নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রসরচনাঃ আমি একটু সমস্যায় আছি

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৮

সম্প্রতি ‘দুর্ধর্ষ প্রেমিক’ নামে একটি সিনেমা সারা দেশে মুক্তি পেয়েছে। এ ছবির নায়ক হালের সেনশেসন শাকিব খান। ছবিটি নাকি ভালো ব্যবসা করছে। আমি অবশ্য ছবিটি দেখিনি। এসব তথ্য আমার পত্রিকা পড়ে জানা।

তবে ছবিটির নাম নিয়ে আমি একটু সমস্যায় আছি। প্রেমিকের বিশেষণ হিসাবে আমরা সাধারনতঃ যে শব্দগুলোর সাথে পরিচিত, তা’ হলোঃ রোমান্টিক, পাগল, ব্যর্থ, সফল ইত্যাদি। যেমন-

রোমান্টিক প্রেমিকঃ রোমিও, জ্যাক(টাইটানিক) এবং তাদের অনুসারীরা।

পাগল প্রেমিকঃ মজনু, ফরহাদ, ইউসুফ নবী এবং তাদের অনুসারীরা।

ব্যর্থ প্রেমিকঃ দেবদাস এবং তার অনুসারীরা(তাদের মধ্যে আমি নিজেও আছি)।

সফল প্রেমিকঃ যারা প্রেমপর্ব শেষে প্রেমিকাকে বিয়ে করতে সক্ষম হয়েছেন। বাংলা ছায়াছবির প্রয়াত নায়ক আজিম। বর্তমান নায়িকা মৌসুমির স্বামী ওমর সানি।

এ ছাড়া আরও কিছু প্রেমিকের কথা শুনেছি। যেমন-

বিশ্বপ্রেমিকঃ রিচার্ড বার্টন, সিলভিও বার্লুসকোনি ও আমার বন্ধু রিয়াজ (দেশে প্রেম করে বিয়ে করার পর সে এফ আর সি এস করার জন্য লন্ডনে গিয়ে তার সহপাঠী কলকাতার একটি মেয়ের সাথে ‘ওনলি টু ক্যান প্লে’ খেলায় জড়িয়ে পড়ে। তবে কিছুদিন পর তার চেয়ে সুন্দরী একটি ইন্দোনেশীয় মেয়ের প্রেমে পড়ে সে তাকে বিয়ে করে ফেলে। এখন বুড়ো হয়ে যাওয়ায় সম্ভবতঃ সে আর কোন মেয়েকে আকৃষ্ট করতে পারছে না।)

আজন্ম প্রেমিকঃ প্রাক্তন রাষ্ট্রপতি হো মোএরশাদ এবং তার অনুসারীরা।

রয়েল প্রেমিকঃ রাজা অষ্টম এডওয়ার্ড, শাহজাদা সেলিম, বাদশা শাহজাহান ও এই ক্যাটাগরির প্রেমিকরা।

ছোঁক ছোঁক প্রেমিকঃ একে না ওকে, ওকে না তাকে- এভাবে শেষ পর্যন্ত আইবুড়ো অবস্থায় বুড়ো হয়ে যাওয়া প্রেমিক। বলিউডের সালমান খান।

ছিঃ ছিঃ প্রেমিকঃ নিজে প্রেম করে বিয়ে করলেও ছেলেমেয়েরা কেউ প্রেম করলে ছিঃ ছিঃ করা প্রেমিক। আমার মামাশ্বশুর এনায়েত সাহেব।

গায়ক প্রেমিকঃ ‘ও প্রিয়া, ও প্রিয়া’, ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে’, ‘তোমার তালপাখার বাতাসে’। আসিফ আকবর, কুমার বিশ্বজিত, রিক্সাচালক আকবর ও তাদের অনুসারীরা।

মোবাইল প্রেমিকঃ ডুয়েল বা ট্রিপল সিমযুক্ত একাধিক সেলফোন পকেটে নিয়ে ভাব মারা প্রেমিক। ইন্টারমিডিয়েটে একবার ডাব্বা মারা আমার মামাতো শ্যালক শান্ত।

ফেসবুক প্রেমিকঃ হাওয়াই ভালোবাসা। ইন্টারনেটের যুগে এদের সম্পর্কে আমার মতো বুড়ো মানুষের বেশি কিছু না বলাই নিরাপদ।

খামোকা প্রেমিকঃ ‘রসের বাইদানি’, ‘প্রেম প্রেম খেলা’, ‘ঢিল মারি তোর টিনের চালে’- এই জাতীয় বাংলা সিনেমা দেখে খামোকা রাত জেগে পুলক অনুভব করা প্রেমিক। ভ্যান চালক ইদ্রিসের উঠতি বয়সের ছেলে তাহের।

