নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

১ বিলিয়ন ডলার ঋণের জন্য দেশ বিক্রি হবেনা। ৩২২ বিলিয়ন জাতীয় মোট আয়। ভয়ের কিছু নেই।

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৬

আমি বুঝিনা আমেরিকা হউক আর চীন হউক যেখান থেকেই বিনিয়োগ আসুক না কেন ভারতের মিডিয়ার এতো জ্বালা কেন? আমাদের বরেন্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরেও তাদের মিডিয়া তে কোনো প্রচার হয় নাই। কিন্তু যখনই কোনো দেশ কোনো বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসে তখন ই তাদের জ্বালা বেড়ে যায় । দাদারা বলছে আমারা নাকি বিক্রি হয়ে যাবো চীনের কাছে মাত্র ১ বিলিয়ন ডলার ঋণ নেয়া হচ্ছে চীন থেকে তিস্তা বাঁধের জন্য, আমাদের জাতীয় আয় ৩২২ বিলিয়ন ডলার, সামান্য এক বিলিয়ন ডলারে আমাদের কোনো ভয় নাই। দাদাদের কাজই হচ্ছে আমাদের ভেতরে ভয় ঢুকিয়ে দেয়া ।

আমাদের রিজার্ভও কিন্তু আল্লাহ দিলে কম না। ভারতের কাছ থেকে তো আমরাও ২ বিলিয়ন ডলার ঋণ নিয়েছিলাম।
দাদাদের শর্তও ছিলো অদ্ভুত। ঋণের ৭৫ শতাংশ পন্য ভারত থেকেই আমদানি করতে হয়েছে। সেই ঋণের টাকায় ভারত
থেকে যে পরিমাণ বাস, ট্রাক ১০০০টি বিআরটিসির জন্য তা সবই তো ভেঙ্গে চুড়ে ভাগাড়ে পড়ে আছে। ভারত কি তাহলে
এই ভেবেছিলো ২ বিলিয়ন ডলারের ফাদে ফেলে আমাদের জিম্মি করে ফেলবে? চীনের ১ বিলিয়নে যদি আমরা
বিক্রি হয়ে যাই তাহলে ২ বিলিয়নে তো কথাই নেই । তাই না!

এখন আমার মত যুব সমাজের একটা লক্ষ্য কোনো ভাবে যদি তিস্তা প্রকল্প টা বাস্তবায়ন হয়ে যায় । তিস্তা পাড়ের মানুষদের ভাগ্য ফেরাতে আরও ১০ বছর লাগতে পারে। প্রকল্প ব্যয় অনেক বেড়ে যেতে পারে। কিন্তু আমাদের পিছিয়ে গেলে হবেনা । কয়েক মাস আগে যেভাবে তিস্তা প্রকল্প নিয়ে আলাপ আলোচনা হচ্ছিলো তা আবার বন্ধ হয়ে গিয়েছে । দেখা যাক সামনে কি হয়।


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৩

রেজওয়ান ইসলাম বলেছেন: ভারতেরই তো জ্বলার কথা,অন্য কারো জ্বলবে কেন?

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪০

আহসানের ব্লগ বলেছেন: পাকিস্তানের মিডিয়া হায় হায় করে বাংলাদেশ তাদের থেকে এগিয়ে গেলো তাই । ভারতের জ্বলে, এসব দেখে মজা পাই।

২| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: আমরা গরীব অসভ্য থাকলে তাদেরই সামষ্টিক লাভ!

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪১

আহসানের ব্লগ বলেছেন: হ্যা তাহলে আরও কাঁঠাল ভেঙ্গে খাওয়া যাবে ।

৩| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২১

সভ্য বলেছেন: সুন্দর লেখা। ভারত আমাদের প্রতিবেশী দেশ হলেও অনেক সমৃদ্ধ দেশ, ওরা বেশী সময় পেয়েছে নিজেদের গুছিয়ে নিতে।আমাদের তাদের সাথে তুলনায় না যাওয়ায় ভালো হবে.ওদের অনেক গায়ে জ্বালা হবে এটা স্বাভাবিক। আমরা খুব শীর্ঘ্রই তাদেরকে ফেল মেরে উপরে উঠে যাবো এটা ওরা কখন ও চাইবে না.আমাদের খেলতে হবে টেকনিকেলি। তবে ভাবতে হবে টেকনিকেল খেলার আগে আমাদের একপার্ট কতটা শক্ত। কারণ বুঝতে অসুবিধা নেই যে আমরা ৭১ এ সব একপার্ট হারিয়েছি.তাদের ঘরের জন্ম নেওয়া যারা আছে তাদের কে সম্বল করে কিছু করা যাবে না, কেননা তাদের বেশীর ভাগ দেশের বাইরে.তাই ভাবতে হবে, অনেক ভাবনা ভাবতে হবে.যাই হউক, নতুন বছরে শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪২

আহসানের ব্লগ বলেছেন: সেটা ঠিক । তবে ধর্ম ভিত্তিক রাজনীতির কারণে ওদের অর্থনীতি এখন কোনঠাসা । আমরাও যেন তেমন দিকে না চলি সেটাও দেখতে হবে ।

৪| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



৫ম শ্রেণীর বালকের অর্থনীতির পাঠ! ভারতের কয়েক লাখ লোক বাংলাদেশে চাকুরী পেয়েছে, কারণ আপনি পড়ালেখা করেননি, আপনার লেখা থেকে বুঝা যায় যে, আপনার অর্থনৈতিক জ্ঞান জাপানের ৫ম শ্রেনীর বাচ্চা থেকে কম।

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৫

আহসানের ব্লগ বলেছেন: ভারতের ১ লক্ষ লোকের কিছু বেশী বাংলাদেশে চাকুরী করছে কয়েক লাখ নয় । আমি লেখা পড়া করেছি কি করিনি তা আপনি জানলেন কি করে? আপনি কি পায়ে পড়ে ঝগড়া করতে এসেছেন নাকি? গ্রামের পাশের বাড়ি মহিলারা যেভাবে আসে।
যদি পারেন কিছু জ্ঞান না হয় বিলিয়ে যান। ঘৃণা ছড়াচ্ছেন কেন? আমার তো সন্দেহ হয় আপনি সুস্থ আছেন। আপনার কাছে সঠিক পরিসংখ্যান টাও নাই ১ লাখের কিছু বেশী লোক কাজ করে বাংলাদেশে কয়েক লাখ নয়। আজকের প্রথম আলোতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের উক্তি টা পড়ে নেবেন । আমার অর্থনৈতিক জ্ঞান অনেক কম আপনার তো বেশী। ভালো থাকবেন ।

৫| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



প্রথমবার শুদ্ধ করে ১ বিলিয়ন সংখ্যায় লিখতে পারবেন?

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৫

আহসানের ব্লগ বলেছেন: আপনি লিখতে পারবেন তো প্রিয় ব্লগার?আমি না হয় অশিক্ষিত আপনি শিক্ষিত হলেই হলো ।

৬| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: বুঝতে চেষ্টা করছি।

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৫

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.