নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ছড়াঃ বিজলীরানী

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

[ বর্তমানে সার্বিকভাবে দেশের বিদ্যুৎ পরিস্থিতি অনেক ভালো। কিন্তু ২০১০ / ১১ সালের দিকেও বিদ্যুতের অবস্থা খুব খারাপ ছিল। বিশেষ করে আমাদের মফঃস্বল শহরের অবস্থা ছিল বর্ণনাতীত। সেই সময় এই ছড়াটি লিখেছিলাম, যা প্রথম আলো ব্লগে প্রকাশিত হয়েছিল। সামহোয়্যার ইন ব্লগের প্রিয় বন্ধুদের জন্য ছড়াটি পুনরায় পোস্ট দিলাম। ]

সকাল থেকে বিদ্যুৎ নেই
এখন বিকেল পাঁচটা
ল্যাপটপে চার্জ ফুরিয়ে গেছে
নিকষ কালো কাঁচটা

সেলফোনে চার্জ নিভু নিভু
টিভির কাঁচও ফরসা
ক্রিকেট খেলা দেখতে পাবো
নেই কোন তার ভরসা

বিদ্যুৎ নেই, পানিও নেই
এঁঠো থালায় গন্ধ
টয়লেটে যে যাবো রে ভাই
সে পথও তো বন্ধ

অচল ফ্যানের নিচে বসে
আমার মিসেস ঘামছে
রাগ দেখে তার ভাবছি আমি
যুদ্ধে বোধ হয় নামছে

খাম্বা হলো, কুইক হলো
আর কী বাঁকি থাকলো?
ঘোমটা টেনে বিজলীরানী
মুখটা ঢেকে রাখলো

বিজলী বিলের কাগজ দেখে
মাথার ঘিলু ফুটছে
ঘর ছেড়ে ভাই বিজলী তবু
আকাশ পানে ছুটছে

বিজলী চেয়ে দোষ করেছি
অনেক হলো শিক্ষা
আর না জনাব, কুকুর সরান
চাই না এমন ভিক্ষা।
*****************

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

বিজন রয় বলেছেন: ভাল লেগেছে ছড়াটি।
++

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক সুন্দর ছড়া!! অনেক ধন্যবাদ ভাই!!

৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বোন কামরুন নাহার। ভালো থাকুন। শুভকামনা রইল।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। কী যে দুঃসহ ছিলো দিনগুলো!

৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। সত্যিই খুব দুঃসহ দিন ছিল।

ভালো থাকুন। শুভকামনা রইল।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: সেই দিনগুলোর কথা চিন্তা করলো এখন হরর কাহিণীর মত মনে হয় ! ছড়াটা ভাল লেগেছে ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: এখন মফস্বলেও এতোটা হয় না! একদিন তো হতো!
চমৎকার ছড়া।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ ভাই, ছড়ার শুরুতে আমি এ বিষয়ে বলেছি। এখন মফঃস্বল শহরেও আর অতো দুরবস্থা নেই। বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেক ভালো। তবে এই ছড়াটি সেই দুঃসহ দিনগুলিতে লেখা তো। সেসব দিনের প্রেক্ষাপটে রেখে ছড়াটি পড়লে তখনকার বাস্তব অবস্থা অনেকটাই বুঝা যাবে।

ধন্যবাদ আরন্যক রাখাল। ভালো থাকুন। শুভকামনা রইল।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর হেনা ভাই। শুভেচ্ছা শতত।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শুভ্র বিকেল। ভালো থাকবেন। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.