আরো কিছু বিরল প্রজাতির প্রেমিকের কথা শোনা যায়। কিন্তু ‘দুর্ধর্ষ প্রেমিক’ বলে কোন প্রেমিক পৃথিবীতে আছে বলে কখনো শুনিনি। ডিকশনারি খুলে দেখলাম, ‘দুর্ধর্ষ’ শব্দটির নানারকম অর্থ আছে। যেমন-

১) যাকে জয় করা, পরাজিত করা, দমন করা বা বশে আনা দুঃসাধ্যঃ আগেই বলেছি ‘দুর্ধর্ষ প্রেমিক’ ছবির নায়ক শাকিব খান। তাহলে কি এই ছবির নায়িকা নানারকম ছলাকলা দেখিয়েও শাকিব খানকে বশে আনতে পারছে না?

২) অদম্যঃ নায়িকার বাবা কি তাহলে র্যানব, পুলিশ, আনসার ও নিজস্ব ক্যাডার বাহিনী দিয়েও তার মেয়ের সাথে শাকিব খানের ফষ্টিনষ্টি বন্ধ করে তাকে দমন করতে পারছেন না?

৩) নাছোড়বান্দাঃ দিনে দুপুরে, যখন তখন, যেখানে সেখানে ঢলাঢলি করা নায়িকার পছন্দ নয়, কিন্তু শাকিব খান নাছোড়বান্দা- কাহিনীটি কি এই রকম?

৪) বিক্ষোভপূর্ণ, দাঙ্গাহাঙ্গামাপূর্ণ, অশান্ত, অবাধ্য, শাসন বা নিয়ন্ত্রনের অসাধ্যঃ শাকিব খানের বড়লোক বাবা ও মা ধমক ধামক দিয়ে, সম্পত্তি থেকে বঞ্চিত করার ভয় দেখিয়ে এবং শেষে চোখের জল ফেলেও কি ছেলের প্রেমরোগ ভালো করতে পারছেন না? অথবা শাকিব খান কি বীরবিক্রমে বাড়ির আসবাবপত্র ভাংচুর করছে এবং ডায়ালগ দিচ্ছে, ‘ওকে ছাড়া আমি বাঁচবো না’- এ রকম কিছু?

৫) নির্ভয়, নির্ভীকঃ নায়িকার বাবা উপায়ান্তর না দেখে শেষে একজন বেদেকে কিছু টাকা দিয়ে শাকিব খানের ঘরে বিষধর সাপ ঢুকিয়ে দিয়েছেন। সাপ খাট বেয়ে উঠে ঘুমন্ত শাকিব খানের বুকের ওপর কুণ্ডলী পাকিয়ে বসে ফণা তুলে হিস হিস করছে। এ সময় শাকিব খানের ঘুম ভেঙ্গে যায় এবং সাপ দেখে সে নির্ভীক কণ্ঠে বলে ওঠে, ‘যাও সাপ বলো তারে, সে যেন ভোলে না মোরে’। সাপ ফণা নামিয়ে ধীরে ধীরে খাট থেকে নেমে ঘর থেকে বেরিয়ে যায়। কাহিনীটি কি এই জাতীয় কিছু?

৬) সাহসী, দুঃসাহসীঃ সিনেমার শেষ দৃশ্যে ভিলেন নায়িকাকে কিডন্যাপ করে কয়েকজন গুন্ডা পাণ্ডাসহ লন্ডনে পালিয়ে যাচ্ছে। রানওয়ের ওপর বাংলাদেশ বিমানের মুড়ির টিন বোয়িং ছুটতে শুরু করেছে। এই সময় শাকিব খান অত্যন্ত ক্ষিপ্রতার সাথে লং জাম্প দিয়ে বিমানের একটা পাখা ধরে ফেলে বিপজ্জনকভাবে ঝুলতে থাকে। এভাবে ঝুলতে ঝুলতে সে লন্ডন পর্যন্ত পৌঁছে যায়। হিথরো বিমান বন্দরে বিমান থামার পর সে এই ছবির ভিলেন ও তার সাঙ্গোপাঙ্গোদের কিক বক্সিং মেরে কুপোকাত করে ফেলে। নায়িকা ছুটে এসে শাকিব খানের বুকে আশ্রয় নেয়। শেষে এমন দৃশ্য আছে বলেই কি সিনেমার নাম ‘দুর্ধর্ষ প্রেমিক’?

