নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বাবার জমি কোথায়?

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

অনেক বছর আগে,
দেড় বিঘা জমি পেয়েছিল বাবা ভাইবোনেদের ভাগে।
সে যুগের ভাগ মুখে মুখে ছিল,কাগজ ছিলনা কোনো
এখন কোর্টের নোটিশ হয়েছে,কাগজপত্র আনো।
জমির দলিল খারিজ খাজনা পরচা দাখিল করো
মালিকানা নিয়ে মামলা হয়েছে,উকিল মুহুরি ধরো।
খোঁজ করে যেটা জানা গেল সেটা চিন্তার কথা বটে
বোঝা গেল বহু ভোগান্তি রয়েছে বুড়ো লোকটার ঘটে।
ঢাকার অদূরে কেরানীগঞ্জে ওই দেড় বিঘা মাটি
দাবি করে নাকি বসে আছে কোন্ ফ্ল্যাট ব্যবসায়ী পার্টি।

বুঝুন এবার ঠেলা,
শুরু হয়ে গেল বাবার সঙ্গে ইঁদুর-বেড়াল খেলা।
রিটায়ার করা বুড়ো লোকটাকে দৌড়ের ওপর রেখে
কামাও পয়সা যত পারা যায় রেখে তাকে উদ্বেগে।
উকিল মুহুরি কানুনগো আর কেরানীরা চায় টাকা
ভেঙে খাবে বলে পেয়ে গেছে তারা কাঁঠাল একটা পাকা।
রেকর্ড অফিসে সারাদিন কাটে,মুড়ি খেয়ে কাটে দিন
ভূমি অফিসের করিডোরে বাবা হাঁটেন ক্লান্তিহীন।
কেউ বলে,চাচা আজ তো হবেনা,কাল বেলা দশটায়
কেউ বলে,চাচা পাঁচশোটা টাকা বড় কম হয়ে যায়।

বালাম বইয়ের পাতা,
উইপোকা খেয়ে সাবাড় করেছে,রেকর্ডের দশা যা’ তা’।
অফিস ওদের, রেকর্ড ওদের, দোষটা কিন্তু বাবার
দরকার কি পড়েছে বাবার অফিসে অফিসে যাবার?
এই বয়সের মানুষের এত পড়েছে কিসের দায়
তার দরকার সাড়ে তিন হাত,এর বেশি কেন চায়?
খাঁটি কথা সেটা সবাই বুঝেছে,সবাই বলেছে,চাচা,
দরকার কি বৃদ্ধ বয়সে এভাবে বাঁদর নাচা?
ঠিক,ঠিক,ঠিক, সবাই সঠিক, কারো কথা ভুল নয়
মিছেমিছি বাবা করছেন তার সময়ের অপচয়।

একদিন অবশেষে,
উকিল সাহেব ভয়ানক কথা শুনালেন বাড়ি এসে।
‘ও জমির আশা ছেড়ে দিয়ে কিছু আপোষ শালিস হোক
আপনার যারা প্রতিবাদী তারা রুলিং পার্টির লোক।
মন্ত্রী পুলিশ আইন আদালত সবই তো ওদের হাতে
কি করে আপনি লড়বেন একা বলুন ওদের সাথে?
তারচে’ বরং কিছু টাকা নিয়ে ছেড়ে দিন দাবি দাওয়া
চেষ্টা করছি দেখা যাক কত বেশি টাকা যায় পাওয়া।’
বোঝা গেল ওরা ভদ্রতা করে কিছু টাকা দিতে চায়
নইলে তো ওরা লাশ ফেলে দিয়ে মাগনাই জমি পায়।

উকিলের কথা শুনে,
বেঁচে রইলেন বাবা আমাদের বারো দিন গুনে গুনে।
‘নিদ্রার চেয়ে প্রার্থনা ভালো’ শুনেছেন রোজ ভোরে
সেদিন সে কথা বেমালুম ভুলে অসীম ঘুমের ঘোরে
হারিয়ে গেলেন কোথায় কে জানে,হয়ত বা সেই দেশে
যেখানে মামুলি মাটি নিয়ে কেউ ঝামেলা করেনা এসে।
যেখানে দলিল খারিজ খাজনা কিছুই কেউ না চায়
যেখানে রুলিং পার্টির লোকেরা তারই মতো অসহায়।
************************************************
রি-পোস্ট।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

প্রামানিক বলেছেন: ১ম হইছি চা দেন।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আড্ডাঘরে যান। চা রেডি। আমি আইতাছি।

২| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

রুদ্র জাহেদ বলেছেন: বাস্তব ঘটনাকে দারুণভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন।ছন্দ আর গদ্যে, কবিতায় দারুণ ভালো লাগা
+++

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ।
ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৩| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৩

কল্লোল পথিক বলেছেন:






