিচ্ছি । সেক্যুলার হলে ধর্ম কেন ছাড়তে হবে , নিরোপেক্ষতার ভিত্তিতেই গণতান্ত্রিক দেশ চলবে । নাহলে আর কিসের গণতন্ত্র হলো এটা !

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: সরকারগন সব কিছুই নিয়ে রাজনীতি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.