সিনেমাটা দেখা হয়নি বলে ছবির নায়ক ‘না প্রেমিক, না বিপ্লবী’ (নির্মলেন্দু গুন, ক্ষমা করবেন) বুঝতে পারছি না। আমার সমস্যাটা এখানেই।

*************************************



[এই লেখাটি মাসিক উত্তর বার্তা পত্রিকার মার্চ/ ২০১৩ সংখ্যায় প্রকাশিত। ব্লগার বন্ধুরা যারা পড়েননি, তাদের জন্য ব্লগে প্রকাশ করলাম।]

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

+

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই কাণ্ডারি অথর্ব।

২| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪২

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমর ভাল লাগা অংশগুলো :


১. ব্যর্থ প্রেমিকঃ দেবদাস এবং তার অনুসারীরা(তাদের মধ্যে আমি নিজেও আছি)।

২. ছিঃ ছিঃ প্রেমিকঃ নিজে প্রেম করে বিয়ে করলেও ছেলেমেয়েরা কেউ প্রেম করলে ছিঃ ছিঃ করা প্রেমিক। আমার মামাশ্বশুর এনায়েত সাহেব।




বেশ বিশ্লেষণধর্মী পোষ্ট।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই ইমতিয়াজ ১৩।

৩| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, বোন কাজী ফাতেমা।

৪| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৯

সোহানী বলেছেন: অসাধারন প্রেম উপাখ্যান :-B :-B :-B :-B :-B :-B ..... এরকম চমৎকার গভেষনাধর্মী লিখা অনেকদিন দেখিনি ......... +++++

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, সোহানী।

৫| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

মৃদুল শ্রাবন বলেছেন: প্রেমিক কত প্রকার ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা দাও?
প্রশ্নের উত্তরে ১০০ তে ৭৯ পাওয়া যাবে এই চোথা থেকে।
৭৯ কেন? মাইন্ড কইরেন না। বাংলায় তো ভালো লিখলেও A+ পাওয়া যায় না। আসলে কিন্তু ৮৯ পাওয়ার মতো উত্তর্। =p~ =p~

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, মৃদুল শ্রাবন।

১ নম্বর বাড়িয়ে ৮০ (আসলে ৯০) করা যায় না?

৬| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক মজা পেলাম।



‘কিন্তু দুর্ধ্বর্ষ প্রেমিক’ কথাটা খুব মনে ধরলো। ‘দস্যু বনহুর’ টাইপের প্রেমিক আর কী!

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলা সিনেমার নাম শুনলে হেঁচকি উঠে ভাই।
ধন্যবাদ, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।

৭| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

হুসাইন অভি বলেছেন: =p~ =p~ প্রেমিকের ক্যাটাগরি পড়ে হাসলাম। ভাল লিখেছেন :)

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই হুসাইন অভি।

৮| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯

হামিদ আহসান বলেছেন: হা হা হা, আবু হেনা ভাই, রস রচনায় আপনি তুলনাহীন ............+++++

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, হামিদ ভাই। লেখাটি আপনার কাছে ভালো লাগায় কৃতজ্ঞতা জানাচ্ছি।

৯| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭

মামুন রশিদ বলেছেন: হাহাহ, মজা পেয়েছি :)

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই মামুন রশিদ।

১০| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছদ্ম নামে নয় যারা পোষ্টে আপনার নাম এ্যাড করা হয়েছে, আপনার কোন অপত্তি আছে কি?

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: না, আপত্তি নাই। পোস্টটি দেখলাম। মন্তব্যও দিয়েছি।

ধন্যবাদ, ভাই ইমতিয়াজ ১৩।

১১| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০

হাসান মাহবুব বলেছেন: প্রেমিকের শ্রেণীবিন্যাসের ব্যাপারটা মজা লেগেছে। তবে দুর্ধর্ষ প্রেমিকের অংশটা ঝুলে গিয়েছে।

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই হাসান মাহবুব।

১২| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

মিজভী বাপ্পা বলেছেন: সেইরম হইছে :)

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, মিজভী বাপ্পা।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৪

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা মজার হয়েছে। সব চেয়ে হাসি পেয়েছে বিমানের পাখায় ঝুলে একেবারে লন্ডন, হা হা হা।

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই শান্তির দেবদূত।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২

নীল জোসনা বলেছেন: =p~ =p~ =p~ =p~ B-)) B-)) B-))

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, নীল জোসনা।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৭

জাফরুল মবীন বলেছেন: কঠিন গবেষণা!এক ক্যাটাগরীতে নিজে পড়ে যাওয়ায় হাসতে হাসতে শেষ! =p~ =p~ =p~

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ ভাই, ব্যর্থ প্রেমিক ক্যাটাগরিতে আমি নিজেও আছি। সে অনেক দুঃখের কথা। আমার প্রকাশিত আত্মজৈবনিক উপন্যাস "স্বপ্ন বাসর' পড়লে জানতে পারবেন।

ধন্যবাদ, ভাই জাফরুল মবীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.