বাহ!চমৎকার কবিতা।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

৪| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

শাহ আজিজ বলেছেন: আমাদের কলহ নিজেদের মধ্যেই , সুরাহা হয়না কিছু , একবার দেওয়ানিতে চড়লে বাছা উকিল ছাড়েনা পিছু, জীবন যাবে তবু জজদের খেলা হবেনাকো কভু শেষ, তাই ছেলেমেয়েদের বলি ভাড়া বাড়িতে থেকো তবু কখনো কিনবেনা কভু জমি। ১ কোটি টাকায় ফ্লাট কিনবে না ব্যাঙ্কে জমা রেখে মাসে ৮৫০০০ ইন্টারেস্ট নেবে? ৩৫০০০ হাজারে সাকুল্যে ফ্লাট ভাড়া আর বাকিটা বাজার সাজার সব কিছু হয়েও জমা থাকবে । ৫০/৬০ বছর পর কোটি কোটির জায়গায় থাকছে কিন্তু ফ্লাট জরাজীর্ণ হবে তখন প্রায় বিনামুল্যে কয়েক স্কয়ার ফিট জমি একজনের হাতে তুলে দিয়ে আবারো বেরুবে নতুন আবাসের সন্ধানে।
চমৎকার বিশ্লেষণধর্মী কবিতা।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মন্তব্যে টাকার আর এক পিঠ তুলে ধরেছেন। ভালো ভাবে চিন্তা করে দেখলে আপনার বক্তব্যে যথার্থতা আছে।
ধন্যবাদ ভাই শাহ আজিজ। ভালো থাকুন। শুভকামনা রইল।

৫| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

সোজোন বাদিয়া বলেছেন: খু্বই সুন্দর এবং জ্বলন্ত একটি বিষয় নিয়ে লেখার জন্য অকুন্ঠ শ্রদ্ধা রইল।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সোজোন বাদিয়া।
ভালো থাকুন। শুভকামনা রইল।

৬| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪

জুন বলেছেন: বাস্তব বর্তমানের সাথে বড় বেশী বাস্তব। মনটি স্পর্শ করে গেল করুন ভাবে হেনা ভাই।
+

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জুন। কবিতার মধ্যেও গল্প লিখেছি বোন। তবে তা' নির্মম বাস্তব গল্প। আপনার হৃদয় ছুঁয়ে যাওয়ায় আমি কৃতজ্ঞ।
শুভেচ্ছা রইল।

৭| ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

নাজনীন পলি বলেছেন: বাহ , চমৎকার কবিতা ।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বোন নাজনীন পলি। ভালো থাকুন। শুভকামনা রইল।

৮| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: গল্প কবিতা কোনটাই আর বাদ রাখলেন না দেখছি, কবিতার মূল ভাবটায় আমাদের দেশের বর্তমান সময়ের কিছু নিরিহ মানুষের কষ্টের চিত্রটাই ফুটে উঠেছে, যেমনটা আমরা চাই না........কবিকে শুভেচ্ছা

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতা আমি লিখতে পারি না ভাই। গল্প লিখতে লিখতে হাঁপিয়ে উঠলে দু'একটা আবোল তাবোল কবিতা লিখি। কিন্তু এসব কবিতা আমার নিজেরই মনঃপুত হয়না।
ধন্যবাদ কামাল ভাই।

৯| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন:

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চায়ের মধ্যে কী চিরযৌবনের জড়ি বটি? খাইলে কী যৌবন ফেরত পাইব?

১০| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: কুড়মুড়ে বাস্তববাদী ছন্দের কবিতা

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ উদাসী স্বপ্ন। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।

১১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫১

ফেরদৌস প্রামানিক বলেছেন: অনেক বাস্তবমুখী কবিতা !

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ফেরদৌস প্রামানিক।
ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

১২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

তৌফিক মাসুদ বলেছেন: ব্লগে আগের মত নিয়মিত নই, তাই অনেক লেখাই পড়া হয়না।

আপনার এই লেখাটা অন্য ধাচের। বাস্তবতায় মোড়ানো লেখা।

আপনার সুস্থতা কামনা করে গেলাম।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, আপনাকে আর আগের মতো ব্লগে দেখা যায় না। কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ভালো থাকুন। শুভকামনা রইল।

১৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কবিতায় কবিতায় বলা গল্পটা মন ছুঁয়ে গেল। মাঝে মাঝে পরার ইচ্ছা হবে।

প্রিয়তে রাখছি।
অসামান্য ভাল থাকবেন।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ চন্দ্ররথা রাজশ্রী।
ভালো থাকুন। শুভকামনা রইল।

১৪| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৫

আরাফআহনাফ বলেছেন: ",হয়ত বা সেই দেশে
যেখানে মামুলি মাটি নিয়ে কেউ ঝামেলা করেনা এসে।
যেখানে দলিল খারিজ খাজনা কিছুই কেউ না চায়
যেখানে রুলিং পার্টির লোকেরা তারই মতো অসহায়।"

তারপরও আমরা বুঝতে চাইনা,
চাই শুধু আরো চাই।

করুণ বাস্তবতা তুলে ধরলেন - ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তারপরও আমরা বুঝতে চাইনা,
চাই শুধু আরো চাই।


কবিতার মোরাল ফুটে উঠেছে আপনার মন্তব্যে।
ধন্যবাদ ভাই আরাফআহনাফ। ভালো থাকুন। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.